আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:১৭

এডভোকেট মালার মা আর নেই

ডান্ডিবার্তা | ২৮ জানুয়ারি, ২০২৩ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট শহরের চাষাড়া নিবাসী মরহুম নুরুল ইসলাম সাহেব এর স্ত্রী রতœগর্ভা মা সালমা বেগম (৭২) ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি——-রাজিউন। গত বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে বারোটায় সাইনবোর্ড এলাকায় অবস্থিত প্রো-এ্যাকটিভ হাসপাতালে তিনি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে মরহুমা সালমা বেগম ২ পুত্র ও ২ কণ্যাসহ তিনজন নাতী ও নাতনী রেখে যান। মরহুমের বড় মেয়ে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং নারায়ণগঞ্জ আদালতের বিজ্ঞ আইনজীবী অ্যাডভোকেট মাহমুদা মালা। গতকাল শুক্রবার বাদ জুম্মা উত্তর চাষাড়া জামে মসজিদে নামাজের জানাজা শেষে মাসদাইর কবরস্থানে দাফন করা হয়। রতœগর্ভা মা সালমা বেগম এর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান। গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি বাবু চন্দন শীল। গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি এড. হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক এড. রবিউল আমিন রনি। গভীর শোক প্রকাশ করেছেন ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নেতা বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন টুলু ও সাধারণ সম্পাদক মনির হোসেন। গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর তাতী লীগের আহ্বায়ক চৌধুরী এইচ.এম ফারুক ও সদস্য সচিব জাহাঙ্গির আলম। গভীর শোক প্রকাশ করেছেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদ ও সাধারণ সম্পাদক কাজিমউদ্দিন প্রধান। গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর মৎসজীবী লীগের আহ্বায়ক মো. নুর হোসেন ও সদস্য সচিব জনী খান। গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট খোকন সাহা। গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে তারা মরহুমার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। উল্লেখ্য, মরহুমা সালমা বেগমের বড় পুত্র মোস্তফা সাইফুল ইসলাম সিদ্দিরগঞ্জে সানার পাড় কলেজের অধ্যাপক, বড় মেয়ে এড. মাহমুদা বেগম মালা, নারায়ণগঞ্জ জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও বর্তমানে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ২য় পুত্র মর্তুজা শরিফুল ইসলাম অতিরিক্ত কর কমিশনার এবং কনিষ্ঠ কণ্যা ড. রওনক জাহান সরকারি তোলারাম কলেজ এর সহযোগী অধ্যাপক।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা