আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৯:০১

সেলিম-শামীম ওসমানের প্রতি কৃতজ্ঞতা

ডান্ডিবার্তা | ০১ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:১৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সাধারণ আইনজীবীদের উদ্দেশ্যে নব-নির্বাচিত আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মোহসীন মিয়া বলেছেন, আপনারা আমাদের জন্য যথেষ্ট পরিশ্রম করেছেন। আমাদের ভোট দিয়েছেন এক বছর নেতৃত্ব দেওয়ার জন্য। এর জন্য জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে ও আমাদের প্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। গত সোমবার রাতে সাংবাদিকদের কাছে নিজ প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে তিনি এ কথা বলেন। এসময় তিনি সদর-বন্দর আসনের সাংসদ সেলিম ওসমান ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাংসদ শামীম ওসমানের প্রতি এড. মোহসীন চির কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং সাধারণ আইনজীবীদের কাছে তিনি চির ঋনী হয়ে থাকবেন বলে জানান তিনি। এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর সেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি জুয়েল হোসেনসহ অনেকে। উল্লেখ্য, অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির টানা দুইবারের সাধারণ সম্পাদক এবং টানা দুইবার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। আর এই সময়ে তিনি জেলা আইনজীবী সমিতির ব্যাপক উন্নয়ন করেছেন। যা সাধারণ আইনজীবীদের কল্পনার বাইরে ছিল। বিশেষ করে তার কিছু কিছু পদক্ষেপ আইনজীবী সমিতির ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে। সবশেষ জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসেবে গত মেয়াদে অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া সমিতির ভবনের নিচতলা ও দ্বিতীয় তলার কাজ সম্পন্ন করেছেন। সেই সাথে মসজিদের দ্বিতীয় তলায় সাধারণ আইনজীবীদের বসার স্থান ও মসজিদের ব্যবস্থা করে দিয়েছেন। যেখানে গিয়ে সাধারণ আইনজীবীরা নামাজ আদায় করতে পারে। এই ভবন নির্মাণের ক্ষেত্রেও তার জোরালো ভূমিকা ছিল। পাশাপাশি বিচারপ্রার্থী স্বজনরা নারায়ণগঞ্জ আদালতে এসে যেন কোনো হয়রানির শিকার হতে না হয় যেজন্য তিনি আইনজীবী সমিতির লগো সম্বলিত সদস্যদের আইডি নাম্বার সহ সীল সরবরাহ করেছেন। শিক্ষানবীস আইনজীবীদের লাল টাই পরিহিত পোষাক নিশ্চিত করেছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা