আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৪৩

সিদ্ধিরগঞ্জে ব্ল্যাক মেইলিং চক্র সক্রিয়

ডান্ডিবার্তা | ১৭ জানুয়ারি, ২০২৩ | ১১:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে ঘনবসতি হওয়ায় বহুদিন ধরে সক্রিয় ভাবে মেয়ে দিয়ে দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাক মেইল করে আসছে এই চক্রটি। সিদ্ধিরগঞ্জ ব্যানিজ্যিক এলাকা হওয়ার কারনে সিটি কর্পোরেশনের ১নং ওয়ার্ড থেকে ১০নং ওয়ার্ড পর্যন্ত পুরোটাই সিদ্ধিরগঞ্জ থানার আওতাধীন এর ভিতরে দক্ষিণ এশিয়ার সর্ব বৃহত্তর আদমজী পাটকল ভেঙে বর্তমানে রপ্তানি মুখি ইপিজেড করায় শ্রমিকের সংখ্যা  তার চেয়ে বহুগুণ বেড়ে গেছে দেশের প্রায় ৬৪ জেলার মানুষের বসবাস এই শহরে এই মানুষকে পুঁজি করে দীর্ঘদিন যাবত সক্রিয় হয়ে উঠেছে দেহ ব্যবসার আড়ালে ব্ল্যাক মেইলিং। তথ্য সূত্রে জানা যায় সিদ্ধিরগঞ্জ চিটাগাং রোড এলাকায় ভূমি পল্লী আবাসনে ফ্ল্যাট রুম ভাড়া নিয়ে আয়না(২৩) মৌসুমি (২৫)জারা (২৪) ত্বন্বী (২৩)দের দিয়ে মোবাইলে ইমু, হুয়াসএ্যাপ দিয়ে খদ্দর সংগ্রহ করতো এই দেহ ব্যবসায়ী ব্ল্যাক মেইলিং গ্রুপ এরপর বিভিন্ন কলা কৌশলে ইমু হুয়াসএ্যাপে  নিজের দেহকে প্রেজেন্ট করে নিয়ে আসতো ভাড়া কৃত ফ্ল্যাট রুমে তারপর যখন চাহিদা পূরণে বিশেষ মূহুতে যেত ঠিক তখনই হাজির হতো এই চক্রের ছেলে গ্রুপ রনি, রিপন, রাসেল, রিপন ওরফে মাউচ্ছা রিপন, তারপর শুরু হতো মোবাইলে ভিডিও ধারণ ও শারিরীক নির্যাতন প্রান নাশের হুমকি প্রদান। আদমজী কাঁচা বাজারের চাউল ব্যবসায়ী খলিল বলেন, আমার নাম্বার কিভাবে সংগ্রহ করলো জানিনা হঠাৎ একদিন এক মহিলা আমাকে ইমুতে কল দিলো তারপর থেকে বিভিন্ন অঙ্গ ভঙ্গিতে কথা বলা এরা আমাকে দেখা করতে বলে তাদের আস্তানায় নিয়ে গিয়ে বলে সব খোল ভিডিও ধারণ করবো আমি খুলতে না চাইলে আমাকে কাঠ দিয়ে বেধরক মারধর করে পরে ভিডিও তৈরি করে বলে ১ লক্ষ টাকা নিয়ে আসতে বল নাইলে ভাইরাল করে দিবো পরে আমার কাছে থাকা মোবাইল ফোন ও তাৎক্ষণিকভাবে ৪০ হাজার টাকা এনে দিলে কোন রকম প্রান ভিক্ষা দেয় আমাকে। বন্দর, মদনপুর দেওয়ানবাগের তেল ও ভাঙ্গারী ব্যাবসায়ী আবু বক্কর সিদ্দিক বলেন, হঠাৎ চিটাগাং রোডে এক মহিলার সাথে ধাক্কা খেলাম এ মহিলা আমাকে চোখে চোখ রেখে সম্পর্ক গড়ে নিল আমার মোবাইল নাম্বারটা চাইলো তা-ও দিলাম তারপর হুয়াসএ্যাপে কথা হঠাৎ আমাকে তার সাথে দেখা করতে বলে তার বাসায় সিদ্ধিরগঞ্জ মিজমিজি এলাকায় ওখানে গেলাম তারপর দেখি কিছু পুরুষ মানুষ এসে ঘিরে ফেললো রুমের ভিতরে তারপর আমাকে অমানবিক ভাবে মারধর করতে শুরু করলো মহিলা নিজেই আমার শরিরের পুরো জামা কাপড় খুলে ফেললো আমি হাতজোড় করে হাউমাউ করে কান্না কাটি করেও রেহাই পাইনি এই চক্রের কাছ থেকে ভিডিও ভাইরাল করে দিবো বলে আমার মোবাইল ফোন ও বিকাশে আনা ৩০ হাজার টাকা ছিনিয়ে নেয় ব্ল্যাক মেইলিং গ্রুপ। তথ্য সূত্রে আরো জানা যায়, মিজমিজি ক্যানাল পাড় এলাকার সফি প্রধান মাতা হাসি বেগমের মেয়ে আয়না আক্তার (২৩) তার বোন মৌসুমি(২৫) স্বামী রনি ডেমরা কোনাপাড়া থেকে আসা জারা (২৪) শনি আখড়া থেকে আসা ত্বন্বী ও তার সহযোগী রাসেল চিটাগাং রোডের মাউচ্ছা রিপন এদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ও নারায়ণগঞ্জ ইনভেস্টিগেশন পুলিশে একাদিক মামলা থাকলেও  সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী, কখনো হিরাঝিল, আবার পাইনাদি মিজমিজি সিদ্ধিরগঞ্জ পুলে সহ বিভিন্ন স্থানে রমরমা ব্ল্যাক মেইলিং ব্যবসা চালিয়ে যাচ্ছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা