আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:২১

অনৈক্যে কাবু মহানগর আ’লীগ!

ডান্ডিবার্তা | ০৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের ওয়ার্ড সম্মেলনগুলোকে ঐক্যের দেখা মিলছে না নেতাদের। এমনকি কার্যনির্বাহী কমিটির ‘আস্থা’ পুজিতে মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ১০টি ওয়ার্ডের মধ্যে ৩টি ওয়ার্ড সভাপতি সেক্রেটারী ঘোষণা দিতে পেরেছেন। অপরদিকে বন্দরে একটি ওয়ার্ডে সভাপতি শহরের একটি ওয়ার্ডের সেক্রেটারী নাম ঘোষনা দিয়েছেন সভাপতি আনোয়ার হোসেন। আর বাকিগুলো পার্টি অফিসে সভাপতি ও সাধারণ সম্পাদকের দেয়া ‘আস্থা’ উপর ছেড়ে দিয়েছে প্রার্থীরা। মহানগরের ২৭টি ওয়ার্ডের মধ্যে সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০টি ওয়ার্ড গঠনে দায়িত্ব দিয়েছে কার্যকরী সদস্য এমপি শামীম ওসমানকে। তিনি ইতোমধ্যে ওই ১০টি ওয়ার্ডে কোন সভা করেনি বরং ১০টি ওয়ার্ডের সম্মেলনেও তিনি উপস্থিত ছিলেন না। অপরদিকে ওয়ার্ড সম্মেলনে সভাপতি আনোয়ার হোসেন, সহ-সভাপতি হান্নান আহম্মেদ দুলার, নুরুল ইসলাম চৌধুরী, ওসমান গণি, রবিউল হোসেন, সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জি এম আরমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা, ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুর রশিদ, কোষাধ্যক্ষ কামাল দেওয়ান, প্রচার সম্পাদক অ্যাডভোটে পলু, দপ্তর সম্পাদক অ্যাডভোকেট বিদ্যুৎ সাহা ও কয়েকজন কার্যকরি সদস্যদের ছাড়া অনেক সিনিয়র নেতাদের দেখা মিলেনি। বাকি ওয়ার্ডতে ওই সব নেতাদের দেখা যাবে, না কি এমন বার্তা পাওয়া যায়নি। অপরদিকে ওয়ার্ডভিত্তিক নেতাদের যার যার ওয়ার্ডের থাকা ও দায়িত্ব দিয়েছেন সভাপতি ও সাধারণ সম্পাদক। এখনো সম্মেলন দেখা যায়নি, মহানগরের সিনিয়র সহ-সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জি এম আরাফাত, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম, কৃষি বিষয়ক সম্পাদক কবির হোসাইন, শিক্ষা ও প্রাথমিক বিষয়ক সম্পাদক মাহবুব চঞ্চল অনেক পদবী ও কার্যকরি সদস্যদের। সম্মেলনগুলোতে সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, পত্র পত্রিকা লেখালেখি ভ্রান্ত ভ্রান্ত প্রমাণিত হয়েছে। আজ মহানগর আওয়ামীলীগ ঐক্যবদ্ধ। ওয়ার্ড সম্মেলনগুলো নেতাকর্মীদের ঐক্য বৃদ্ধি হয়েছে। এখানে আনোয়ার হোসেন ও খোকন সাহা উপর আপনারা আস্থা রেখেছেন। ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীরাও তাদের অগ্রঅধিকার দেয়া হবে। আনোয়ার হোসেন ও খোকন সাহা ওয়ার্ডে সম্মেলনগুলোতে প্রভাবশালী নেতা এমপি শামীম ওসমান ও প্রভাবশালী নেত্রী মেয়র সেলিনা হায়াৎ আইভীকে এক মঞ্চে আনতে পারেনি। এমনকি অনেক সিনিয়র নেতাদের কেও তিনি সম্মেলনে উপস্থিত রাখতে পারেনি। প্রতিটি সম্মেলনে মাত্র ৩/৪ জন বক্তব্যে মাধ্যমে সমাপনী টেনেছেন। প্রভাবশালী কোন নেতা-নেত্রী বা কেন্দ্রীয় কোন নেতাদের সম্মেলনে প্রধান অতিথি হয়ে আনেনি। বরং আনোয়ার হোসেন সভাগুলোতে বলেছেন, আমার রাজনীতি জীবনে নেতা সৃস্টি করেছি। তারা এখন এমপি মেয়র ও বড় বড় পদে রয়েছে। তার এমন বক্তব্যে মহানগরের একাধিক নেতা বলেছেন, ৫০ বছর রাজনীতি জীবনে তিনি নেতাকর্মী সৃষ্টি করতে পারলেও ধরে রাখতে পারেনি। বর্তমানে তার পাশে যারা রয়েছেন, তারা আগামী দিনে কমিটির জন্য রয়েছে। ওই নেতাদের কর্মী রয়েছে কিনা সন্দেহে রয়েছে। বরং তার চেয়ে মহানগরের নেতাকর্মীদের মধ্যে প্রভাব রয়েছে খোকন সাহা। তিনি নেতাকর্মীদের পছন্দ ভালোবাসেন। তাকে ইতিমধ্যে কর্মীবান্ধব নেতা হিসেবে ঘোষণা দিয়েছেন তৃণমূল। পূর্বে দলীয় সভা মিছিলে দেখা গেছে আনোয়ার হোসেনের চেয়ে খোকন সাহার লোকজন ছিলো সবচেয়ে বেশি। মহানগরের সেক্রেটারী সাথে দূরত্ব সৃষ্টি নিয়েও বিভিন্ন সভায় বক্তব্যে রেখেছিলেন আনোয়ার হোসেন। মহানগরের ওয়ার্ড সম্মেলন ঘিরে বর্তমানে আনোয়ার হোসেন ও খোকন সাহা যে সম্পর্ক রয়েছে সেটা আগামী দিনে সন্দেহ রয়েছে। মহানগরে ঐক্য নিয়ে সকলের মধ্যে বিরোধ রয়েছে। নেতাদের এমন কর্মকান্ডে কর্মীদের টানা হেচড়া সৃষ্টি হয়েছে। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ মহানগরের ১১ ও ১২নং ওয়ার্ড সম্মেলন হয় বার একাডেমীর স্কুল প্রাঙ্গণে। সেখানে উদ্বোধক ও প্রধান অতিথি আনোয়ার হোসেন। প্রধান বক্তা খোকন সাহা ও সভার সভাপতিত্ব করেন ১২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি প্রবীণ নেতা জয়নাল আবেদীন। ১২নং ওয়ার্ড এক সময় বাসিন্দা ছিলেন এমপি শামীম ওসমান, নির্বাচনে ভোটও দিয়ে ছিলেন। তাকে না পেয়ে অনেকে হতাশা প্রকাশ করেছে। অপরদিকে আজ শনিবার আলোচিত ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সম্মেলন হতে যাচ্ছে শেখ রাসেল পার্কে। সেখানে উদ্বোধক থাকবেন আনোয়ার হোসেন, প্রধান অতিথি থাকবেন মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, প্রধান বক্তা খোকন সাহা। সভার সভাপতিত্ব করবেন ১৬নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ও প্রবীণ নেতা মনোয়ার হোসেন মনা। মেয়র আইভী থাকলেও এমপি শামীম ওসমানকে সম্মেলনেও আনতে পারেনি আনোয়ার হোসেন। সিদ্ধিরগঞ্জ ১০টি ওয়ার্ডে শামীম ওসমানকে কাছে পাবেন এমন আশা করেছেন মহানগরের নেতারা। এতে করে হতাশ তৃনমূল নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা