আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৩৭

বন্দরে বন্ধুর ঘুষিতে বন্ধু নিহত!

ডান্ডিবার্তা | ০২ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:৪০ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরের রসুলবাগ এলাকায় চায়ের দোকানী বন্ধু মিজানের ঘুষিতে বন্ধু নজরুল ইসলাম নজু(৪৫) নিহত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার সন্ধ্যার পর তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বন্ধু মিজান এলোপাতাড়ি ঘুষি মেরে অচেতন করে ফেলে নজুকে। অচেতন অবস্থায় নজুকে জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে। হত্যা কান্ডের এমন একটি ঘটনাকে প্রশাসনকে তোয়াক্কা না করে সামাজিক ভাবে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে।  নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক লোকসহ দোকানীরা জানান, অন্য জায়গায় তারা হাতাহাতি করেছে। পরে নজু অপর দোকানের টেবিলে বসলে হঠাৎ মাঠিতে লুটিয়ে পরে। ওই অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসকরা মৃত্যু বলে ঘোষণা দেয়। পরে মিজানের পক্ষে প্রভাবশালী মহল কাজ করে ঘটনাটি ধামাচাপা দেয়। বন্দর থানা পুলিশের উপ পরিদর্শক আলমগীর হোসেন ঘটনাস্থলে আসলেও নিহতের পরিবারের কেউ মুখ খুলেনি। নিহত নজুর পরিবার আর্থিকভাবে অসচ্ছল। সেই সুযোগকে পুঁজি করে নিহতের পরিবারের কেউ মুখ খুলেনি। থানা পুলিশ নিহতের পরিবারের কাছ থেকে কোন অভিযোগ আছে কি না তা জানতে চেয়েও পারেনি। নিহত নজুর লাশের ময়নাতদন্ত করলে প্রকৃত মূল ঘটনাটি বের হয়ে আসবে বলে স্থানীয়রা দাবি করেন। এ বিষয়ে জাতীয় পার্টি নেতা জাহাঙ্গীর আলমসহ এলাকার লোকজন মিলে ধামাচাপা দেয় বলে এলাকাবাসী জানান। তবে ঘটনা সর্ম্পকে জানতে জাহাঙ্গীর আলমের মোবাইল নাম্বারে যোগাযোগ করার চেষ্টা করলে তার ব্যবহৃত ২ টি নাম্বারই বন্ধ ছিল। সন্ধ্যার পর মিজানের সাথে কথা কাটাকাটির এক পর্যায় নজরুল ইসলাম নজুকে এলোপাতাড়ি মারধর করে। রসুলবাগ এলাকার চায়ের দোকানী মিজানের এলোপাতাড়ি মারধরে মাঠিতে লুটিয়ে পরে। অচেতন অবস্থায় এলাকাবাসী দ্রুত নজুকে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা দেয়। ঘটনার পর থেকে মিজান এলাকা ছাড়া।  হত্যাকান্ডের ঘটনাটি ধামাচাপা দিয়ে সামাজিক ভাবে সমাধান করার অভিযোগ উঠেছে। এমন একটি লোমহর্ষক ঘটনাটি ধামাচাপা দিয়ে দেশের প্রচলিত আইনকে বৃদ্ধা আঙুল দেখানোর সামিল। গতকাল বুধবার সকাল ১০ টায় জানাজার সিদ্ধান্ত নিয়ে মাইকিং করছে। এ ঘটনায় এলাকায় দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা