আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:৩১

স্কুলের মাঠ কেটে বিএনপি নেতার ইরি স্কীমের পাইপ

ডান্ডিবার্তা | ৩১ জানুয়ারি, ২০২৩ | ১১:২১ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সোনারগাঁয়ের বারদী ইউনিয়নের পাইক পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠ কেটে বিএনপি নেতার ইরি ধানের পানি নিষ্কাষনের জন্য স্কীমের পাইপ লাইন করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এলাকাবাসী জানায়, উপজেলার বারদি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ওই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলী আজগর তার ভাই জাফর ও জহিরুল ইসলাম দাঁড়িয়ে থেকে শ্রমিকের মাধ্যমে গত রোববার স্কুল ছুটির পর পাইকপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের খেলার মাঠ দখল করে ৬-৭ ফুট গভীরে গর্ত সৃষ্টি করে পাইপ লাইনের কাজ করছে। স্কুল মাঠ গর্ত করার কারনে শিক্ষার্থীদের খেলাধুলা বন্ধ হয়ে যায়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. ইসমাইল হোসেন ভূঁইয়া বলেন, আজগর আলী ব্যক্তিগত ব্যবসা হাসিলের জন্য এ স্কুলের মাঠ কেটে পাইপ লাইন নিয়ে যাচ্ছেন। তাদের বিষয়ে কেউ প্রতিবাদ করলে তাদের কপালে জুটে মারধর। প্রধান শিক্ষক মো. বাদল হোসেন বলেন, গত রোববার স্কুল ছুটির পর দুর্বৃত্তরা স্কুল মাঠে দীর্ঘ ১৬০ ফুট লম্বা ৭ ফুট গভীর গর্ত করে রেখেছেন। অভিযুক্ত বিএনপি নেতা আলী আজগর চেয়ারম্যান বলেন, ওই এলাকার জনগনের উপকারের জন্য মাঠ দিয়ে পাইপ লাইন নিয়েছেন। কোন অনুমতি না নিয়ে তিনি ভুল করেছেন বলে জানিয়েছেন। পাশ্ববর্তী আপনার জমি দিয়ে লাইন নেওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি কোন উত্তর দেননি। সোনারগাঁ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দৌলতর রহমান বলেন, স্কুলের মাঠ কেটে পানির লাইন নেওয়ার খবর পাওয়ার পর তাৎক্ষনিকভাবে সহকারী শিক্ষা অফিসারকে সেখানে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে লিখিতভাবে জানানো হবে। সোনারগাঁ উপজেলা নির্বাহী অফিসার মো. রেজওয়ানুল ইসলাম বলেন, স্কুল মাঠ কেটে পাইপ লাইন নেওয়ার বিষয়টি জেনে ইতোমধ্যে তাদের ডেকে কাজ বন্ধ করে দেওয়া হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা