
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের ফুটপাত হকারমুক্ত রাখা যাচ্ছে না। কদাচিৎ পুলিশ জোরালো অভিযান চালালেও ঘন্টাখানেকের মধ্যেই বদলে যায় পরিস্থিতি। মানুষ আর এখন ফুটপাত খুঁজে পায় না হাটতে। কিন্তু রাস্তায়ও নামতে পারে না। কারণ ফুটপাতের হকাররা এতই বেপরোয়া যে তারা পসরা নিয়ে প্রায়শই ফুটপাতের পাশাপাশি সড়কেও নেমে যান। ভুক্তভোগীরা বলছেন সিটি করপোরেশনের মেয়রের উপর হামলার পর পুলিশের উপরও হামলা করে এ হকার বাহিনী। এছাড়া একটি হত্যা মামলারও আসামী তারা। কিন্ত তার পরেও তাদের দাপট কমেনি। শহরের ফুটপাত হকারমুক্ত রাখতে ২০১৭ সালের ২৫ ডিসেম্বর থেকেই এমপি শামীম ওসমান ও মেয়র আইভী সমর্থকদের মধ্যে উত্তেজনা চলছিল। সমাবেশ করে শামীম ওসমান ঘোষণা দেন হকারদের পুনর্বাসনের আগে ১৬ জানুয়ারী হতে ফুটপাতে হকার বসবে। ১৬ জানুয়ারী বিকেল ৪টার আগেই সিটি করপোরেশনের নগর ভবনের সামনে জড়ো হতে থাকে সিটি করপোরেশনের কাউন্সিলর ও অনুগামী লোকজন। আইভী শহরের ফুটপাতের পূর্বপাড় দিকে পায়ে হেঁটে চাষাঢ়ার দিকে আসতে থাকে। অপরদিকে সোয়া ৪টার দিকে অবস্থান নেন। বিকেল ৪টা ৪০ মিনিটে আইভীর নেতৃতে মিছিল চাষাঢ়া সায়াম প্লাজার সামনে আসে। সেখানে কয়েকজন হকারকে ফুটপাত থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে তাদের মধ্যে ব্যাপক বাকবিতন্ডা ঘটে। দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। এতে আইভীর পক্ষের শতাধিক লোক আহত হয়। মানবঢাল তৈরি করে আইভীকে রক্ষা করা হয়। ওই ঘটনায় দায়ের করা মামলায় পিবিআই সম্প্রতি আদালতে চার্জশীট দিয়েছে। সেখানে যে ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে তাদের মধ্যে আওয়ামী লীগ নেতা নিয়াজুল ও শাহ নিজাম ছাড়া বাকি ১০ জনই হকার। এ তালিকাতে আছেন হকার নেতা রহিম মুন্সী, আসাদুল ইসলাম, সায়মন, ইকবাল, মাসুদ পাটোয়ারী, তোফাজ্জল, পলাশ, মহসীন বেপারী, সালাউদ্দিন ও সাদেকুল। এ হকার নেতাদের মধ্যে আবার কয়েকজন হকার জুবায়েব হোসেন হত্যা মামলায় এজাহারভুক্ত। ২০২১ সালের ১৪ অক্টোবর নারায়ণগঞ্জ শহরের বঙ্গবন্ধু সড়কে বলাকা পেট্রোল পাম্পের সামনে ফুটপাতে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়েরকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত জুবায়েরের মা মুক্তা বাদী হয়ে প্রধান আসামি ইকবাল ওরফে ডাক্তার (৩০), হকার নেতা আসাদ (৪০), স্বপন (৩২), সায়মন (২১), হাসান (১৯), সানী (২৩), রাসেল (২৪), মহসিন (৬০)সহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন। এর আগে এ হকাররা চাষাঢ়ায় পুলিশের উপর হামলা করে। এসময় এক পুলিশ সদস্যের গলাটিপে শ্বাসরোধে হত্যার চেষ্টা করে। এ ঘটনায় ওইদিন দুই হকারকে গ্রেপ্তার করে পুলিশ। ওই ঘটনায় পুলিশ কনস্টেবল আব্দুল কাদের বাদী হয়ে সদর মডেল থানা দুই জনের নাম উল্লেখ করে ৭ জনের নামে মামলা দায়ের করেন। এর আগে সাংবাদিক তাহের হোসেনকে মারধর ও নির্যাতন করা হয়েছে। শহরের চাষাঢ়ায় সায়েম প্লাজার নিচতলায় ঘটনাটি ঘটে। ফুটপাতে এক হকারের সাথে পাটি কেনার জন্য দরদাম করছিলেন সাংবাদিক তাহের হোসেন। দাম বেশি চাওয়াতে হকারকে দাম কমিয়ে রাখতে বলেন তিনি। এতে ক্ষিপ্ত হয়ে ওঠে ওই হকার। তর্কবিতর্কের এক পর্যায়ে ওই হকারসহ সায়াম প্লাজা মাকের্ট কমিটির সভাপতি হাসান, সাধারণ সম্পাদক আলমগীরসহ অন্তত ১৫-২০ জন মিলে সাংবাদিক তাহের হোসেনকে মারধর করে। এসব হকার নিয়ে মেয়র নিয়মিত কথা বলে আসছেন গত বছর এমপি সেলিম ওসমানের নেতৃত্বে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হয়ে ওই সময়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের হাতে ৩টি চেকের মাধ্যমে ১০লাখ টাকা তুলে দিয়েছেন ব্যবসায়ী নেতৃবৃন্দরা। ওই সময় ফুটপাত হকারমুক্ত রাখতে পুলিশকে অনুরোধ জানান সেলিম ওসমান। এর আগে নারায়ণগঞ্জ আসেন শিক্ষামন্ত্রী দীপু মনি, প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন। ওই সময়ে এক চা চক্রে ফুটপাত ইস্যু নিয়ে কথা বলেন মেয়র সেলিনা হায়াৎ আইভী ও জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ। তখন জেলা প্রশাসককে কঠোর হওয়ার আহবান রাখেন মেয়র। এছাড়া সেখানে থাকা পুলিশ কর্মকর্তারাও সেলিম ওসমানের আহবানের বিষয়টি নজরে আনেন। তখন জেলা প্রশাসক ও পুলিশ কর্মকর্তারা একবাক্যে বলেন, জনপ্রতিনিধি রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রশাসন চটাইলে কোন কাজই অসাধ্য নয়। মেয়র তখন বলেন, ফুটপাতে টাইলস বসানো হয়েছে। মানুষ যাতে অবাধে চলাফেরা করতে পারে সেজন্যই এ কাজ করা হয়েছে। হকারদের পুনর্বাসনের জন্য আলাদা মার্কেট আছে। কিন্তু বহিরাগত প্রতিদিন হকার এসে ফুটপাত দখল করছে। তাছাড়া এখন বৃষ্টির মওসুম। এখন বড় সমস্যা করে হকাররা, তাদের পণ্য বিক্রি করে পলিথিন রাস্তার মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখে। এসব পলিথিনের কারণে ড্রেনের মুখে পানি সরার মুখ বন্ধ হয়ে যায়। ফলে বৃষ্টি হলে কখনো কখনো সড়কে পানি জমে থাকে। লোক পাঠাতে হয় পরিচ্ছন কর্মীদের। নারায়ণগঞ্জ এসেছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। ওই সময়ে শহরের দেওভোগ এলাকায় চারুকলা ইন্সটিটিউট এর নব নির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে ফুটপাত ইস্যূতে তিনি গণমানুদের পক্ষেই মুখ খুলেন। এদিন মন্ত্রী তাজুল ইসলাম বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন সারাদেশে আদর্শ কর্পোরেশন হতে পারে। যেখানে একজন মানুষও সুবিধা বঞ্চিত বা অবিচার অনাচারের শিকার হবে না। নারায়ণগঞ্জে আইনের শাসন কায়েম করতে হবে। ফুটপাতে পথচারীদের চলাচলের ব্যবস্থা করতে হবে। রাস্তায় গাড়ি চলাচলের ব্যবস্থা করে দিতে হবে। সেজন্য জেলা প্রশাসক ও পুলিশকে দায়িত্ব নিতে হবে। জনপ্রতিনিধিরা নীতি প্রণয়ন করবেন। জনগণের সুবিধা বাস্তবায়নে সরকারি কর্মকর্তাদেরকে অগ্রনী ভ’মিকা পালন করতে হবে। কাউন্সিলররা প্রশাসনের সাথে যুক্ত হয়ে কাজ করবেন। এতে করে অবিচার দূর হবে। এটা একটি সম্মিলিত দায়িত্ব।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯