আজ সোমবার | ১৯ মে ২০২৫ | ৫ জ্যৈষ্ঠ ১৪৩২ | ২০ জিলকদ ১৪৪৬ | রাত ১:৩৯

শোক জানাতে ছাত্রলীগ নেতার বাড়িতে মেয়র আইভী

ডান্ডিবার্তা | ১৯ জানুয়ারি, ২০২৩ | ১:১৫ অপরাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরের সাবেক ছাত্রলীগ নেতা মোহাম্মদ জুলহাস মিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। গতকাল দুপুরে বন্দরে সাবেক ছাত্রলীগ নেতার বাড়িতে যান তিনি। সেখানে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানান মেয়র আইভী। স্থানীয় নেতারা জানান, লিভার সিরোসিস রোগে দীর্ঘদিন ভুগছিলেন সাবেক ছাত্রলীগ নেতা জুলহাস মিয়া। গতকাল বুধবার সকাল আটটায় বেসরকারি এক ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ছাত্রলীগ নেতার মৃত্যুর খবরে তার বাড়িতে যান সিটি মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। এই সময় আরও উপস্থিত ছিলেন ২২নম্বর ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহমেদ, ২৩নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবুল কাউসার আশা, সংরক্ষিত নারী কাউন্সিলর শাওন অংকন, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী রেজা উজ্জ্বল, সহসভাপতি কামরুল হুদা বাবু, যুবলীগ নেতা আব্দুল মোতালেব, শরীফ হীরা, হিমেল খান প্রমুখ। বাদ আছর নবীগঞ্জ কবরস্থানে জুলহাস মিয়াকে সমাহিত করা হয়। এর আগে জানাজার নামাজে জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম আবু সুফিয়ান ও মহানগর আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হুমায়ূন কবির মৃধা অংশ গ্রগণ করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা