আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:০৮

আগামী প্রজন্ম স্মাট বাংলাদেশের নাগরিক হবে: মেয়র আইভি

ডান্ডিবার্তা | ২৯ জানুয়ারি, ২০২৩ | ১০:১৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা সেলিনা হায়াৎ আইভী বলেছেন আমাদের আগামী প্রজন্মকে নিয়ে বাংলাদেশ গড়ে তুলতে হলে নতুন প্রজন্মকে ভালো মানুষ হতে হবে। তিনি বলেন আমাদের প্রত্যেক অভিভাবককে স্বপ্ন দেখতে হবে। সেই স্বপ্ন হবে শিশুকে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য। মেয়র বলেন আমাদের আজকের প্রজন্ম থেকে ভবিষৎ প্রজন্ম গড়ে উঠবে যাতে তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে পারে। তিনি বলেন আমরা এখন শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশের নাগরিক। আগামীতে স্মার্ট বাংলাদেশের নাগরিক হবো। এই স্মার্ট বাংলাদেশের জন্য বর্তমান সরকার কাজ করছে। এই স্মার্ট বাংলাদেশের নাগরিক হবে আমাদের আজকের প্রজন্ম। তাই আমাদের কে স্মার্ট বাংলাদেশের নাগরিক হওয়ার জন্য বর্তমান সরকার কে আবারো নির্বাচিত করতে হবে। তিনি গতকাল শনিবার বিকেলে বিদ্যানিকেতন হাই স্কুলের ১৭ বছরে পদার্পন ও নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। বিদ্যানিকেতন পরিচালনা পরিষদের চেয়ারম্যান কাশেম হুমায়ুনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ, জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ ও পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল, স্কুলের সিনিয়র ভাইস চেয়ারম্যান আবদুস সালাম, প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, ট্রাস্টি সদস্য মোয়াজ্জেম হোসেন সোহেল, আফজাল হোসেন পন্টি, কৃষ্ণধন সাহা, মাহবুবুর রহমান, সাদেকুর রহমান, তৌহিদ ইমাম পিটু। জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ বলেন, আমাদের আগামী প্রজন্মের প্রত্যেককে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তিনি বলেন শুধু পুঁথিগত কিংবা গতানুগতিক শিক্ষা নয় তাদের কে স্বশিক্ষায় নিজ নিজ মেধা অনুযায়ী শিক্ষিত করে তুলতে হবে। পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন আমাদের বর্তমান সমাজে যারা সন্ত্রাস ও মাদকের সাথে জড়িত তাদেরকে বর্জন করতে হবে। তিনি বলেন যারা সমাজে মাদকের সাথে জড়িত তাদের বিরুদ্ধে পুলিশ প্রশাসন কঠোর অবস্থানে আছে। তাদের কে কোন ছাড় দেওয়া হবে না। অতিরিক্ত সচিব মফিজ উদ্দীন আহমেদ বলেন, আমাদের পাঠ্য পুস্তকের পাশাপাশি অন্যান্য বই পাঠের অভ্যাস গড়ে তুলতে হবে। তিনি বলেন শুধু পড়াশোনা করে ভালো মানুষ হওয়া যায় না। ভালো মানুষ হতে হলে আমাদের সামাজিক ও সুশিক্ষিত হতে হবে। পরে প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা নবীন শিক্ষাথীদের রাখীবন্ধন পড়িয়ে ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। এবছর বিদ্যানিকেতন হাই স্কুলে ৪৬০জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এনিয়ে ২০০০ শিক্ষার্থী বিদ্যানিকেতন হাই স্কুলে পড়াশুনা করছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা