আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:৩৯

নেতৃত্ব শূন্যতায় জেলা যুবদল

ডান্ডিবার্তা | ০৪ ফেব্রুয়ারি, ২০২৩ | ১১:২০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ খুড়িয়ে খুড়িয়ে চলছে জেলা যুবদল। জেলা যুবদলের ৩ সদস্য বিশিষ্ট কমিটিতে সদস্য সচিব মশিউর রহমান রনি নারায়ণগঞ্জ জেলা যুবদলে সক্রিয় রয়েছে। যার কারণে মশিউর রহমান রনি ও পদপ্রত্যাশী নেতারা জেলা যুবদলের চালিকা শক্তিতে সমন্বত রাখতে কাজ করে যাচ্ছে। কারণ আহবায়ক গোলাম ফারুক খোকন দীর্ঘদিন আগেই নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে পর্দাপন করেছে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক ভিপি কবির হোসেন প্রায় সময় দেশান্তর হয়ে থাকেন। তবে গোলাম ফারুক খোকনকে জেলা বিএনপিতে সদস্য সচিব পদে আদিষ্ঠ হওয়ায় জেলা যুবদলের আহবায়কের শূন্যস্থান পূরণে রদবদলের হাওয়া বইতে থাকে। তবে বিএনপির ১০ ডিসেম্বরের কর্মসূচীর আগে কেন্দ্রীয় সভাপতি এবং জেলার সদস্য সচিব গ্রেপ্তার হওয়ায় রদবদলের হাওয়া থমকে যায়। ইতিমধ্যেই কেন্দ্রীয় সভাপতি এবং জেলার সদস্য সচিব কারামুক্ত হওয়ায় যুবদলকে নবরূপে সাজানোর সম্ভাবনা রয়েছে। তবে কবে নাগাদ জেলা যুবদলের নেতৃত্ব ফিরবে এ নিয়ে কোন রকম বার্তা নেই কেন্দ্র থেকে। এতে করে জেলা যুবদলের পদ প্রত্যাশী নেতারাও অনেকটা হতাশাগ্রাস্ত এবং অস্বস্তিতে রয়েছে। সূত্র বলছে, ২০২২ সালের ১৭ মার্চ নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠিত হয়। কমিটিতে গোলাম ফারুক খোকনকে আহবায়ক এবং মশিউর রহমান রনিকে সদস্য সচিব ও ভিপি কবিরকে সিনিয়র যুগ্ম আহবায়ক করে ৩ সদস্য বিশিষ্ট নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি গঠিত হয়। তবে কমিটি গঠিত হওয়ার পর থেকেই সিনিয়র যুগ্ম আহবায়ক কমিটিতে ছিল নিশক্রিয়। পাশাপাশি জেলা যুবদলের ব্যানারে আলাদাভাবে দলীয় কর্মসূচীগুলো অংশগ্রহণ করত। এছাড়া দলের মোক্ষম সময়ে দেশান্তর হয়ে থাকতেন। কিন্তু নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গেলাম ফারুক খোকন এবং সদস্য সচিব মশিউর রহমান জেলা যুবদলের রাজনীতিকে রাঙিয়ে রাখত। এছাড়া নারায়ণগঞ্জ জেলা বিএনপিতে শক্তি যোগাতে মূল চালিকা শক্তি হিসেবে ভূমিকা রাখত। তবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের আহবায়ক গেলাম ফারুক খোকন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব নির্বাচিত হওয়ার পর জেলা যুবদলের আহবায়ক পদটি অনেক শূন্যের কোঠায় চলে যায়। তখন নারায়ণগঞ্জ যুবদলের রাজনীতিতে একটি সূর উঠে রদবদল হচ্ছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি। তবে বিএনপির ১০ ডিসেম্বর কর্মসূচীর আগে যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু এবং নারায়ণগঞ্জ জেলার সদস্য সচিব মশিউর রহমান রনি গ্রেপ্তার হয়ে দীর্ঘদিন কারাভোগ করেন। তবে দীর্ঘদিন কারাবরণ করে কারামুক্ত হওয়ার পর নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটি থেকে একাই সামলাচ্ছে সদস্য সচিব মশিউর রহমান রনি। কারণ সিনিয়র যুগ্ম আহবায়ক দেশান্তর হয়ে আছে। তবে বর্তমান সময়ে মূল চালিকা শক্তি হিসেবে কাজ করছে জেলা যুবদলের পদ প্রত্যাশী ও জেলা যুবদলের সাবেক নেতারা। তবে জেলা যুবদলের রাজনীতিকে জাগ্রত রাখতে আগ্রণী ভূমিকা রেখে যাচ্ছে জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক সোনারগাঁ থানা যুবদলের আহবায়ক শহিদুর রহমান স্বপন। বিএনপির বিভিন্ন আন্দোলন সংগ্রামে জেলা বিএনপির ব্যানারে বিশাল আকারে নেতাকর্মীদের নিয়ে সক্রিয় ভূমিকা রেখে যাচ্ছে। কারণ জেলা যুবদলের সদস্য সচিব গ্রেপ্তার থাকা অবস্থায় ৩সদস্য বিশিষ্ট কেউই জেলা যুবদলের ব্যানারে দলীয় কর্মসূচীতে না থাকলেও শহিদুর রহমান স্বপনের নেতৃত্বে জেলা যুবদলের ব্যানারে দলীয় কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এছাড়া কেন্দ্রীয় যুবদলের সদস্য সাদেকুর রহমান সাদেকও নারায়ণগঞ্জ জেলা যুবদলের রাজনীতিকে শক্তিশালী ভূমিকায় রাখতে অভিরাম কাজ করে যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন মিটিং মিছিলে নেতাকর্মীদের নিয়ে অংশগ্রহণ করার মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা যুবদলের মানকে সমন্বত রাখতে সহযোগীতা করে যাচ্ছেন। তবে জেলা যুবদলের কমিটি রদবদল বা নবরূপে সাজানো হলে তাদেরকে শীর্ষ পদে দেখা যেতে পারে। এছাড়া জেলা যুবদলের যুগ্ম সম্পাদক রফিকুল ইসলাম ভূইয়া ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজিব নারায়ণগঞ্জ জেলা যুবদলের শীর্ষ পদ প্রত্যাশা করছে। তবে দীর্ঘদিন যুবদলের কমিটির কার্যক্রম থমকে থাকলেও যুবদলের কেন্দ্রীয় সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুর মুক্তি পর আবারও কমিটি গঠনের কার্যক্রম সচল হওয়ার সম্ভবনা রয়েছে। তবে কবে নাগাদ নারায়ণগঞ্জ জেলা যুবদলের শূন্যস্থান পূরণ করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের কমিটিকে আবার ঢেলে সাজানো হবে এ নিয়ে রয়েছে সংশয়। কারণ এখন পর্যন্ত কেন্দ্র থেকে নির্দিষ্ট কোন বার্তা পাচ্ছে না জেলা যুবদলের নেতারা। এতে করে নারায়ণগঞ্জ জেলা যুবদলের পদ প্রত্যাশী এবং নেতৃত্বে থাকা নেতারা অস্বতিতে রয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা