মানবাধিকার কর্মী শ্যামলের ৫৮তম জন্মদিন পালিত
ডান্ডিবার্তা | ০১ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:২৫ অপরাহ্ণ
ডান্ডিবার্তা রিপোর্ট:গতকাল ১লা ফেব্রুয়ারী, ১৮ই মাঘ রোজ বুধবার প্রখ্যাত সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক, মানবতার অন্যতম কর্মী হিসেবে দেশবরেণ্য ব্যক্তিত্ব শ্যামল কুমার দাশের ৫৮তম জন্মবার্ষিকী পালিত হয়। শ্যামল কুমার দাশ ১৯৮৬ ইংরেজি সাল থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত স্বাধীনতার স্বপক্ষের একজন তুখোড় কলম সৈনিক হিসেবে দেশে ও আন্তর্জাতিকভাবে সুনাম অর্জন করেছেন। এই বরেণ্য ব্যক্তিত্ব সাপ্তাহিক আঁচলের নির্বাহী সম্পাদক পদে অধিষ্ঠিত হয়ে সাংবাদিকতায় যাত্রা শুরু করেন। গুনী এই সাংবাদিক তরুণ বয়সেই দৈনিক বাংলার বাণী পত্রিকায় শিশু-কিশোরদের পাতা শাপলা কুড়ির আসরের একজন নিয়মিত লেখক হিসেবে দায়িত্ব পালন করেছেন। সাংবাদিক শ্যামল কুমার দাশ বেশ কয়েকটি সাপ্তাহিক পত্রিকার গুরু দায়িত্বে থেকে খ্যাতি অর্জন করেছেন। তিনি ইংরেজী ১৯৯০ সনে দৈনিক আজকের পত্রিকায় নিরলসভাবে কাজ করেছেন। পরবর্তীতে সানন্দা সম্ভার গ্রুপের নির্বাহী সম্পাদকের পদে থেকে দেশব্যাপী প্রশংসা কুড়িয়েছেন। এছাড়াও দৈনিক ভোরের ডাক, ডেইলি স্ট্যার, লুক জাপান, দি নারায়ণগঞ্জ পোস্ট, সঠিক সংবাদ, সাপ্তাহিক সংবাদ চিত্র, সাপ্তাহিক সন্দীপ, সাপ্তাহিক যায় যায় দিন সহ বহু জনপ্রিয় পত্রিকায় কাজ করেছেন।
এই বরেণ্য সাংবাদিক শ্যামল কুমার দাশ দৈনিক ভোরের কাগজ সহ কয়েকটি পত্রিকায় কলামিস্ট হিসেবে লিখে যাচ্ছেন। তিনি দৈনিক ভোরের আকাশ ও দৈনিক জনদর্পণ পত্রিকার সম্পাদক হিসেবে বহুদিন ধরে কাজ গেছেন। সাংবাদিক শ্যামল কুমার দাশ পত্রিকায় কাজ করার পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ভাষণ ইংরেজীতে অনুবাদ করে দেশে ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত হয়েছেন। এছাড়াও তার প্রকাশিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জীবন কাহিনী, ১ ঘন্টার শেখ রাসেলের বন্ধুত্ব উল্লেখযোগ্য। সাংবাদিক শ্যামল কুমার দাশ ইংরেজী ১৯৮৬ সনে সাংবাদিকতায় আসার পর হতে স্বাধীনতা বিরোধী অপশক্তির বিরুদ্ধে লেখালেখি করে প্রতিপক্ষের কাছে বহুবার সামাজিকভাবে হেনস্তার শিকার হয়েছেন। সাংবাদিক শ্যামল কুমার দাশের সাথে আলাপকালে জানা যায়, ইংরেজী ১৯৮৪ সনে তিনি বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতিতে পদার্পণ করে নারায়ণগঞ্জ শহর ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামীলীগের রাজনীতিতে ভূমিকা রাখা শুরু করেন। বর্তমানেও তিনি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে আওয়ামী রাজনীতিতে থেকে স্বাধীনতার স্বপক্ষে রাজনৈতিক ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে যাচ্ছেন এবং দলের টানে নেতাকর্মীদের বিভিন্নভাবে নিজের মেধা ও কলম শক্তি দিয়ে সহযোগিতা করে যাচ্ছেন।
এই খ্যাতিমান সাংবাদিক গর্ব করে বলেন, দেশবরেণ্য সাংসদ জননেতা একেএম শামীম ওসমানের ক্যারিশমাটিক নেতৃত্ব থেকে প্রেরণা পেয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে ভালবেসে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ১৯৮৪ সনে ছাত্রলীগের রাজনীতিতে আসার পর থেকে এখন পর্যন্ত আওয়ামীলীগ ও স্বাধীনতার স্বপক্ষের একজন ঢাল হয়ে তিনি লড়ে যাচ্ছেন। তিনি জামায়াত-বিএনপি ও রাজাকারদের বিভিন্ন সময়ের শোষণের বিরুদ্ধে কঠোরভাবে লেখালেখি করেছেন। বর্তমানেও তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার উন্নয়নমূলক কর্মকান্ডকে দেশবাসীর কাছে উপস্থাপন করতে তার লেখনীর মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করলেও দল থেকে তিনি কোনো গুরুত্বপূর্ণ পদ বা সুবিধা গ্রহণের চেষ্টা করেন নাই।
তিনি আওয়ামীলীগের দুঃসময়ে মৃত্যুর তোয়াক্কা না করে বিভিন্নভাবে কলম সৈনিক হিসেবে কাজ করে গেছেন। বিনিময়ে দল থেকে কিছুই প্রত্যাশা রাখেননি। শুধু তাই নয় তার নিজের লেখা মুক্তিযুদ্ধ বিষয়ক স্বাধীনতা একাত্তুর, ওরা রাজাকার সহ নাটক ও গীতি নাট্য লিখে মঞ্চ নাটকে নির্দেশনা ও প্রযোজনা করেছেন। সাংবাদিক শ্যামল কুমার দাশ একজন রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও বিভিন্ন মঞ্চে, সেমিনারে যথেষ্ট ভূমিকা রেখে চলেছেন। গতকাল এই প্রখ্যাত সাংবাদিকের ৫৮তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে তার শুভাকাঙ্ক্ষী, বন্ধুমহল, দলীয় নেতাকর্মী, শিষ্য ও তার শিক্ষকতার জীবনের ছাত্রছাত্রী এবং পাঠকদের পক্ষ থেকে লক্ষাধিক শুভেচ্ছা পেয়েছেন। গতকাল পরিবারের সদস্যগণ সহ আত্মীয়স্বজনদের পক্ষ থেকে বিভিন্ন মন্দিরে তার দীর্ঘায়ু কামনায় প্রার্থণার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও এই দেশবরেণ্য মানুষটির শুভ জন্মবার্ষিকীতে তার শিক্ষকতা জীবনের দেশ ও বিদেশে থাকা বহু ছাত্রছাত্রী তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।