আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:১০

একেএম সেলিম ওসমান দৃষ্টান্ত সৃষ্টিকারী এমপি: চন্দনশীল

ডান্ডিবার্তা | ১৭ জানুয়ারি, ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান বাবু চন্দনশীল বলেছেন, সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান ইতিমধ্যেই দানবীর হিসেবে খেতাব পেয়েছেন। তিনি সারা বাংলাদেশের মধ্যে দৃষ্টান্ত স্থাপন করেছেন। যে কিনা নিজের অর্থায়নে শিক্ষা থেকে শুরু করে বিভিন্ন স্থানে প্রচুর দান এবং সহযোগিতা অব্যাহত রেখেছেন। ভবিষৎ প্রজন্মের জন্য অনেক কিছুই করছেন। তারই ধারাবাহিকতায় এমপি সেলিম ওসমানের আস্তাভাজন খন্দকার সাইফুল ইসলাম সুবিধাবঞ্চিত স্টুডেন্টের বৃত্তি প্রদান ও অসহায়দের কম্বল বিতরণ করছেন। এটা খুবই ভাল উদ্যোগ। এমন উদ্যোগকে আমরা স্বাগত জানাই। গতকাল সোমবার বিকেলে কল্যান্দি এলাকায় খন্দকার এগ্রোফার্মে খন্দকার ফাউন্ডেশনের আয়োজনে সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের বৃত্তি প্রদান ও কম্বল বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন ২০২১ সালের মধ্যে দেশ ডিজিটাল বাংলাদেশ হবে। দেশ এখন ডিজিটালাইস। দেশের মানুষ এখন উন্নয়নের সুবাতাস গ্রহন করছে। প্রধানমন্ত্রী ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবেন। ইনশাআল্লাহ তিনি আবারো নির্বাচিত হয়ে এই ভবিষ্যত প্রজন্মের স্মার্ট নাগরিকদের নিয়ে দেশকে স্মার্ট হিসেবে করে গড়ে তুলবে। খন্দরকার ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর জাতীয় পার্টির সভাপতি দুলাল মিয়া, মোদাচ্ছেরুল হক, আওয়ামী লীগ নেতা আব্দুল্লাহ বাবু, সামসুল হক প্রধাণ, বীরমুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার, আফিয়াদ ইসলাম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী আহমেদ তুষার মাইনউদ্দিন, আওয়ামীলীগ নেতা মোঃ রুবেল, মোঃ জিএম রাসেল। অনুষ্ঠানে ৬৮ জন শিক্ষার্থীদের বৃত্তি এবং শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা