আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩১

বন্দরে ইয়াবাসহ দুই সতিন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৫ জানুয়ারি, ২০২৩ | ১১:০৫ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে ৫২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী দুই সতিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে গেছে মাদক ব্যবসায়ী স্বামী রাজু শেখ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ী দুই সতিনের সাথে জান্নাতুল ফেরদৌস নামে ৯ মাসের পুত্র ও রোজিয়া নামে ৮ মাসের একটি কন্যা সন্তান রয়েছে। গত সোমবার রাত সোয়া ১০টায় বন্দর থানার ২২ নং ওয়ার্ডের বন্দর বাজারস্থ  ইটালী বিল্ডিং এর পাশে রেলী বাগানস্থ মাদক ব্যবসায়ী রাজু শেখের বসত ঘরে তল্লাশী চালিয়ে ইয়াবাসহ ওই  মাদক কারবারি দুই সতিনকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হলো বন্দর থানার ২২নং ওয়ার্ডের ইটালী বিল্ডিং এলাকার রাজু শেখের বড় স্ত্রী রত্মা বেগম (২৭) ও ছোট স্ত্রী দোলা রানী (২৫)। ইয়াবা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ-পরিদর্শক আবুল হাসান হাওলাদার বাদী হয়ে গ্রেপ্তারকৃত দুই স্ত্রী ও পলাতক মাদক ব্যবসায়ী স্বামী রাজু শেককে আসামী করে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত মাদক কারবারি দুই সতিনকে মঙ্গলবার দুপুরে মাদক মামলায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানার তথ্য সূত্রেজানা গেছে, বন্দর থানার এসআই আবুল হাসান হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স গত সোমবার রাতে বন্দর থানার ২২নং ওয়ার্ডের ইটালী বিল্ডিং এর সামনে মাদক ব্যবসায়ী রাজু শেখের বসত বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালায়। অভিযান কালে পুলিশ মাদক ব্যবসায়ী রাজু শেকের ঘর তল্লাশী করে বড় স্ত্রী রতœা বেগমের কাছ থেকে ২৫ পিছ ইয়াবা ও তার ছোট সতিন দোলা রানী কাছ থেকে আরো ২৭ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। পুলিশ আরো জানিয়েছে, পলাতক আসামী রাজু শেখ দীর্ঘ দিন ধরে উল্লেখিত দুই স্ত্রীকে দিয়ে উক্ত এলাকায় অবাধে মাদক ব্যবসা চালিয়ে আসছে। সূত্রে আরো প্রকাশ, রেলী বাগান এলাকার মাদক সম্রাট রাজু বাহিনীর হামলায় ৩ পুলিশ সদস্য আহত হলেও মামলায় তা উল্লেখ্য করা হয়নি। বন্দরে মাদক সম্রাট রাজু বাহিনীর হামলায় ৩ পুলিশ সদস্য আহতের খবর পাওয়া গেছে। সোমবার রাত ১০ টার দিকে বন্দর থানা পুলিশের উপ পরিদর্শক এস আই হাসান হাওলাদারসহ সঙ্গীয় ফোর্স র্যালী বাগান এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ নাসিক ২২নং ওর্য়াডস্থ র্যালী বাগান এলাকায়লর চিহ্নিত মাদক সম্রাট রাজুর আস্তানায় হানা দেয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আর জে রাজু’র সাঙ্গু পাঙ্গুরা তাদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় এস আই হাসান হাওলাদারসহ ৩ পুলিশ সদস্য আহত হয়েছে বলে প্রত্যক্ষদশীরা জানায়। পুলিশ অবস্থা বেগতিক দেখে বন্দর থানা ও ফাঁড়িতে সংবাদ দিলে দ্রুত পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। মাদক সম্রাট রাজুসহ তার পেটুয়া বাহিনী ততক্ষণে স্থান ত্যাগ করে। পুলিশ মাদক সম্রাট আর জে রাজুর পিতা বাক্কা মিয়া ও রাজুর ২ স্ত্রীকে আটক করে বন্দর ফাঁড়িতে নিয়ে যায়। এ বিষয়ে বন্দর ফাঁড়ির এস আই নাঈদ মাসুম ও এস আই হাসান হাওলাদারকে একাধিকবার ফোন দিলেও রিসিভ করেনি। এদিকে এ ঘটনায় থানায় মামলা হলেও রাজু ওরফে আর জে রাজু’র দুই স্ত্রী’র নাম নিয়ে শংকা প্রকাশ করেন অনেকে। দুই সতিনের মধ্যে একজন মুসলমান ধর্মের নাম হলেও অপরজন হিন্দু ধর্মের নাম।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা