
ডান্ডিবার্তা রিপোর্ট জাল জালিয়াতি ও প্রতারণার মামলায় রূপগঞ্জের টাউনগেট প্রপার্টিজ’র এমডি সেলিম সরকারকে কারাগারে প্রেরণ করেছেন আদালত। গত বৃহস্পতিবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাওসার আলমের আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক ওসি মো. আসাদুজ্জামান এর সত্যতা নিশ্চিত করেছেন। মামলার সূত্রে জানা যায় যে, রূপগঞ্জ উপজেলার বাঘবেড় মৌজায় ৫ কাঠা জমির ভূয়া মালিকানা দেখিয়ে তা নিজেদের নামে নামজারী করেন টাউনগেট প্রপার্টিজ এর এমডি সেলিম সরকার ও তার স্ত্রী ঐ প্রতিষ্ঠানের চেয়ারম্যান নার্গিস আক্তার নীলা। পরে ওই জমি ভূয়া নামজারীর বলে বিক্রির শর্তে বিভিন্ন জনের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তারা। এর মধ্যে একজন হচ্ছেন জামালপুর জেলার মেলান্দহ থানার সাদিপাটি গ্রামের চাঁনমিয়ার ছেলে জিয়াউল হক। তিনি ওই জমি কেনার জন্য ২০১৩সালে নগদ ১৭লাখ ৫০ হাজার টাকা বায়না করেন। রেজিষ্ট্রি বায়নানামা দলিল নং রূপগঞ্জ সাবরেজিস্ট্রি অফিস ৬৫৮৬। এ সংক্রান্তে তার নিকট লিখিত প্রমাণাদী আছে। পরে তিনি ওই সম্পত্তি জিয়াউল হকের নামে রেজিষ্ট্রি করে দেননি। জমি রেজিষ্ট্রি করে দিতে তাগিদ দিলে সেলিম সরকার ও তার স্ত্রী জিয়াউল হককে প্রাণ নাশের হুমকী প্রদান করেন। পরে জিয়াউল হক আদালতে একটি মামলা দায়ের করলে (সি আর মামলা নং-৩৮৬/২২)। ওই মামলার পুলিশ প্রতিবেদনে ঘটনার সত্যতা পাওয়া যায়। প্রতিবেদনে ওই সম্পত্তির বর্তমান বাজার মূল্য ৬ কোটি টাকা বলে উল্লেখ করা হয়। পরে আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারি করলে গত বৃহষ্পতিবার তারা উভয়ে আদালতে জামিনের আবেদন করেন। বিজ্ঞ আদালত নীলার জামিন মঞ্জুর করলেও সেলিম সরকারের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করেন। এবিষয়ে ভুক্তভোগী মামলার বাদী জিয়াউল হক জানান, আমি আমার জীবনের সমস্ত সঞ্চিত টাকা দিয়ে এই সম্পত্তি কিনতে এই প্রতারকদেরকে দিয়েছি। বর্তমানে আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। আমি বিজ্ঞ আদালতের নিকট ন্যায় বিচার প্রার্থণা করছি।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯