আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩১

যানজটে অচল না’গঞ্জের জীবনযাত্রা!

ডান্ডিবার্তা | ২৭ জানুয়ারি, ২০২৩ | ১০:১৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট যানজট নারায়ণগঞ্জবাসীর কাছে ব্যাধিতে রূপ নিয়েছে। ধীরে ধীরে ভয়াবহ হয়ে উঠছে শহর ও শহরতলীর যানজট। যানজটও দিন দিন মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছে নগরবাসীর স্বাভাবিক জীবনকে। যানজটে আটকে থাকায় নষ্ট হচ্ছে শ্রমঘন্টা, বাড়তি জ্বালানি পোড়াতে হচ্ছে। কি অলিগলি, কি মহাসড়ক যানজটের কবল থেকে মুক্তি নেই কোথাও। এক কথায় নগরবাসীর বাসিন্দাদের জীবনে মরণফাঁস হয়ে দাড়িয়েছে যানজট। যতই দিন যাচ্ছে যানজট যেন ততই ভযাবহ রূপ নিচ্ছে। আগে সপ্তাহে ছুটির দিন পথচলায় কিছুটা স্বস্তি মিললেও এখন আর সে অবস্থাও নেই। সাধারন মানুষ মনে করেন, যানজট নিরসনে তেমন কোন পদক্ষেপ নেয়া তো হচ্ছেই না উল্টো রাস্তাঘাটের বেহাল দশা, ফুটপাত বেদখল, নতুন-পুরনো যানবাহনের আধিক্য, রিকশার উতপাত, পার্কিং ব্যবস্থা না রেখেই প্রধান প্রধান সড়কের দু’ধারে গড়ে উঠা বহুতল বাণিজ্যিক ভবন, ম্যানুয়াল সিস্টেমের ট্রাফিকিং ব্যবস্থা, যত্রতত্র বাস স্টপেজ যানজটের মাত্রা বহুগুন বাড়িয়ে দেয়। পরিস্থিতি নগরবাসীর কাছে দিন দিন অসহনীয় হয়ে উঠলেও এ থেকে উত্তরণের কোন কার্যকর উদ্যোগ নেই। সময়মতো কর্মস্থলে পৌছানো, স্কুল-কলেজে যাওয়া, প্রয়োজনীয় কেনাকাটা কিংবা অন্য কোন অনুষঙ্গে কেউই সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে পারছেন না। যানজট থামিয়ে দিচ্ছে, পিছিয়ে দিচ্ছে। সবার এখন একটাই চিন্তা, কবে মুক্তি মিলবে যানজটের অভিশাপ থেকে। নাকি আদৌ মুক্তি মিলবে না। নাকি এ যানজটকে মুখ বুজে সহ্য করতে হবে অনন্তকাল। তাদের কথা, যানজট নিরসন নিয়ে সরকারি বেসরকারি উচ্চপর্যায়ে এত ঢাকঢোল পেটানো. এগুলো কি শুধুই অন্তসারশূণ্য? ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) পুরাতন সড়কে চলাচলকারী আনন্দ পরিবহনের চালক আবু সিদ্দিক বলেন, যানজটের কারণে ট্রিপ কমে গেছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রুটে চলাচলকারী উতসব পরিবহনের চালক হানিফ মিয়া বলেন, আগে যেখানে ৪থেকে ৫টি ট্রিপ দিতাম, এখন শুধু ১নং রেল গেইট থেকে চাষাঢ়া পর্যন্ত এলাকার যানজটের কারণে তা ৩টিতে নেমে এসেছে। এদিকে জ্বালানি খরচও বেড়েছে। এ থেকে কি কোন নিস্তার নেই? উকিল পাড়া মোড়ের চা বিক্রেতা তপন বিস্ময় নিয়ে বলেন, ‘কি বলেন, এইখানে যানজট থাকবো না? ভুল করে কোনদিন যানজট কম হলে মনে হয় অন্য কোন এলাকায় আইসা পড়ছি। তিনি বলেন, আগে এত খারাপ অবস্থা ছিল না। কিন্তু বিগত কয়েকমাস যাবত অবস্থা এত খারাপ হয়েছে। প্রতিদিন হাজার হাজার যাত্রীকে মারাত্মক দুর্ভোগ পোহাতে হয়। ট্রাফিক পুলিশের দায়িত্বে অবহেলা এবং গাড়িচালকদের খামখেয়ালিপনা ও ফ্রি-ষ্টাইলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে। ঢাকা-নারায়ণগঞ্জ মহাসড়ক লিংক রুট ও ঢাকা-নারায়ণগঞ্জ (পাগলা) সড়কসহ, চাষাঢ়া মোড়,পঞ্চবটি মোড়, ২নং রেল গেইট, ১নং রেল গেইট, ডি.আই.টি, মন্ডলপাড়াসহ নগরীর প্রতিটি মোড়ে প্রায় সবসময়ই দু:সহ যানজট লেগেই থাকে। যে সকল যাত্রীরা প্রায় প্রতিদিনই যানজটের এই ভয়াবহ পরিস্থিতির শিকার হন তাদের অনেকেই জানায়, গুরুত্বপূর্ণ মোড়গুলোতে যেসব ট্রাফিক ও পুলিশ দায়িত্বে থাকে তারা যানজট নিরসট বা বিশৃংখল গাড়িকে সুশৃংখল করার পরিবর্তে তাদের প্রধান লক্ষ্য থাকে মালবোঝাই ট্রাক ও মাইক্রোবাস আটক করে তল্লাশির নামে টাকা আদায় করার দিকে। ফলে ঘন্টার পর ঘন্টা যানজট নিরসনে মূলত পুলিশের ভ’মিকা থাকে খুবই নগণ্য। পুলিশ সর্বত্রই উদাসীন বলে মন্তব্য সাধারন জনগনের।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা