
ডান্ডিবার্তা রিপোর্ট সিদ্ধিরগঞ্জে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে জেলা গোয়েন্দা পুলিশের সাথে হাতা হাতির ঘটনা ঘটেছে। মিজমিজি এলাকার ঠিকাদার হাসমত আলী হাসুর ছেলে অভি ও ভাই কেরামত আলীর সাথে গতকাল বুধবার সন্ধ্যায় ধনুহাজী ক্যানেল পাড় এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে রূপগঞ্জ থানার দায়িত্বে থাকা ডিবির ওসি নজরুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিত শান্ত করেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ধনুহাজী সড়ক দিয়ে মিজমিজি এলাকার ঠিকাদার হাসমত আলী হাসুর ছেলে অভি বেপরোয়া গতিতে হাইজ গাড়ি দিয়ে যাচ্ছিল। এসময় বিপরিত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দিলে দুইজন মহিলা যাত্রীসহ রিকশাটি উল্টে পড়ে। এতে আহত হয় দুই যাত্রী। তখন পাশে থাকা ডিবি পুলিশের সদস্যরা আহতদের সেবাযতœ করে তাদের গন্তব্যে যাওয়ার ব্যবস্থা করেন। কিন্তু দুর্ঘটনা ঘটিয়েও হাইজ গাড়ি চালক কোন ভূমিকা রাখেননি। গাড়িতে থাকা অভিও থাকে নিরব। তখন ডিবি চালককে সাপ্তানে গাড়ি চালাতে পারেন না বললে চালক উত্তেজিত হয়ে উঠে। তখন একজন ডিবির সদস্য চালককে থাপ্পর দেয়। এসময় গাড়ি থেকে নেমে অভিও উত্তেজিত হয়ে উঠে। তখন পুলিশ অভিকেও একটি থাপ্পড় দেয়। তখন অভি মোবাইল ফোন করে তার চাচা কেরামত আলীসহ ১৫/২০ লোকজন একত্র করে। কেরামত আলী এসেই ডিবির এক সদস্যকে কলার ধরে টানা হেঁছরা শুরু করে। ডিবি পুলিশ ধর্য্যরে পরিচয় দিলেও কেরামত আলী বেপরোয়া আচরণ করতে থাকে। পরে পুলিশ কেরামত আলী ও অভিকে আটকে রাখলে হাবিবুল্লা কাঁপুরি গিয়ে বিষয়টি আমি দেখছি বলে তাদের ছাড়িয়ে নেয়। পরিস্থিতি বেগতিক থেকে পুলিশ সদস্যরা রূপগঞ্জের দায়িত্বে থাকা ওসি নজরুল ইসলামকে জানালে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। কিন্তু তার আগেই ডিবি পুলিশের উপর হামলাকারী কেরামত আলীর সাথে আসা লোকজন পালিয়ে যায়। কিন্তু তারা পালিয়ে গেলেও ডিবি পুলিশকে ম্যানেজ করতে বিভিন্ন প্রভাবশালী লোকজন দিয়ে ফোন করান। পরে হাসুর আস্তাভাজন দুর্বল হযরত গিয়ে ওসি নজরুল ইসলামের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি মাটি দেওয়ার অনুরোধ জানান। পাশাপাশি কেরামত আলী ও অভিকে ঘটনাস্থলে নিয়ে ডিবি পুলিশের ওই সদস্যদের কাছে ক্ষমা প্রার্থনা করলে পুলিশ তাদের ক্ষমা করে দেন। এবিষয়ে ডিবির ওসি নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম অভিযান চালানোর জন্য ধনুহাজী রোড এলাকায় ওত পেতে থাকেন। তখন একটি হাইজ গাড়ি অটোরিকশাকে ধাক্কা দিলে রিকশাটি উল্টে গেলে দুইজন মহিলা যাত্রী আহত হয়। পুলিশ সদস্যরা তাদের সেবা যতœ করলেও গাড়ি চালক ও গাড়িতে থাকা অভিনামে এক যুবক কোন ভূমিকা পালন করেনি। এর জের ধরেই একজন পুলিশ সদস্যের সাথে বাকবিতন্ডা হয়। পরে স্থানীয় অনেক লোকজন এসে ক্ষমা চান।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯