
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের এক বছর পার হলেও আলোচনা সমালোচনায় পরিপূর্ণ ছিলেন নাসিকের ১০টি ওয়ার্ডের কিছুসংখ্যক কাউন্সিলর। গত ২০২২ সালের জানুয়ারি মাসে ১৬ তারিখ নির্বাচনে জয় লাভ করেন তারা। তবে বছর জুড়েই রয়েছে তাদের নানান আলোচিত-সমালোচিত কর্মকান্ড। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের আওতায় রয়েছে ২৭টি ওয়ার্ড। যার মধ্যে প্রথম ১০টি ওয়ার্ড সিদ্ধিরগঞ্জে। এখানকার কাউন্সিলরদের মধ্যে বিভিন্ন পত্রপত্রিকার শিরোনাম হয়েছে কিছুসংখ্যক কাউন্সিলর। কখনো ভালো কাজে আবার কখনো বা অন্যায় অত্যাচারের। আলোচিত সমালোচিত কাউন্সিলররা হলেন, নাসিক ১ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার ইসলাম টানা তৃতীয়বার নির্বাচনে অংশগ্রহণ করে সর্বশেষ নির্বাচনে জয়ী হয়েছেন। নতুন বছরের শুরুর মাসে জয়ী হন তিনি। শপথ নেওয়ার পর থেকেই বিতর্কের মুখে পড়েন আনোয়ার ইসলাম। তার ছোট ছেলের বিরুদ্ধে ডিস ও ইন্টারনেট ব্যবসা নিয়ন্ত্রণে নেওয়া অভিযোগ উঠে এবং সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় তাদের বিরুদ্ধে। অভিযোগ আছে, ক্ষমতা পাওয়ার কিছুদিন পর রমজান মাসের শুরু থেকে ঢাকা- চট্টগ্রাম মহাসড়কের পাশস্থ শিমরাইল মোড়ের সড়ক ও জনপদ বিভাগের জায়গা দখলকারী ৫০০ হকারদের থেকে চাঁদা আদায়ের। পাশাপাশি গত বছরের আগষ্টের ২৪ তারিখ সন্ধ্যায় স্থানীয় বাসিন্দা ফরহাদকে অফিসে ঢাকা নিয়ে কাউন্সিলরের বসতবাড়িতে হামলার ঘটনা ঘটান সন্ত্রাসীরা। এতে আলোচনায় আসেন আনোয়ার ইসলাম। ৩নং ওয়ার্ড কাউন্সিলর শাহজালাল বাদল টানা তৃতীয় বার কাউন্সিলর নির্বাচিত হওয়ায় তার একত্য আধিপত্য রয়েছে এলাকায়। দেশের আলোচিত ৭খুন মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাতিজা তিনি। গত ২২ ডিসেম্বর নগরভবনে বিনা প্রতিদ্বন্ধীতায় প্যানেল মেয়র-২ নির্বাচিত হয়ে আলোচনায় আসেন বাদল। ৬নং ওয়ার্ড কাউন্সিলর মতিউর রহমান মতি টানা দ্বিতীয় বারের মতো কাউন্সিলর নির্বাচিত হন। এবারের এক বছরে তার যেমন আলোচনা তেমনি সমালোচনারও শেষ নেই। কাউন্সিলর মতিকে বিভিন্ন সময়ে দেখা যায় স্থানীয় পত্রিকাগুলোর শিরোনাম হতে। সর্বশেষ ২২ ডিসেম্বর প্রায় ২৩ কোটির অবৈধ সম্পদের হিসাব না দিতে পাড়ায় তার বিরুদ্ধে দুদকের চার্জশিট দেওয়ার মাধ্যমে দেশব্যাপী আলোচনায় আসেন মতি। নাসিকের ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা টানা তৃতীয় বার কাউন্সিলর নির্বাচিত হন। বছরজুড়ে তার আলোচনা-সমালোচনার মধ্যে রয়েছে মুক্তিযোদ্ধা পরিবারের জমী দখলের চেষ্টার অভিযোগে গত বছরের ২০ সেপ্টেম্বর কাউন্সিলর রুহুল আমিন মোল্লাকে প্রধান করে শাহাবুদ্দিন হাওলাদার বাদি হয়ে একটি পি (নং ৩০৫/২২) দায়ের করেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯