
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, জীবনে শেষ সুযোগ টি দিয়ে আপনাদের সেবা করতে পারি। সবার উপরে মনুস্বত্ব তাহার উপরে নাই। আমাদের অর্থনৈতিক অবস্থা এখণ ভালো নেই। আমি চেষ্টা করবো এখানে একটা মন্দির করে দিতে। আরো কিছু কাজ আছে এখানে যে ছোট একটা অফিস রুম করে দিয়েছি। আন্যান্য যা কাজগুলো প্রয়োজন আমি তা করে দিব। এখানে যে বসে আছে মোজাম্মেল ভাই উনি জায়গা নিয়ে সমস্যা ছিল স্কুলের দখলে ছিল উনি স্কুল কমিটির সাথে বলে আমাদের জায়গা টা দিয়েছে অস্যংখ্য ধন্যবাদ। আউয়াল সাউদ দক্ষিন লক্ষনখোলা কবরস্থান এর জন্য ২০শতাংশ জায়গা গতকাল শুক্রবার সিটি কর্পোরেশনে দানের দলিল মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভীর হাতে তুলে দেন। আপনার জানেন আমাদের মসজিদ কবরস্থান শশ্মান খিস্ট্রানদের কবর, মেনন একসাথে ৪টা পাশাপাশি রয়েছে। শুধু বৌদ্ধদের বাকি রয়েছে, তারা জায়গা চেয়েছে আমরা প্রস্তুত করছি। ৪টি ধর্মের একই সাথে শ্মশান, কবরস্থান। আমরা বৌদ্ধদের জন্য একটা ট্যাম্পল করে দিব দাহ করার জন্য ব্যবস্থা করে দিব। আমি যে কাজগুলো হাতে নিয়েছি সঠিক ভাবে সুন্দরভাবে করতে পারি। সিদ্ধিরগঞ্জে ৫নং ওয়ার্ডে একটি শ্মশান রয়েছে সেখানে কাজ টাজ ঐভাবে করা হয় না গতকালকে ট্রেন্ডার দেওয়ার ব্যবস্থা করে দিয়েছি। আমরা দূর্গা পূজার সময় ছোট খাটো অনুদান দেই। আমরা মাস ২-৩ এর মধ্যে ট্রেন্ডারের ব্যবস্থায় যেতে পারবো। আগইে বলেছি আমার একটু অর্থনেতিক অবস্থাটা ভালো যাচ্ছে না। এজন্য একটু সময় লাগবে। এবং আমরা সিদ্ধিরগঞ্জের শ্মশানই না ঐখানে আবারা আমাদের ৫নং ওয়ার্ডেই নদীর পাড় ঐসাইডে মনে হয় আবার আমাদের পার্ক আছে আরেকটা কবরস্থান আছে। আমরা কিন্তু সবগুলো ওয়ার্ডেই কবরস্থান, শ্মশান এবং মসজিদ আছে আমরা সে জায়গায় কাজ করতেছি আপনারা জানেন হয়তো ইতিমধ্যে আমি প্রায় ৭টি মসজিদ করেছি। যে সিটি কর্পোরেশন এর অর্থায়নে প্রায় ৭টা মসজিদ করেছি। মন্দির করেছি শ্মশান এর ভিতরে বিভিন্ন জায়গায়। আমাদের বন্দরে যে শ্মশান আছে সেখানে ও কিন্তু শ্মশান এর সম্পূর্ণ কাজ করে দিয়েছি মন্দির ও করে দিয়েছি। আমার কথা হল যে আমাকে যে পদে আপনারা বসিয়েছেন সেখানে থেকে আমি সকল ধর্মের জন্য কাজ করবো। কে কি বললো আমার যায় আসে না। কারন আমার এত ইমাম দূর্বল না যে আমি কারো কথা শুনে যে আমি হিন্দু হয়ে গেলাম, আমি ঐ হয়ে গেলাম আমি সেই হয়ে গেলাম, আমার নির্বাচনের আগে আপনারা দেখেছেন কম্পিউটারে এডিট করে পোস্টার করে এখানে সিদুর দিয়ে আমার ছবি ছাপিয়েছে। এই যে গেসে গেসে গেসে যাত গেসে যাত যাওয়া এতো সোজা কথা না। আমার পরিচয়ে আমি মানুষ আমি আলী আহাম্মদ চুনকার সন্তান যে আমাকে শিখিয়েছে যে সবচেয়ে বড় ধর্ম সেটা হচ্ছে মানুষের ধর্ম। সুতারং আমার এতো সহজেই আমার ইমান ও জাইবো না আমার যাত ও জাইবো না আমি আইভী আমি আলী আহাম্মদ চুনকার মেয়ে আমি মানুষ আমার প্রচন্ড ইমানের জোর আমি আল্লাহ আল্লাহ রসূল কে এমন ভাবে বিশ^াস করি যে আমার বিশ^াসের মাত্রা কোন জায়গায়। এবং যেহেতু আমি খাটি সত্য টা জানি, আল্লাহ আমাদের নবী করিম (সা.) হযরত মুহাম্মদ(সা.) বলেছেন, তুমি শুধু মানুষ কে ভালোবাসো। উনি কিন্তু বলে নাই কোন ধর্মের, উনি বলেছে শুধু মানুষ কে ভালোবাসো। হযরত মুহাম্মদ(সা.) বলেছেন উনি সকল ধর্মের নেতা। শুধু মানুষের না, গাছ, পশু, পাখি, পৃথিবীতে যত কিছু আছে সকল কিছুর নেতা হলেন আমাদের নবী করিম (সা.)। উনার প্রতি আমান ইমান এবং আল্লার প্রতি এতই মজবুত যে আমার সব ধর্মেরকাছে একাকার হয়ে যাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্য দোয়া এবং আর্শিবাদ করতে ভুলবেন না কারন উনি বাংলাদেশকে যেভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যেভাবে উন্নয়ন করছে আপানা বিগত সময়গুলোতে দেখেন সেভাবে হয়েছে কি না সুতরাং তার নেতৃত্বে কে গতিশীল রাখার জন্য, আমাদের এ মা ও মাটিকে আরো উপরে নিয়ে যাওয়ার জন্য আমাদের জাতীয় পতাকাকে সমন্বত রাখার জন্য আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে এবং এই মাটি এই ভূমি আমাদের সকলের হিন্দু-মুসলমান সকলের মুক্তিযোদ্ধা এই লক্ষী চক্রবর্তী জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধা করেছে। এরকম আনেক মুক্তিযোদ্ধা আছে সবাইকে আমি বলবো আমাদের এই দেশ কে ভালোবাসতে হবে এই দেশের মাটি কে ভালোবাসতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা জন্য দোয়া করতে হবে। যাতে আগামী নির্বাচনে ও উনি পাশ করে আসতে পারে। এবং তাহলে আমাদের উন্নয়নের ধারা অব্যহতি থাকবে। আপনারা দেখেছেন বাংলাদেশের ৬৪টি জেলায় এমন কোন জেলা নাই যেখানে কাজ কর্ম হচ্ছে না সব জায়গায় আনেক বড় বড় প্রজেক্ট হচ্ছে। আশা করি আমাদের নারায়ণগঞ্জে গতকাল কেই নারায়ণগঞ্জের রূপগঞ্জের পিতল গঞ্জে ৫২হাজার কোটি টাকার কাজ উদ্ধোধন হয়েছে। সেটা পাতাল রেল মাটির নীচ দিয়ে চলবে। নারায়ণগঞ্জের এত বড় প্রজেক্ট পদ্মাসেতুর প্রজেক্টের কিন্তু ছিলো ৩১হাজার কোটি টাকা আর এটা হলো ৫২হাজার কোটি টাকা। সবচেয়ে বড় প্রজেক্ট নারায়ণগঞ্জ দিয়ে শুরু করছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নারায়ণগঞ্জ আরো সুন্দর হবে আরো উন্নত হবে, আশা করি আপনারা আমাকে সে সহযোগিতাটা করবেন। আমার ভুল ত্রুটি হলে আমাকে বলবেন। সকলধর্মের প্রতি অনুরোধ রইলো যখনই নিজেরা হাত তুলবেন তখন আমার জন্য একটু দোয়া করেবন আমি অপনাদের হয়ে কাজ করতে পারি। গতকাল শুক্রবার বিকালে ১নং ঢাকেশ^রী মহাশ্মশানে পুণঃ প্রতিষ্ঠা ও উদ্ধোধন করেন। প্রধান অতিথি সিটি কর্পোরেশনের মেয়র ডা.সেলিনা হায়াৎ আইভী, প্রধান বক্তা শ্রীমৎ স্বামী একনাথানন্দজী মহারাজ, অধ্যক্ষ রামকৃষ্ণ মঠ ও মিশন নারায়ণগঞ্জ, সভাপতিত্ব করেন গৌতম কিশোর ঘোষ, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংষ্কৃতিক জোটের সভাপতি ভবানীশংঙ্কর রায়, ২৫নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ এনায়েত হোসেন, ২৫,২৬, ২৭নং ওয়ার্ডে মহিল কাউন্সিলর সানিয়া সাউদ, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি নূরুল ইসলাম চৌধুরী, ২৬নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ সামছুজ্জোহা, ঢাকেশ^রী মিলস্ স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হক, ঢাকেশ^রী দেব মন্দিরের যুগ্ন সাধারন সম্পাদক শ্যামল চন্দ্র বিশ^াস সহ অন্যান্য নেতৃবৃন্দ। ১নং ঢাকেশ^রী শ্মশান কমিটির আয়োজনে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯