আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:৩১

না’গঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে জুয়েল মহসীন প্যানেল বিজয়ী

ডান্ডিবার্তা | ৩১ জানুয়ারি, ২০২৩ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত আওয়ামীলীগ সমর্থিত জুয়েল-মহসীন প্যানেলের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ১৭টি পদের মধ্যে ১৬টি পদে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তবে বিএনপি সমর্থিত প্যানেলের সদস্য প্রার্থী এড. আদনান মোল্লা এগিয়ে রয়েছেন। এবার মোট ভোটার ১১৫১ জন ভোটারের মধ্যে ভোট দিয়েছে ১০৮২ জন, অনুপস্থিত ৬৯জন। গতকাল সোমবার সকাল ৯টা থেকে বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান বার ভবনের দ্বিতীয় তলায় ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টায় শেষ হয়। সকাল থেকেই নির্বাচনের পরিবেশ শান্তিপূর্নভাবে উৎসবমূখর পরিবেশে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীদের ভোট দিয়েছেন। এবারের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ৩৪জন প্রতিদ্বন্দ্বিতা করেন। প্রার্থীদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত সাদা প্যানেলের ১৭ জন এবং বিএনপি সমর্থিত নীল প্যানেলের ১৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই আদালতপাড়ায় নারায়ণগঞ্জ জেলা ও মহানগর ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এবারের বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবী সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলে ছিলেন সভাপতি পদে এড. হাসান ফেরদৌস জুয়েল, সিনিয়র সহ-সভাপতি পদে এড. আলাউদ্দিন আহমেদ, সহ- সভাপতি পদে এড. রবিউল আমিন রনি, সাধারণ সম্পাদক পদে এড. মুহাম্মদ মোহসীন মিয়া, যুগ্ম সম্পাদক পদে এড. কামাল হোসেন, কোষাধক্ষ্য পদে এড. মো. স্বপন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে এড. অঞ্জন কুমার দাস, লাইব্রেরী সম্পাদক পদে এড. মো. এরশাদুজ্জামান ইমন, ক্রীড়া সম্পাদক পদে এড. আব্দুল মান্নান, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে এড. রাজিয়া আমিন কাঞ্চি, সমাজ সেবা সম্পাদক পদে এড. মানজুদুল রশিদ রিফাত ও আইন ও মানবাধিকার সম্পাদক পদে এড. দেলোয়ার হোসেন সুজন প্রধান। কার্যকরী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এড. নারায়ণ চন্দ্র সাহা, এড. নুরী নাজমুল আমিন, এড. আলী আকবর, এড. হালিমা আক্তার ও এড. ফাহিমা রহমান পায়েল। নির্বাচনে আওয়ামীলীগ সমর্থিত পূর্ন প্যানেলই বিজয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে। নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেছেন এড. সামসুল ইসলাম ভূইয়া। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন এড. আশরাফ হোসেন, এড. আবদুর রহিম, এড. মেরিনা বেগম এবং এড. সুখ চাঁদ সরকার।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা