আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৯

নেতাকর্মীর মুক্তির দাবি মহানগর বিএনপির

ডান্ডিবার্তা | ১৪ জানুয়ারি, ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানার নাশকতার মামলায় মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ ও মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদসহ ৫জনের  নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে নিঃশর্ত মুক্তি দাবি জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপি। গতকাল শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক এড. সাখাওয়াত হোসেন খান ও সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু এই নিন্দা জানান। এই অবৈধ সরকারের গায়েবি মামলায় সারাদেশে বিএনপির লক্ষ লক্ষ নেতাকর্মী আজ কারাবন্দি। এই সকল মামলা হামলা জবাব রাজপথে দিবে বিএনপির নেতাকর্মীরা। ইনশাল্লাহ এই অবৈধ মিডনাইট সরকারের পতন ঘটিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল কারাবন্দিদের মুক্ত করবো। অবিলম্বে যুবদল নেতা শাহেদ আহমেদ ও রাফি উদ্দিন রিয়াদসহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি। প্রসঙ্গত, নারায়ণগঞ্জ সদর মডেল থানার নাশরতার পৃথক পৃথক দুই মামলায় নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ ও মহানগর যুবদল নেতা রাফি উদ্দিন রিয়াদসহ ৫ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন- নারায়ণগঞ্জ মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাহেদ আহমেদ, মহানগর ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি রাফি উদ্দিন রিয়াদ, বিএনপি নেতা হারুন, পিচ্চি মাসুম, গলাকাটা জাকির। গত বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ জগলুল হোসেনের আদালতে উচ্চ আদালত থেকে ছয় সপ্তাহের আগাম জামিন শেষ হওয়ায় আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে বিচারক ১৪জনের জামিন আবেদন মঞ্জুর করেন এবং বাকী ৫জনের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা