আজ শনিবার | ১৯ জুলাই ২০২৫ | ৪ শ্রাবণ ১৪৩২ | ২৩ মহর্‌রম ১৪৪৭ | সকাল ১১:২১

কমিটি না হওয়ায় বিপাকে ছাত্রদল

ডান্ডিবার্তা | ১৪ জানুয়ারি, ২০২৩ | ১১:০০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বিএনপির সহযোগী সংগঠন হিসেবে ব্যাপক পরিচিত ছাত্রদল। কিন্তু এ সহযোগী সংগঠনই এখন ছন্নছাড়া অবস্থায় পরে রয়েছে। গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করেন কেন্দ্র। তার পর থেকেই ছাত্রদলের নবাগত কমিটিতে আসতে চাওয়া পদ প্রত্যাশীরা জোরদারভাবে যে যার যার বলয় দ্বারা লবিং চালু করে দিয়েছে। তারই মাঝে শোনা যাচ্ছে ছাত্রদলে পকেট কমিটির গুঞ্জন। এ ধরনের আভাস দলের জন্য মঙ্গল নয় বলছে তৃণমূল। কিন্তু যারা রাজপথে কোনভাবেই আন্দোলন সংগ্রামে সক্রীয় থাকে না তারাই দলে আঘাত আনার জন্য এ ধরনের কার্যকালাপ করে থাকে। আর এ ধরনের গুঞ্জন বাস্তবায়ন হলে ছাত্রদলের আগামী দিনগুলোতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে। সূত্রে জানা যায়, কমিটি বিলুপ্ত হওয়ার পরেই  ১০ ডিসেম্বরের বিভাগীয় সমাবেশের কারণে কমিটির সময় পিছিয়ে নিয়ে এসে ডিসেম্বরের ১৫ থেকে ২০ তারিখে হওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তাতে ও তারা ব্যর্থ হয় পরবর্তীতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরা শুধু বলছে হবে হচ্ছে এখনই হয়ে যাবে এমন কথা বার্তা যার কারণে মানসিক দিক দিয়ে ভেঙ্গে পরছে ও বিগত দিন থেকে ছাত্রদল অনেকটা পিছিয়ে যাওয়ার সম্ভবনার দেখা মিলছে। অপর দিকে কোন নেতাকর্মীর হাতে ছাত্রদলের দায়িত্ব না থাকার কারণে নিজেরা নিজেরাই অনেকটা দ্বন্দ্বে জড়িয়ে পরছে। আর কেউ কাউর কথা না মানার কারণে তাদের মাঝে সৃষ্টি হচ্ছে নানা বিশৃঙ্খলা। ইতিমধ্যেই জেলা ছাত্রদলের নবাগত কমিটিতে আসার জন্য জোরদার লবিং ও নাম লিখিয়েছেন ফতুল্লা থানা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান দোলন, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাহিদ ভূইয়া, সুলতান মাহমুদ, সাগর সিদ্দিকী, আড়াইহাজার ছাত্রদলের আহ্বায়ক জোবায়ের রহমান জিকু, সোনারগাঁ থানা ছাত্রদলের আহ্বায়ক জাকারিয়া ভূইয়া, জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক শাকিল আহম্মেদ তারা সকলেই দলের মূলস্থানে আসার জন্য যে যার যার মতো জোরদার লবিং করছে। অপর দিকে মহানগর ছাত্রদলের নবাগত কমিটিতে আসার জন্য জোরদার লবিং করছে সদর থানা ছাত্রদলের আহ্বায়ক কাজী নাহিসুল ইসলাম সাদ্দাম, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহ্বায়ক রাকিবুর রহমান সাগর, বন্দর থানা ছাত্রদলের আহ্বায়ক রাহিদ ইস্তিয়াক, তোলারাম কলেজ ছাত্রদলের সদস্য সচিব আজিজুল ইসলাম রাজীব, নারায়ণগঞ্জ কলেজ ছাত্রদলের আহ্বায়ক রাসেল ও সাধারন সম্পাদক তুহিনুর রহমান তুহিন ও মাগফুর ইসলাম পাপন। এ ছাড়া ও সূত্রে আরো জানা যায়, ছাত্রদলে অছাত্র ও বিবাহিতরা ও অংশ নেওয়ার জন্য মরিহা হয়ে উঠেছে। তারই মাঝে অনেকে কেন্দ্রীয় নেতাকর্মীদের ইমপেন্স করার জন্য নানা সময় নানা উপহার ও দিয়ে থাকে। এবং তারই পেক্ষিতে আরো জানা যাচ্ছে শিগ্রই ছাত্রদলের নবাগত কমিটি হয়ে যাবে কিন্তু অনেক নেতাকর্মীরা যে যার বলয়ের মাধ্যমে পকেট কমিটি পাওয়ার চেষ্টা করছে ও আর তারা নবাগত কমিটি টাকার দিয়ে পাওয়ার জন্য মরিহা হয়ে লেগেছে। এ প্রসঙ্গে তৃণমূল নেতাকর্মী বলছে বিএনপির রাজনীতি ছাত্রদলের ভূমিকা আগে ও ছিল ব্যাপক আর বিদায় বছরে প্রথম প্রথম একটু তাদের সক্রিয়তার দেখা মিললে ও এখন আর তাদের সংক্রিয়তার আর দেখা মিলছে না। তারা অনেকটাই ঝিমিয়ে পরার মতো হয়ে গেছে। আর অপর দিকে যদি ছাত্রদলের নবাগত কমিটি টাকার উপরে দেওয়া হয় তাহলে ছাত্রদলের মূল মেরুদন্ড ভেঙ্গে যাবে আর ভবিষ্যতে ও তারা রাজপথে উঠে দাড়াতে পারবে না। যার ফলে আমরা আশা করছি শিগ্রই ছাত্রদলের নবাগত কমিটি দেওয়া হোক ও তৃণমূল পর্যায় থেকে যাচাই বাছাই করে কমিটি দেওয়া হোক আর কোন টাকার উপরে ভর করে যেন কমিটি না দেওয়া হয়। ছাত্রদলের নেতাকর্মীদের সাথে আলাপ আলোচনা করে জানা যায়, আমরা যারা ছাত্রদলে দীর্ঘদিন থেকে সার্ভিস দিয়ে যাচ্ছি। কিন্তু অনেক অছাত্র নেতাকর্মী রয়েছে যারা কোন আন্দোলন সংগ্রামে ব্যাপক ভূমিকা পালন করতে পারে না। তারা দলে বিশৃঙ্খলা সৃষ্টি করানোর জন্য কমিটিতে টাকার উপর ভর করে আসতে চায়। আর এগুলো অনেকটাই অশুভনীয় কাজ। আমরা এদের বিপক্ষে। আর দীর্ঘদিন থেকেই ছাত্রদল নেতৃত্ব ছাড়া অবস্থায় পরে রয়েছে। যার ফলে এর আঘাত মূল দলে ও পরছে। কিন্তু তারা কোনভাবেই এ জিনিসিগুলো কেয়ার করছে না। যার ফলে নিজেদের মধ্যেই দ্বিধান্দ্বের সৃষ্টি হচ্ছে। আর এমন যদি হয়ে থাকে তাহলে ছাত্রদল আরো পিছিয়ে যাবে। আমরা আশা করছি শিগ্রই ছাত্রদলের নবাগত কমিটি হবে। যোগ্য ও তৃণমূল পর্যায় থেকেই তারেক রহমান সাহেব আমাদের কমিটি উপহার দিবেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা