আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৫৪

বিদ্যুতের মুল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিলের দাবিতে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চার বিক্ষোভ

ডান্ডিবার্তা | ০৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:১৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট অন্যায়ভাবে আবারো বিদ্যুতের মুল্যবৃদ্ধির গণবিরোধী সিদ্ধান্ত বাতিল, মূল্যবৃদ্ধির জুলুম বন্ধ করার দাবি করেছে ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র নেতৃবৃন্দ। গতকাল শুক্রবার বিকাল সাড়ে ৩টায় জাতীয় জাদুঘর এর সামনে অনুষ্ঠিত সমাবেশ ও মিছিল থেকে নেতৃবৃন্দ এই দাবি করেন। ফ্যাসিবাদবিরোধী বাম মোর্চা’র সমন্বয়ক নয়াগণতান্ত্রিক গণমোর্চার সভাপতি জাফর হোসেন এর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সমন্বয়ক শুভ্রাংশু চক্রবর্তী, গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর কেন্দ্রীয় নেতা মহিনউদ্দিন চৌধুরী লিটন, বাংলাদেশের সমাজতান্ত্রিক মজদুর পার্টির সভাপতি শহিদুল ইসলাম, জাতীয় গণতান্ত্রিক গণমঞ্চের কেন্দ্রীয় নেতা শান্তুনু সুমন প্রমূখ। নেতৃবৃন্দ বলেন, দেশি বিদেশি মুনাফাখোর লুটপাটকারীদের স্বার্থে নির্বাহী আদেশে  খুচরা পর্যায়ে বিদ্যুতে দাম ১২ বারের মতো বৃদ্ধির ফলে জনজীবনে আরেক দাফায় ব্যয় বৃদ্ধির বোঝা ঘাড়ে তুলে দিয়েছে হাসিনার অবৈধ সরকার। যা ফলে জনগণের জীবনযাত্রার ব্যয় বহুগুন বেড়ে গেছে, জনগণের জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। নেতৃবৃন্দ বলেন, আওয়ামীলীগ সরকার বেসরকারী ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র গুলো বসিয়ে রেখে ক্যাপাসিটি চার্জ বাবদ হাজার হাজার কোটি টাকা গচ্চা দিচ্ছে। সরকারের দুর্নীতি ও ভুলনীতির সেই দায় জনগণের কাঁধে চাপাতেই সরকার দফায় দফায় দাম বৃদ্ধি করে চলছে। নেতৃবৃন্দ বলেন, সরকারের এই দুর্নীতি ও ভুল নীতির দায় জনগণ বহন করবে না। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে কৃষি উৎপাদন খরচ, নিত্যপণ্যসহ সকল জিনিসের দামও আরেক দফা ইতোমধ্যে বেড়ে গেছে। নেতৃবৃন্দ, অবিলম্বে বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার, ভাড়াভিত্তিক বিদ্যুতকেন্দ্র বন্ধ, জ্বালানিখাতে দায়মুক্তি আইন বাতিল, দুর্নীতি-ভুলনীতি পরিহার এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রনে রাখার জন্য আওয়ামী ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার বিকল্প নেই বলে উল্লেখ্য করেন। নেতৃবৃন্দ, আওয়ামী ফ্যাসীবাদী সরকারের বিরুদ্ধে দেশীবাসীকে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা