আজ শুক্রবার | ২৭ জুন ২০২৫ | ১৩ আষাঢ় ১৪৩২ | ১ মহর্‌রম ১৪৪৭ | সকাল ১১:৪২
শিরোনাম:
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্মরণে বিএনপির যত কর্মসূচি    ♦     না’গঞ্জ আ’লীগ কর্মীরা দিশেহারা!    ♦     বিএনপি নেতাদের আধিপত্য নিয়ে সংঘাতে বাড়ছে লাশের সংখ্যা    ♦     আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকীতে নেই শীর্ষ নেতারা    ♦     ফতুল্লায় চার স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার    ♦     না’গঞ্জে মানবতার কবি নজরুল শীর্ষক আলোচনা সভা    ♦     ফতুল্লার মামুন হত্যার দ্রæত বিচার দাবিতে মানববন্ধন    ♦     নারায়ণগঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন    ♦     বন্দরে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের মহাসড়ক অবরোধ    ♦     বন্দরে কুদ্দুস হত্যা মামলায় সাবেক কাউন্সিলরসহ ৪জন গ্রেপ্তার    ♦    

বিএনপি থেকে পিছিয়ে আ’লীগ!

ডান্ডিবার্তা | ০৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জের রাজনীতির মাঠে প্রতিযোগীতায় নেই ক্ষমতাসীন দল আওয়ামীলীগ। বছরের শুরুতেই যখন রাজপথে বিএনপির নেতারা শক্তির জানান দিতে বিশাল বিশাল শো-ডাউন করছে তখন দলীয় কোন্দল নিয়ে ব্যস্ত নারায়ণগঞ্জ আওয়ামীলীগের নেতারা। বছরের শুরু থেকেই সরকার বিরোধী একাধিক কর্মসূচী পালন করেছে নারায়ণগঞ্জ বিএনপির নেতৃবৃন্দ। দীর্ঘদীন ঝিমিয়ে থাকার পর বছরের শুরুতে সরকার বিরোধী আন্দোলনের মাধ্যমে নারায়ণগঞ্জবাসীদের তাক লাগিয়েছে বিএনপি। অথচ দল ক্ষমতায় থাকার পরও দিন দিন ছোট হচ্ছে নারায়ণগঞ্জ আওয়ামীলীগ। ইতিমধ্যে নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হলেও মহানগর আওয়ামীলীগের কমিটির মেয়াদ উর্ত্তীণ হয়েছে। তবে সম্প্রতি মহানগর আওয়ামীলীগের নতুন কমিটির ইঙ্গিত দিয়েছেন কেন্দ্রীয় নেতারা। এদিকে, থানা ও উপজেলা কমিটিগুলো গঠন হলেও এনিয়ে রয়েছে নানা বিতর্ক। বিশেষ করে ফতুল্লা থানা আওয়ামীলীগের নেতৃত্ব নিয়ে বিতর্ক যেন শেষ হচ্ছে না। বিএনপি-জামাতের সক্রিয় নেতারাও ফতুল্লা থানা আওয়ামীলীগের গুরুত্বপূর্ণ পদ দেয়া হয়েছে। যা নিয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলেরও কড়া সমালোচনা করছেন দলের ত্যাগী নেতাকর্মীরা। যদিও কমিটিতে পদ দেয়ার নেপথ্যে ছিলেন ফতুল্লা থানা আওয়ামীলীগের সভাপতি এম. সাইফুল্লাহ বাদল। জানাগেছে, গত কয়েকমাস হয়েছে কাউন্সিলের মাধ্যমে জেলা আওয়ামীলীগের আংশিক কমিটি গঠন করা হয়েছে। জেলা আওয়ামীলীগের কাউন্সিলের দুদিন পরে মহানগর আওয়ামীলীগের কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রহস্যজনক কারনে স্থগিত করা হয় কাউন্সিল। ফলে দীর্ঘদীন ধরে মেয়াদর্ত্তীন কমিটি দিয়েই মহানগর আওয়ামীলীগের কার্য্যক্রম পরিচালিত হয়ে আসছে। তবে দ্রুত সময়ের মধ্যে  কেন্দ্রীয় নেতারা নতুন কমিটি গঠনের ইঙ্গিত দিলেও স্থানীয় পর্যায়ের শীর্ষ নেতারা তাতে অনীহা প্রকাশ করছেন। তবে বিএনপির মত আওয়ামীলীগের কমিটিও পুনর্গঠন করা হলে রাজপথে নেতাকর্মীরা সক্রিয় হবেন। তাই দ্রুত নতুন কমিটি গঠনে আগ্রহ প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা। তাই নারায়ণগঞ্জ আওয়ামী লীগের রাজনীতিতে প্রাপ্তি-প্রত্যাশা নিয়েও চলছে নয়া সমিকরণ। যারা এতোদিন পদের বাইরে থেকে দলের সব কর্মকান্ডে সক্রিয় অংশগ্রহন করেছে তাদের মধ্যে পদ প্রাপ্তি আকাঙ্খা জেগে উঠেছে। আবার অনেকে প্রত্যাশিত পদ পেতেও লবিং-তদবির চালিয়ে যাচ্ছে। শঙ্কিত রয়েছে পদ আকড়ে থাকা সুবিধাবাদী নেতারাও। দল শুরু হওয়ায় ওইসব সুবিধাবাদী নেতারা স্বপদে বহাল থাকতে পারবে কিনা এ নিয়েও সন্দেহ রয়েছে। তবে আওয়ামী লীগের কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতারা চাচ্ছেন আওয়ামী লীগের রাজনীতিতে কর্মীবান্ধব নেতারা নেতৃত্বে ফিরে আসুক। আর সে লক্ষ্য নিয়েই কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃনমূলে শুরু হয়েছে নানামুখী তৎপরতা। সূত্র বলছে, জেলা আওয়ামীলীগের আংশিক কমিটিকে পূনাঙ্গ কমিটিতে রূপান্তরের দাবি উঠেছে দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে। পূনাঙ্গ কমিটি না হওয়া পর্যন্ত নেতাদের মাঝে বিভক্তির সৃষ্টি হবে। দলে বিভক্তির কারণে দল সাংগঠনিক ভাবে দূর্বল হয়ে পড়েছে সাংগঠনিক কার্য্যক্রম। এদিকে, নারায়ণগঞ্জ আওয়ামী লীগের নিস্ক্রীয় নেতাদের সক্রিয় করতে এবং পদের বাইরে থেকে যারা দলের হয়ে রাজপথে সক্রিয় রাজনীতি করেছে তাদের মূল্যায়নের আওয়ামী লীগের শীর্ষ নেতারা চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া নেতাকর্মীদের নতুন করে সংগঠিত করতে একাধিক কর্মসূচির হাতে নিতে যাচ্ছে আওয়ামী লীগ। যদিও মহানগরের নেতৃবৃন্দ ওয়ার্ডে সম্মেলন করতে ব্যর্থতার পরিচয় দিয়ে আসছে। এদিকে, জেলা আওয়ামীলীগকে আহ্বায়কের গন্ডি থেকে পূনাঙ্গ কমিটি এবং মেয়াদর্ত্তীন মহানগর আওয়ামীলীগের কমিটি পুনর্গঠনের মধ্যদিয়ে নেতাকর্মীদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে আসবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। দলের তৃনমূলের কর্মীদের মতে, নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামীলীগের অধিকাংশ নেতাই রাজনীতিতে ঝিমিয়ে পড়েছেন। তাই রাজনীতির মাঠে অবস্থান ধরে রাখতে বিএনপির কমিটির মত আওয়ামীলীগের নতুন কমিটি গঠন প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা