আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:২৪

কলাগাছিয়ায় আ’লীগের সম্মেলন নিয়ে নাটক!

ডান্ডিবার্তা | ৩১ জানুয়ারি, ২০২৩ | ১১:২৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের কাউন্সিল নিয়ে চলছে রং-বেরঙ্গের নাটক। যদিও আগামী ৪ ফেব্রুয়ারী সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। ভেন্যু নিয়ে এখনও পরিস্কার কোন ম্যাসেজ দেয়নি উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতৃবৃন্দ। ধারনা করা হচ্ছে খুব দ্রুত ভেন্যু জটিলতা নিরসন হবে। সভাপতি ও সাধারন সম্পাদক পদপ্রার্থীরা ইতিমধ্যে তাদের মনোনয়ন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এমএ রশিদ ও সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের কাছে জমা দিয়েছেন। তবে সম্মেলন যত ঘনিয়ে আসছে কাউন্সিলর প্রার্থীদের মধ্যে তত বিভাজন স্পষ্ট হয়ে উঠেছে। কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী ৩জন ও সাধারন সম্পাদক প্রার্থী ৪ জন। এই প্রার্থীরা বর্তমানে ত্রিমূখী গ্রুপে আবদ্ধ হয়েছে। এদের একটি গ্রুপ হচ্ছে সভাপতি প্রার্থী আমিরুজ্জামান ও সাধারন সম্পাদক প্রার্থী ইব্রাহিম কাশেম।  ২য় গ্রুপটি সভাপতি প্রার্থী কুতুবউদ্দিন, সাধারন সম্পাদক প্রার্থী আক্তার হোসেন বিএ, জারজিস ও সোয়েব মোহাম্মদ লিটন। অপরদিকে সভাপতি প্রার্থী হাজী মাঈনউদ্দিন একক প্রার্থী হিসেবে তার জনপ্রিয়তার ইমেজ নিয়ে একাই লড়ে যাচ্ছেন। জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়ন নয়টি ওয়ার্ডে আওয়ামী লীগ কাউন্সিলর তালিকা করে প্রকাশ করা হয়। এর মধ্যে বিভিন্ন ওয়ার্ডে পূর্বের কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক তাদের মনগড়া কাউন্সিল তালিকা প্রস্তুত করায় বিতর্ক সৃষ্টি হয়। এতে করে প্রকৃত আওয়ামীলীগের মাঠ পর্যায়ের কর্মীরা বাদ পড়েন। এ নিয়ে বিভিন্ন সময় সংবাদ সম্মেলনও হয়। পড়ে টনক নড়ে উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের। কাউন্সিলর তালিকা ত্রুটিমুক্ত করে সকল প্রার্থীদের বুঝিয়ে দেয়া হয়। এদিকে গত ২৯ জানুয়ারী কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক পদ পেতে বন্দর উপজেলা আ’লীগের সহসভাপতি পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি পত্র দিয়েছেন আক্তার হোসেন বিএ। তিনি কলাগাছিয়া ইউনিয়নে সাধারন সম্পাদক প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দীতা করবেন। এ বিষয়ে তৃনমুল কর্মীরা বলছেন, কলাগাছিয়া আওয়ামীলীগের সম্মেলন নিয়ে চলছে রং-বেরঙ্গের নাটক হচ্ছে। আর এই নাটক মঞ্চস্থ করছেন উপজেলা আওয়ামীলীগের কর্নধাররা। প্রথমে কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভোটার তালিকা নিয়ে জটিলতা সৃষ্টি হল। কারো নাম আসল কারো নামই নেই। এরপর ৩য় দফায় সংশোধন হল তালিকা। সম্মেলনের তারিখ ঘোষনা করা হল ৪ ফেব্রুয়ারী। অথচ এখনও সম্মেলনের স্থান সঠিকভাবে পরিস্কার করা হয় নাই। যদিও গুঞ্জন শুনা যাচ্ছিল সম্মেলনের স্থান হবে হাজী আলমচান মডেল উচ্চ বিদ্যালয়ে। পরে একাধিক প্রার্থীরা আপত্তী করে ভেন্যু পরিবর্তনের আবেদন জানায়। এখনও সিদ্ধান্ত হয়নি কোথায় সম্মেলনটি হবে। ফলে সিদ্ধান্ত হীনতায় ভূগছে তৃনমুল কর্মীরা। মুলত উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারন সম্পাদকের গাফিলতি ও উদাসিনতার কারনেই এমন বিলম্ব হচ্ছে বলে তারা জানায়। এ ব্যাপারে বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বলেন, সবুরে মেওয়া ফলে। বাংলাদেশ আওয়ামীলীগ একটি স্বচ্ছ রাজনৈতিক দল। আর কলাগাছিয়া ইউনিয়ন বন্দর উপজেলার ৫টি ইউনিয়ন অপেক্ষ অনেক বড় একটি ইউনিয়ন। তাই আমরা সুশৃঙ্খলভাবে একটি সুন্দর সম্মেলন উপহার দিব। তারিখ নির্ধারন হয়ে গেছে। শুধু স্থানটা বাকি। এটাও দ্রুত জানানো হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা