আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:১০

মুখ থুবড়ে পড়েছে বন্দর যুবলীগ

ডান্ডিবার্তা | ১৫ জানুয়ারি, ২০২৩ | ১০:৪৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট বন্দরে মুখ থুবড়ে পড়েছে যুবলীগ। বন্দরে যুবলীগের কোন কার্যক্রম নেই বললেই চলে। শুধু তাই নয় বন্দরে যুবলীগের ব্যানারে কাউকে রাজপথে নামতে দেখা যায় না। দীর্ঘ ২১ বছর যাবত বন্দরে আলোর মুখ দেখেনি যুবলীগ। যদিও যুবলীগের কোন কোন নেতাকে রাজপথে দেখা যায় তাও আবার আওয়ামীলীগের নেতাদের সাথে। তাদের নিজস্ব কোন কার্যক্রম দেখা মিলেনি। মনে হচ্ছে বন্দরে যুবলীগের কোন অস্তিত্ব নেই। বন্দরে নামে শুধু যুবলীগ। কিন্তু সেই যুবলীগের অনেকে এখন ্টার যুবক নেই। হয়ে গেছেন বোড়োলীগ। জোটসরকার পতন আন্দোলনে বন্দর যুবলীগের যে ভ’মিকা ছিল তা ছিল আন্দোলন মুখি। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর থেকে দিন দিন যেন বন্দর যুবলীগ বিলীন হতে শুরু করে। এছাড়া যুবলীগের অনেকে আবার আওয়ামীলীগের নেতৃত্বে চলে গেছেন। কিন্তু তাদের সেই যুবলীগের পদ এখনো বহাল রয়েছে। অস্তিত্ব হারা যুবলীগকে আবার টেনে তোলার চেষ্টা করছেন যুবলীগের কয়েকজন নেতা। তাদের দাবি ২১ বছর আগে বন্দর থানা যুবলীগের কমিটি গঠন হয়েছে। এর পর আর কোন কমিটি হয়নি। সেই থেকে যুবলীগ কমিটি আজো বহাল রয়েছে। আর তা হয়ে উঠেনি আওয়ামীলীগের শীর্ষ নেতাদের কোন্দলের কারণে। যার কারনে নেতৃত¦ে বিকাশ ঘটছে না। যার যেভাবে ইচ্ছা চলছে। নেই কোন চেইন অব কমান্ড। অনেকে যুবলীগের নাম ব্যবহার করে আওয়ামীলীগ সরকারের মিশনকে ব্যর্থ করতে পরিকল্পিক ভাবে মাঠে রয়েছে। নাম প্রকাশ না করার শর্তে মদনপুর এলাকার এক যুবলীগ নেতা বলেন, মদনপুরে অহিদ নামে এক ছেলে প্রথমে ছাত্রলীগ পরে যুবলীগের নাম ভাঙ্গিয়ে সন্ত্রাসী কর্মকান্ড করে দলকে ডুবাচ্ছে। সে উপজেলা আওয়ামীলীগের সভাপতির ছত্রছায়ায় অপকর্ম করে পার পেয়ে যাচ্ছে। তাকে দলীয় ভাবে এখনই প্রহিত না করলে দলের জন্য চরম বদনাম কাঁধে নিতে হবে। এ ব্যপারে বন্দর উপজেলা যুবলীগের সভাপতি এড. পলু জানান, ২০০৫ সালের জুন মাসে আমাদের যুবলীগের সম্মেলন হয়। ২০০৬ সাশের ফেব্রুয়ারি মাসে কেন্দ্র আমাদের অনুমোদন দেয়। এর পর থেকে আমাদের আর সম্মেলন হয়নি। একটি থানা বা উপজেলা কমিটি করতে হলে কেন্দ্রের সিদ্ধান্ত লাগে। যেহেতু আমরা আওয়ামীলীগ যখন বিরোধী দলে ছিল তখন আন্দোলনে সক্রিয় ভুমিকা রেখেছিলাম। সে কারণে হয়তো কেন্দ্র মনে করেছে যারা আছে তারাই থাকুক এবং ক্ষমতার স্বাধ উপভোগ করুক। তবে আমাদের চেয়েও পুরনো ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর যুবলীগের কমিটি। এখনো তাদের কমিটি হয়নি। এখন যেমন আওয়ামীলীগের সম্মেলন হচ্ছে কেন্দ্রের সিদ্ধান্তে আমরাও কেন্দ্রের দিকে চেয়ে আছি যেদিন কেন্দ্র আমাদের নির্দেশা দিবে আমরাও সম্মেলন করার প্রস্তুতি নিব। আমরা এখন সাংগঠনিক সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছি। তিনি আরো বলেন, বর্তমানে মদনপুরে যে অহিদকে নিয়ে বির্তক হচ্ছে এবং সে নিজেকে যুবলীগ নেতা বলে বেড়াচ্ছে প্রকৃত পক্ষে সে যুবলীগের কেউ নয়। এ ব্যপারে বন্দর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খন্দকার হাতেম বলেম, আমরা চলতি মাসের মধ্যেই ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলি গঠনের কাজ শুরু করব। ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠনের পর কেন্দ্রে জানাব। কেন্দ্রের সিদ্ধান্ত মোতাবেক আমাদের উপজেলা কমিটির সম্মেলন হবে। তবে এ বছরের মধ্যে বন্দর যুবলীগ গঠন হবে বলে আশা করছি। তিনি আরো বলেন, মদনপুরের অহিদ আমাদের যুবলীগের কেই নয়। সে যদি অপকর্মকর্ম করে তবে তার বিষয়ে জেলা বা থানা কমিটি ব্যবস্থা নেবে। এদিকে যুবলীগের কমিটির বিষয়ে জেলা পরিষদের সদস্য ও সাবেক ধামগড় ইউপি চেয়ারম্যান মাসুম আহাম্মেদ বলেন, সেই ২১ বছর পূর্বে এড. পলুকে সভাপতি ও খন্দকার হাতেমকে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন হয়েছে এর পর আর কোন যুবলীগের সম্মেলন হয়নি। যেহেতু সামনে নির্বাচন সেই সাথে বিএনপি-জামাতে আন্দোলন সবকিছুকে ওভারকাম করতে হলে যুবলীগকে সক্রিয় করা প্রয়োজন। তাই আমরা যুবলীগকে ঢেলে সাজানোর কাজে হাত দিয়েছি। আমরা একটি পরীক্ষিত ও পরিচ্ছন্ন নেতাকর্মীদের নিয়ে যুবলীগকে সাজাবো। যুবলীগ নেতা এসআই জুয়েল বলেন, বন্দর উপজেলা যুবলীগকে একটি শক্তিশালী কমিটিতে রূপান্তরিত করব। আমরা কেন্দ্রে যোগাযোগ করছি। আশা করি অচিরেই একটি শক্তিশালী যুবলীগের কমিটি গঠন করতে সক্ষম হব। সেই দিকে কাজ করে যাচ্ছি। আমরা বন্দর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ রশিদের নেতৃত্বে সকল কার্যক্রম করে যাচ্ছি। তিনি যেদিন নির্দেশা দিবেন সেদিন আমরা কেন্দ্রের মাধ্যমে নতুন কমিটি গঠন করব। আর নতুন কমিটিতে কোন বির্তকিত বা হাইব্রিডদের যুবলীগে স্থান দেয়া হবে না। আমরা বন্দর উপজেলা যুবলীগকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করার লক্ষ্যে এগিয়ে যাব।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা