
ডান্ডিবার্তা রিপোর্ট বিসিবি মিডিয়া সেল এর চেয়ারম্যান ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক তানভীর আহমেদ টিটু বলেছেন, সকল সাবেক ক্রিকেটাররা একটি প্লেটফর্মে আসার চিন্তা নিয়ে ২০১৯ সালে মাষ্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জ এর যাত্রা শুরু হয়েছিলো। করোনার সময় খেলাধুলার সাথে জরিতরা অনেকে সমস্যায় পরেছিলো, এমনকি তারা সরকারের কাছে সাহায্যের আবেদনও করতে পারেনি। ওয়ান্স এ প্লেয়ার, অলওয়েজ এ প্লেয়ার। আমার দৃষ্টিতে, একজন প্লেয়ার কখনো অসহায় বা দুস্থ হতে পারে না। কারণ তাদের স্কিল সারা জিবনই তাদের সাথে থেকে যায়। একজন প্লেয়ার তার সমস্যার কথা আরেকটি প্লেয়ারকেই বলতে পারে, আর এজন্যই মাষ্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জ প্লেটফর্মটার পরিকল্পনা। নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার হয়ে যারাই খেলেছে প্রত্যেকে এই সংগঠনের সদস্য। আমরা যারা সমাজে প্রতিষ্ঠিত হতে পেরেছে, তাদের দায়িত্ব খেলাধুলার বিস্তৃত ঘটানো। গতকাল শুক্রবার দুপুরে সামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স গ্রাউন্ডে নীট কনসার্ণ মাষ্টার ক্রিকেটার্স অব নারায়ণগঞ্জ এর সিজন-৪ এর উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তানভীর আহমেদ টিটু বলেন, আমরা চাইলে যে কোন ধরনের খেলার আয়োজন করতে পারি। সেরকম পৃষ্টপোষকতা আমাদের আছে এবং তাদের আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতে আমরা সবাইকে যদি খেলায় মগ্ন রাখতে পারি তাহলে আমাদের সন্তানেরা মাদক কিনবা অন্য কোন খারাপ কাজে জড়াবে না। তিনি আরও বলেন, খেলার মাঠের লড়াই অবশ্যই থাকবে। এখানে অনেক ধরণের মনমালিন্য হতে পারে, আমরা হাশি মুখে সেই সকল বিষয় গুলো ফেস করবো। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেএমআরএস’র চেয়ারম্যান মোঃ মাহবুবুর রহমান জুয়েল ও সফটি বিডি লিমিটেড এর চেয়ারম্যান মোস্তাইন বিল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন মোল্লা, নারায়ণগঞ্জ মাষ্টার ক্রিকেটার্স এর সংগঠনের সাধারণ সম্পাদক মাকসুদ উল আলম, সহ সভাপতি জাহাঙ্গীর আলম, রফিকুল হাসান রিপন, যুগ্ম সম্পাদক ডা. রাকিবুল ইসলাম শ্যামল, কোষাধ্যক্ষ তৌহিদ হোসেন শ্যামল, নারায়ণ সাহা তপু প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯