আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩১

রেলের জায়গা দখলের পায়তারা ষ্টার ভিউ হাউজিং লিমিটেডের

ডান্ডিবার্তা | ১৩ জানুয়ারি, ২০২৩ | ১১:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শহরের গলাচিপা এলাকায় রেলওয়ের রাস্তার জায়গায় মাটি ফেলে লাউ গাছ লাগিয়ে দখলের পায়তারা করছে ষ্টার ভিউ হাউজিং লিমিটেড এর একটি প্রজেট ষ্টার ভিউ থান কমপ্লেক্স এর নির্মাণ কাজের নামে রেলওয়ে জায়গা দখলের অভিযোগ। কারন তারা এখানে ষ্টার ভিউ থান কমপ্লেক্স দোকান ও ফ্ল্যাট বিক্রি করবে তাই সাধারন মানুষের সমস্যা করে রাস্তা দখল করে রেখেছে তারা। গত ৪ জানুয়ারী সকাল থেকে নারায়ণগঞ্জে রেলপথে এলাকায় অবৈধভাবে গড়ে ওঠা দোকান পাটসহ শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। শহরের ২ নম্বার রেলগেট এলাকা থেকে চাষাড়া পর্যন্ত এই উচ্ছেদ করে বাংলাদেশ রেলওয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভাগীয় ভূসম্পত্তি কর্মকর্তা মো. সফি উল্লাহ এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুবাইয়া খানমের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চালানো হয়। ষ্টার ভিউ থান কমপ্লেক্স এর নির্মান কারি এক শ্রমিক এর সাথে কথা হলে তিনি বলেন, আমাদের সামনে আমরা রাখছি তবে এখানে বর্তমানে গাছ লাগিয়েছি। সামনের ফাকা জায়গাতে যাতে কোন দোকান বসতে না পারে তাই এটা করা। তবে রেলওয়ের কর্মকতারা যখন চাইবে আমরা সরিয়ে দিবো। কিন্তু গলাচিপা এলাকার থান কাপড় ব্যবসায়ীরা বলেন, রেলওয়ে আমাদের উচ্ছেদ করেছে তাতে আমাদের কোন সমস্যা নাই আমরা চাই জায়গা ফাকা পরে থাকবে তার বদলে আমরা দেখছি আমাদের উঠিয়ে এখন ষ্টার ভিউ থান কমপ্লেক্স এর নির্মাণ কাজের নামে রেলওয়ে জায়গা দখল করে রেখেছে সেখানে তারা লাউ, কুমড়া গাছ লাগিয়েছে। তারা তাদের সিমানের ভিতরে রাকলে তো কারো সমস্যা হয় না। এটা তাদের একটা চালাকি কারন এখানে যদি কোন থান কাপড় ব্যবসায়ী না থাকে তাহলে তাদের নির্মান করা ষ্টার ভিউ থান কমপ্লেক্স দোকান বিক্রি করতে পারবে। জায়গা দখলের বিষয়ে ষ্টার ভিউ হাউজিং লিমিটেড এর মালিক মো: রিপন বলেন, আমরা আমাদের জায়গার সামনে মাটি রাখছি তবে এটা সময় মত সরিয়ে নেওয়া হবে। বাকিটা আমি জানি না এটা বলে ফোনটি কেটে দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা