
ডান্ডিবার্তা রিপোর্ট সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, রাজউক দেশের বিভিন্ন জায়গায় জরিপ করে টেকসই উন্নয়নের জন্য নদীবন্দর সংলগ্ন ২১টি জেলায় নৌ-বন্দর, রেলস্টেশন ও বাস টার্মিনাল একই জায়গায় তৈরীর জন্য ডিটেল এরিয়া প্ল্যান (ড্যাপ) প্রনয়ণ করেছে। সে পরিকল্পনায় নারায়ণগঞ্জের এই নৌ-বন্দর, রেল স্টেশন ও বাস টার্মিনালটি রয়েছে। ড্যাপের এই পরিকল্পনা সরকারের স্ট্যাটিজিক ট্রান্সপোর্ট প্ল্যান (এসটিপি) দ্বরাও অনুমোদিত হয়েছে। অন্যদিকে রেলের ডাবল লাইন তৈরী হচ্ছে যা আগামী জুন মাসেই চালু হওয়ার ঘোষণা দিয়েছে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়। আবার শীতলক্ষ্যা নদীতে যে কদমরসুল সেতু তৈরী হচ্ছে, তার সংযোগ সড়কও এই জায়গায়। সরকারের এতসব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত প্রনয়ণের পরেও এই জায়গায় তথাকথিত ‘রেলওয়ে কল্যাণ ট্রাস্টে’র নামে মার্কেট নির্মাণের জন্য ৪৭ হাজার দুইশ বর্গফুট জায়গা লিজ দেয়া সরকারের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার অসততা ও স্বেচ্ছাচারিতার বহিঃপ্রকাশ। গতকাল বুধবার সকালে রেলের জমি রক্ষার দাবিতে শহরের ১নং রেলগেটের কাছে ভূমি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের উদ্যোগে মানববন্ধনে তিনি এসব কথা বলেন। মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, সামাজিক সংগঠন আমরা নারায়ণগঞ্জ বাসীর সভাপতি নুরুদ্দিন আহমেদ, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, বাসদ জেলা আহবায়ক নিখিল দাস, গণসংহতি আন্দোলনের জেলা সংগঠক অঞ্জন দাস, শ্রমিক নেতা তাজুল ইসলাম, কথিত ভূমিতে অবস্থিত মন্দির কমিটির সাধারণ সম্পাদক শান্তিরঞ্জন দাস ও নাগরিক কমিটির সদস্য জহিরুর ইসলাম মিন্টু। মানববন্ধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রফিউর রাব্বি। সঞ্চলনায় ছিলেন ধীমান সাহা জুয়েল। রফিউর রাব্বি আরও বলেন, স্থানীয় একজন সংসদ সদস্যের চিহ্নিত একটি অপরাধী-চক্র আজকে বেপরোয়া হয়ে উঠেছে। প্রশাসনের সহযোগিতায় তারা সর্বক্ষেত্রে লুটপাট চালাচ্ছে। সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের অসাধু কর্মকর্তাদের সাথে যোগ সাজসে তারা সরকারী ভূমি আত্মসাৎ করছে। চাষাঢ়া বালুর মাঠে রাজউকের জায়গা সহ বহু সরকারী জায়গা আত্মসাৎ করেছে এই চক্রটি। নুরুদ্দিন আহমেদ বলেন, এইটি একটি জনবহুল এলাকা এখানে একটি স্কুল, একটি কলেজ ছাড়াও শহরের গুরুত্বপূর্ণ একটি বাজার রয়েছে। বহুবার এখানে দুর্ঘটনায় প্রাণ দিয়েছে বহু মানুষ। অথচ মার্কেট করে এই জায়গাটিকে আজকে আত্মসাতের জন্য একটি চক্র মরিয়া হয়ে উঠেছে। মাহাবুবুর রহমান মাসুম বলেন, নারায়ণগঞ্জের গডফাদারের একটি চক্র শহরের সবকিছুকে গ্রাস করতে চাচ্ছে। ফুটপাতে হকার বসিয়ে চাঁদাবাজি, পরিবহন থেকে চাঁদাবাজি, সরকারী জায়গা দখল, মার্কেট বানিয়ে টাকা আত্মসাৎ- সবই করছে। অথচ প্রশাসন কোন ভূমিকা রাখতে পারছে না। তিনি বলেন, শীতলক্ষ্যা নদী ধ্বংস হয়েছে, এখানে মাছ বাঁচে না, আসে না, মেয়াদোর্তীর্ণ ফিটনেস বিহীন গণপরিবহন বপেরোয়া চলাচল করে- প্রশাসন কোন ভূমিকা রাখেনা। সমাবেশে বক্তারা বলেন, নারায়ণগঞ্জে জায়গার অভাবে যেখানে উচ্চ শিক্ষার জন্য ভালো বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ করা যাচ্ছে না, শিশুদের বিনোদনের জন্য পার্ক হচ্ছে না, সেখানে এমনি ভূমি লুটপাট কোন ভাবেই মেনে নেয়া হবে না। বক্তারা অবিলম্বে মার্কেট নির্মাণ কাজ বন্ধের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯