আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:২১

কমিটি বিরোধ নিয়ে সংঘাতে ছাত্রদল

ডান্ডিবার্তা | ০৩ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নতুন কমিটি নিয়ে সংঘাতে জড়িয়েছে রূপগঞ্জ ছাত্রদল। এ অবস্থা অব্যহত থাকলে আগামীতে ভয়াবহ সংঘর্ষে রূপ নেয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক মহল। এদিকে রূপগঞ্জে ছাত্রদলের পদধারীসহ তাদের সমর্থকদের উপর ছাত্রদলের পদধারী পদবঞ্চিতরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় অন্তত আট জন আহত হয়েছেন। এসময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় ছাত্রদলের দুই পক্ষের মাঝে সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী। গত বুধবার  বেলা ১১টার দিকে উপজেলার ভুলতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ঘটে এ ঘটনা। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত কয়েক দিন আগে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দিপু সমর্থিত ছাত্রদল নেতা নাহিদ হাসান ভুইয়া নাহিদকে সভাপতি ও জুবায়ের রহমান জিকুৃকে সাধারণ সম্পাদক করে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা দেয়া হয়। এ কমিটি ঘোষণার পর থেকেই জেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির সমর্থিত ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদসহ তাদের অনুসারীরা ক্ষুব্ধ হয়। দুর্নীতি করে কমিটি দেয়ার প্রতিবাদে বিভিন্ন সময় বিভিন্ন স্থানে ছাত্রদল নেতা মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে পদবঞ্চিতরা বিক্ষোভও করেছেন। গত বুধবার নারায়ণগঞ্জের চাষাড়ায় ছাত্রদলের নতুন কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা হওয়ার কথা। সেই লক্ষ্যে রূপগঞ্জ উপজেলার ভুলতা- গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে অবস্থান নিয়ে বাসে উঠতে শুরু করে পদধারীদের অনুসারিরা। বেলা ১১টার দিকে পদবঞ্চিত মাসুদুর রহমান মাসুদের নেতৃত্বে পদবঞ্চিত নেতাকর্মী ও তাদের অনুসারীরা লাঠিসোটা নিয়ে পদধারী ও তাদের অনুসারীদের উপর অতর্কিত হামলা চালায়। এসময় আশ-পাশের মার্কেট ও হাটবাজারে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হামলায় আবু হাসেন, নিরা দাস, মোহাম্মদ শুভ, ইমরান হোসেনসহ অন্তত আট জন আহত হয়েছে বলে জানা গেছে। আহতদের বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। এ বিষয়ে নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি নাহিদ হাসান ভুইয়া নাহিদ বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে আমার লোকজনের উপর হামলা চালিয়ে আহত করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দকে অপমান করা হয়েছে। এর উপযুক্ত বিচার না হলে আমরা ছাড় দেবোনা। হামলার ঘটনার সত্যতা স্বীকার করে ছাত্রদলের পদবঞ্চিত নেতা মাসুদুর রহমান মাসুদ বলেন, বিএনপির দুঃসময়ে আমরা হাল ধরেছি। রাজপথে বিক্ষোভ ও প্রতিবাদ সভা অব্যাহত রেখেছি। বিভিন্ন সময়ে আমরা মামলা হামলার শিকার হয়েছি। পুরো মাস মিথ্যা মামলায় নারায়ণগঞ্জ আদালতে দাড়াতে হয়েছে। আওয়ামীলীগের সঙ্গে আঁতাত করে চলছে যারা তাদেরকে পদে আনা হয়েছে। আর যারা আওয়ামীলীগের হাতে নির্যাতিত হয়েছে তাদেরকে পদ থেকে বঞ্চিত করা হয়েছে। আমাকেতো ছাড় দেয়নি, আমার পুরো পরিবারের সদস্যরা হামলা মামলার স্বীকার হয়েছে। সম্পূর্ণ দুর্নীতি করে নারায়ণগঞ্জ জেলা কমিটি দেয়া হয়েছে। এ কমিটি বাতিল করে নতুন করে ত্যাগী ও নির্যাতিতদের দেয়ার দাবি জানিয়েছেন মাসুদুর রহমান মাসুদ। ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মুস্তাফিজুর রহমান বলেন, এ ধরণের ঘটনার ব্যপারে আমাদের জানা নেই। যেহেতু জেনেছি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নিচ্ছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা