আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৫১

আমাদের আশ্রয়ে বঙ্গবন্ধুর খুনিরা ঘুরে বেড়ায়:আনোয়ার

ডান্ডিবার্তা | ০৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:০৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেন, বসন্ত আসলে কোকিল যেমন অন্যের বাসায় ডিম পেরে কুহু কুহু করে চলে যায়। তেমনি সম্মেলন আসলে আওয়ামী লীগে অনেক বসন্তের কোকিল দেখা যায়। ডিম পেরে কুহু কুহু করে চলে যায়। এসকল বসন্তের কোকিলরা থাকে না। বিভিন্ন বক্তব্য দিয়ে তাঁরা আবার চলে যায়। এসকল বসন্তের কোকিল আসলে গেলে আমাদের কিছু আসে যায় না। গতকাল শুক্রবার বিকেলে নারায়ণগঞ্জ মহানগরের ১১ ও ১২নং ওয়ার্ড সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের খানপুর এলাকার বার একাডের্মী স্কুলে এই সম্মেলনের আয়োজন করা হয়। আনোয়ার হোসেন বলেন, নারায়ণগঞ্জকে বলা হয় আওয়ামী লীগের জন্ম। কিন্তু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর নির্দেশ দেয়ার মতো কেউ ছিল না। আমরা সেদিন প্রতিবাদ মিছিল করে নারায়ণগঞ্জকে কলঙ্কমুক্ত করেছিলাম। সেই মিছিল করার জন্য আমাদের অনেক নির্যাতন নিপীড়নের শিকার হতে হয়েছে। অনেকদিন জেল খাটতে হয়েছে। ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড়। তিনি আরও বলেন, আনোয়ার হোসেনের স্লোগান দিয়ে আওয়ামী লীগ করা যাবে না, খোকন সাহার স্লোগান দিয়ে আওয়ামী লীগ করা যাবে না। সঠিক নেতৃত্ব সৃষ্টি করতে হলে বঙ্গবন্ধুর স্লোগান, শেখ হাসিনার স্লোগান ছাড়া বিকল্প কিছু নেই। শেখ হাসিনার বাংলাদেশ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ১৯৭৫ সালে বঙ্গবন্ধু মারা যাওয়ার পর অনেকেই বলেছিলেন আওয়ামী লীগ ভেঙ্গে যাবে। আওয়ামী লীগ ভেঙ্গে দেওয়ার জন্য অনেক ষড়যন্ত্র করা হয়েছিল। আওয়ামী লীগ কিন্তু টিকে রয়েছে। আনোয়ার খোকন সাহা চলে গেলে দল চলবে। কারণ আওয়ামী লীগ কর্মীদের সংগঠন। আওয়ামী লীগ জনগণের দল। জনগণের দল বলেই আওয়ামী লীগে ঠিকে রয়েছে। আওয়ামী লীগ আজ সংগঠিত। আনোয়ার হোসেন বলেন, আমরা আওয়ামী লীগকে রক্ষা করতে পারছি না। এটা আমাদের ব্যর্থতা। কারণ আওয়ামী লীগের কর্মীরা নিস্ক্রিয়। স্বাধীনতা বিরোধী চক্র আওয়ামী লীগে ঢুকে গেছে। আমরাই তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছি। যার কারণে আজকে আওয়ামী লীগ নির্জীব হয়ে গেছে। আমরা ভুল করলে আপনারা ভুল করবেন না। আপোস করে রাজনীতি করা যায় না। বঙ্গবন্ধু কোনোদিন আপোস করে রাজনীতি করেন নাই। অন্যায়ের সাথে আপোস করেন নাই। আমরা আপোস করতে শিখি নাই। যারা নেতৃত্বে আসতে চান অন্যায়ের সাথে আপোস করবেন না। ১২নং ওয়ার্ডে বঙ্গবন্ধুর খুনির পরিবার এই জায়গায় রয়েছে। আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দেই। কেউ তাদের বিরুদ্ধে কথা বলতে চান না। ঐতিহাসিক খানপুর এলাকা এই এলাকায় আওয়ামী লীগের অনেক আন্দোলন সংগ্রাম হয়েছে। কিন্তু একজন খুনি আশ্রয় প্রশ্রয় পেয়ে বুক ফুলিয়ে বীরদর্পে ঘুরে বেড়াচ্ছে। তাদের বিরুদ্ধে কোনো কাউন্সিলর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন না। আমাদের কারণেই পারেন না। আমারা আশ্রয় প্রশ্রয় দেই আমাদের সাহসেই এগুলো হয়। সদর-বন্দর আসনের নৌকার দাবি জানিয়ে আনোয়ার বলেন, নৌকাকে ভুলে যাচ্ছি আমরা। যে নারায়ণগঞ্জে আওয়ামী লীগের জন্ম নৌকা মার্কায় ভোট দিতে পারছি না। আমাদের সংগঠন দুর্বল হয়ে যাচ্ছে। লাঙ্গলের যাতায় আমরা পৃষ্ট হয়ে যাচ্ছি। আমরা লাঙ্গলকে আর চাই না। নারায়ণগঞ্জ আওয়ামী লীগের ঘাঁটি, শেখ হাসিনার ঘাঁটি। আমরা চাই সদর-বন্দর আসনে নৌকা মার্ক দেয়া হোক। যাকেই দেয়া হয় আমরা তাকেই মেনে নিবো। সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে আগামী দিনে নৌকা মার্কা যাকে দিবে তাকে আমরা বিজয়ী করবো। ১২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি জয়নাল আবেদীন টুলুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোকন সাহা। এসময় উপস্থিত উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, জিএম আরমান, শাহ নিজাম ও সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মাহমুদা মালা ও শহর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা