আজ রবিবার | ১৮ মে ২০২৫ | ৪ জ্যৈষ্ঠ ১৪৩২ | ১৯ জিলকদ ১৪৪৬ | সন্ধ্যা ৭:১৭

ফতুল্লায় গাঁজাসহ দুই জন আটক

ডান্ডিবার্তা | ১৮ জানুয়ারি, ২০২৩ | ১০:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট ফতুল্লায় গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। গত সোমবার রাত ৮টায় তাদের কে ফতুল্লা মডেল থানার লঞ্চঘাট এলাকা থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় বলে জানায় ফতুল্লা মডেল থানা পুলিশ। আটককৃতরা হলো, ফতুল্লা কোতালের বাগ এলাকার খালেক মিয়ার ভাড়াটিয়া আব্দুর রহমানের ছেলে মো. সায়েম রাব্বি(২৮) ও পটুয়াখালী সদরের দক্ষিন বিমার ইলিয়াস প্যাদারের ছেলে মো. ইমন (২০)। পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান, সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওবায়েদুর ইসলাম, সামছুল ইসলাম ও শেখ রাজু সঙ্গীয় ফোর্স নিয়ে ফতুল্লা লঞ্চঘাটের সামনে অভিযান চালিয়ে বরিশালগামী অপেক্ষামান লঞ্চযাত্রী মো. সায়েম ওরফে রাব্বি ও ইমনকে আটত করে। এ সময় তাদের নিকট থেকে পাঁচ কেজি গাঁজা উদ্ধার করা হয়। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আরিফ পাঠান জানান, ফতুল্লা মডেল থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) শেখ রিজাউল হক দিপুর নিকট আসা গোপন সংবাদের ভিত্তিতে লঞ্চঘাটে অভিযান চালিয়ে, বরিশালের লঞ্চের জন্য অপেক্ষান দুই যাত্রীর ব্যাগ তল্লাশী করে পাঁচ কেজি উদ্ধারসহ তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদক আইনে মামলা দায়ের করেছে বলে তিনি জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা