আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১০:৫৪

চীনা নাগরিকদের বাসায় ডাকাতি সোনারগাঁয়ে ৫জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৩১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ে মেঘনা গ্রুপের নির্মানাধিন পাওয়ার প্লান্টে কর্মরত চীনা নাগরিকদের আবাসস্থলে হামলা ও ডাকাতির ঘটনায় জড়িত পাঁচজনকে ধারালো অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ডাকত দলের এই পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ডাকাতি হওয়া বেশ কিছ ডলার ও নগদ টাকা উদ্ধার হয়। গতকাল বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন। সংবাদ সম্মেলনে জেলা পুলিশ সুপার জানান, মেঘনা গ্রুপের নির্মানাধিন এনইপিসি পাওয়ার প্লান্ট-৩ প্রকল্পে কর্মরত তিন চীনা নাগরিকসহ আরও কয়েকজন কর্মচারি উপজেলার পিরোজপুর এলাকায় একটি জমি ভাড়া নিয়ে দীর্ঘদিন যাবত বসবাস করছিলেন। গত ২০ জানুয়ারি সন্ধ্যায় তাদের আবাসস্থলে দশ থেকে বারোজনের একদল সশস্ত্র ডাকাত হানা দেয়। তারা তিন চীনা নাগরিকসহ পাঁচজনকে হাত পা বেঁধে মারধর করে ১১ লাখ ৭৪ হাজার টাকা সমমানের ডলার ডাকাতি করে নিয়ে যায়। এ ঘটনার পরদিন গত ২১ জানুয়ারি জমির মালিক বাদি হয়ে সোনারগাঁ থানায় মামলা করলে থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ যৌথ অভিযান শুরু করে। গত মঙ্গলবার রাতে ডাকাত দলের মূল হোতা ওমর ফারুক ওরফে চাপাতি ফারুককে গ্রেফতার করা হলে তিনি ডাকাতির ঘটনায় জড়িত ১০-১২ জনের নাম উল্লেখ করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে তার দেয়া তথ্য মতে গ্রেফতার করা হয় ডাকাত দলের আরও ৪জনকে। অন্যান্য সদস্যদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান জেলা পুলিশ সুপার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা