আজ রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৯ জিলকদ ১৪৪৬ | দুপুর ১:০১

নেতৃত্ব সংকটে ৫ বছর যুবলীগ

ডান্ডিবার্তা | ১৭ জানুয়ারি, ২০২৩ | ১১:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে আওয়ামীলীগে বিলীন হয়ে গেছে যুবলীগ। তারউপর চৌদ্দ বছর ধরে সম্মেলন হচ্ছে না আওয়ামীলীগের অন্যতম এই সহযোগি সংগঠনের। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগের কমিটিতে সম্পৃক্ত হওয়ায় দীর্ঘ পাঁচ বছর ধরে কান্ডারীবিহীন হয়ে আছে সংগঠনটি। এতে করে জেলা যুবলীগের ব্যানারে দলীয় কোন কর্মসূচি পালন করতে দেখা যায়নি গত ৫ বছর। যার কারণে জেলা যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড মুখ থুবড়ে পড়েছে। কেন্দ্রীয়ভাবেও জেলা যুবলীগের নতুন কমিটি গঠনের কার্যকরী প্রক্রিয়া দেখা যাচ্ছে না। জেলা যুবলীগে হ-য-ব-র-ল অবস্থার কারণে মেয়াদোত্তীর্ণ উপজেলা, থানা, ইউনিয়ন ও ওয়ার্ড কমিটিগুলোর পরিস্থিতি বেহাল। ফলে জেলা যুবলীগের সাংগঠনিক তৎপরতা মূখ থুবড়ে পড়েছে। এ নিয়ে ক্ষোভ রয়েছে যুবলীগের তৃণমূলের নেতাকর্মীদের মধ্যে। দলীয় তথ্যমতে, ২০০৫ সালে রাজনৈতিক ভাবে কোনঠাসা থাকা অবস্থায় নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে জেলা যুবলীগের সভাপতি পদে আলহাজ্ব আব্দুল কাদির (মেয়র আইভীর ভগ্মিপতি) ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল (শামীম ওসমানের বন্ধু) নির্বাচিত হন। কিন্তু দীর্ঘ  ১০ বছর জেলা যুবলীগের দুই শীর্ষ নেতার সমন্বয়হীনতার কারণে নারায়ণগঞ্জ যুবলীগের সাংগঠনিক ভীত মজবুত হয়নি। এরই মধ্যে ২০১৬ সালের ৯ অক্টোবর কেন্দ্র থেকে ঘোষিত জেলা আওয়ামীলীগের আংশিক কমিটিতে জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদলকে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক করা হয়। এবং ১৩ মাস পর ২০১৭ সালের ২৫ নভেম্বর জেলা আওয়ামীলীগের পুর্ণাঙ্গ কমিটিতে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে জেলা আওয়ামীলীগের সহসভাপতি করা হয়। জেলা যুবলীগের এই দুই শীর্ষ নেতা জেলা আওয়ামীলীগে পদায়ন হলেও তারা যুবলীগের শীর্ষ পদ থেকে অব্যাহতি নেননি। আবার তারা যুবলীগের কর্মকসূচিও পালন করেন না। ফলে মেয়াদোত্তীর্ণ জেলা যুবলীগ কান্ডারীবিহীন হয়ে পড়ায় জেলা যুবলীগ ও জেলার আওতাভুক্ত থানা, ইউনিয়ন, ওয়ার্ড কমিটিগুলোর সাংগঠনিক কার্যক্রম মুখথুবড়ে পড়েছে। কবে জেলা যুবলীগ অভিভাবক নির্ভর হবে তাও নির্দিষ্ট করে বলতে পারছে না নেতাকর্মীরা। আবার সৃষ্টি হচ্ছে না নতুন নেতৃত্ব। দলীয় সূত্রমতে, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামীলীগ ক্ষমতাসীন হওয়ার পর জেলা  যুবলীগের সভাপতি ও সেক্রেটারির মধ্যে ২০০৯ সালের জানুয়ারিতে সদর উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে প্রকাশ্যে বিরোধ সৃষ্টি হয়। নির্বাচনে পৃথক ভাবে জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক আবু হাসনাত বাদল চেয়ারম্যান প্রার্থী হয়। এবং চেয়ারম্যান পদে নির্বাচন করে দুইজনই পরাজিত হন। তবে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর আব্দুল কাদির ও শহীদ বাদল দুজনই ছিলেন শামীম ওসমানের বলয়ে। উপজেলা পরিষদের বিরোধের পরেও শামীম ওসমানের সঙ্গে দেখা গেছে দুজনকে। ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগের সমর্থিত মেয়র প্রার্থী ছিলেন এমপি শামীম ওসমান ও বিদ্রোহী প্রার্থী ছিলেন বর্তমান মেয়র ডা. সেলিনা হায়াত আইভী। ওই নির্বাচনে শহীদ বাদল ছিলেন শামীম ওসমানের পক্ষে ও আব্দুল কাদির ছিলেন আইভীর পক্ষে। এতে করে শামীম ওসমান ও আইভীকে ঘিরে দুই ধারায় বিভক্ত হয়ে পড়ে জেলা যুবলীগ। যা অদ্যাবদি বিদ্ধমান। ওদিকে গত বছরের ২৩ অক্টোবর জেলা আওয়ামীলীগের সম্মেলন শেষ হওয়ার পর আলোচনা শুরু হয় জেলা যুবলীগের সম্মেলন হবে এবং নতুন কমিটি আসছে। কিন্তু ৩ মাসেও সম্মেলনের কোন আলামত দেখা যাচ্ছে না। বর্তমান কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক জেলা আওয়ামীলীগের দায়িত্ব পালন করছেন। তারা যুবলীগের কার্যক্রমে নেই। এমন অবস্থায় নতুন নেতৃত্ব জরুরী হয়ে পড়েছে। এদিকে সম্মেলন না হলেও নতুন নেতৃত্বে কারা আসবেন তা নিয়ে আলোচনা চলছে। এরমধ্যে শীর্ষ দুই পদে আলোচনায় রয়েছেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, সাফায়েত আলম সানি, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি মুহাম্মদ মহসীন, ফতুল্লা থানা ছাত্রলীগের সভাপতি শরিফুল ইসলাম, যুবলীগ নেতা জানে আলম বিপ্লবসহ বেশ কয়েকজন। তবে তৃণমূলের নেতাকর্মীরা মনে করছেন সাংগঠনিক দক্ষতার ভিত্তিতে নতুন কমিটি হলে প্রাণ ফিরে পাবে নারায়ণগঞ্জ জেলা যুবলীগ। এ বিষয়ে জেলা যুবলীগের বর্তমান কমিটির সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো: বাদল বলেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ দুই মাস আগে আমাদের দায়িত্ব দিয়েছেন জেলা যুবলীগের কমিটি করে দেয়ার জন্য। আমরা সেভাবে কাজ করছি। তিনি আরও বলেন, ২০১৬ ও ২০১৭ তে সম্মেলন করে যে সকল থানা কমিটি হয়েছে সেগুলো বহাল থাকবে। নতুন করে বাকী থানাগুলোর সম্মেলন শেষ হওয়ার পর জেলা যুবলীগের সম্মেলন হবে এবং নতুন নেতৃত্ব আসবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা