আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১০:৫৩

সড়কে বাস রেখে নৈরাজ্য!

ডান্ডিবার্তা | ২৬ জানুয়ারি, ২০২৩ | ১০:৩৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ শহরের ওপর দিয়ে প্রতিদিন চলাচল করে বিভিন্ন কোম্পানির পাঁচশোর বেশি যাত্রীবাহী বাস। আয়তনের দিক থেকে ছোট্ট অথচ ব্যস্ততম এ শহরের ওপর দিয়েই রাজধানী ঢাকাসহ বিভিন্ন রুটের এসব বাস চলাচল করে। নগরবাসীর ভাষ্য, যানজট তৈরির পাশাপাশি প্রতিনিয়ত সড়কের ওপর বাস রেখে তাদের স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা তৈরি করে ‘নৈরাজ্য’ চালাচ্ছেন এসব বাসের মালিকরা। এ পরিস্থিতির উন্নতিতে নগরীর কেন্দ্রীয় বাস টার্মিনালটি শহরের বাইরে স্থানান্তরের জন্য নগরবাসী দীর্ঘদিন থেকে দাবি জানিয়ে এলেও সিটি করপোরেশন বা সংশ্লিষ্ট প্রশাসনের এ ব্যাপারে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেই। সম্প্রতি সরেজমিন দেখা যায়, শহরের অন্যতম ব্যস্ত সড়ক কালীবাজার থেকে ১নং রেলগেট পর্যন্ত বিআরটিসি, বন্ধন, উৎসব ও বন্ধুসহ অন্যান্য পরিবহনের বাস অবৈধভাবে দখল করে আছে রাস্তার দুপাশ। এর ফলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ১নং রেলগেটে বিআইডব্লিউটিএ’র জায়গা দখল করে বাসে যাত্রী ওঠা-নামা করানোর দৃশ্যও চোখে পড়ার মতো। ১নং রেলগেট সংলগ্ন নারায়ণগঞ্জ বিআইডব্লিটিএ’র অধিকাংশ জায়গা দখল করে তৈরি করা হয়েছে অবৈধ বাসস্ট্যান্ড। এ পরিস্থিতিতে নগরবাসীর অনেকেরই প্রশ্ন- সরকারি এ প্রতিষ্ঠানটি কি বেসরকারি বাস কোম্পানিগুলোর কাছে জিম্মি হয়ে আছে? নগরীর হাবিব কমপ্লেক্স এলাকার ব্যবসায়ী সোহেল আহমেদ দেশ বলেন, গুরুত্বপূর্ণ কিছু শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের প্রতিদিনের যাতায়াত এ রাস্তা দিয়ে হওয়াতে যানজট যেন তাদের চলার পথের সঙ্গী হয়ে উঠেছে। এছাড়া রাতে রাস্তা দখল করে এলোপাতাড়ি বাস রাখার কারণে অ্যাম্বুলেন্স ও রিকশাসহ ছোট যানবাহন, এমনকি মানুষের হেঁটে চলাচল করতেও দুর্ভোগের শিকার হতে হয়। নারায়ণগঞ্জ কলেজের শিক্ষার্থী মো. কিরণ বলেন, আমাদের কলেজ কালীবাজারে, সেখান থেকে এই ১নং খেয়াঘাটে আসতে সময় লাগার কথা মাত্র ৫ মিনিট। সেখানে এখন সময় লাগে এক ঘণ্টা। আমাদের দুর্ভাগ্য, সড়কে বাসচালকদের এ নৈরাজ্যের কারণে সৃষ্ট যানজটের বিরুদ্ধে কথা বলার মতো কেউ নেই। এসব পরিবহন কোম্পানির নেপথ্যে রাজনৈতিক নেতারাসহ অনেক প্রভাবশালী জড়িত রয়েছে বলে সিটি করপোরেশন ও পুলিশ প্রশাসন কোনো উদ্যোগ নিতে পারছে না! নগরীর সড়কে বাসমালিকদের নৈরাজ্য বন্ধে কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না জানতে চাইলে নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আমির খসরু বলেন, ‘সড়কে জনগণের নির্বিঘœ চলাচলের জন্য প্রশাসন বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে। ইতিমধ্যে কিছু অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হয়েছে। এভাবে পর্যায়ক্রমে সব অবৈধ স্ট্যান্ড উচ্ছেদ করা হবে। তবে কেন্দ্রীয় বাস টার্মিনাল স্থানান্তরের বিষয়ে সিটি করপোরেশন ব্যবস্থা গ্রহণ করলে যানজট নিরসনের স্বার্থে জেলা পুলিশ সবরকম সহায়তা করতে প্রস্তুত রয়েছে। এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, ‘বাস টার্মিনালে এলোপাতাড়ি বাস রাখার ফলে বন্দরবাসী হাজার হাজার মানুষের দুর্ভোগের কারণে মেয়র সেলিনা হায়াৎ আইভীর নির্দেশনায় রোড ডিভাইডার নির্মাণ করে দেওয়া হয়েছে। তবে নগরবাসীর দাবি অনুযায়ী, বাস টার্মিনাল শহরের বাইরে স্থানান্তরে কেন উদ্যোগ নেওয়া হচ্ছে না এমন প্রশ্নের উত্তরে নাসিক প্রধান নির্বাহী বলেন, এ ব্যাপারে আমি কিছুই বলতে পারব না। মেয়র ভালো বলতে পারবেন। সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীর বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা