
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে বিএনপির রাজনীতিতে গত কয়েক বছর ধরে একচ্ছত্র আধিপত্য বিস্তারকারী একাধিক নেতা যারা নিজেদের ‘কথিত গডফাদার’ হিসেবে জাহির করেছেন তাদের কর্তৃত্বের অবসান ঘটতে যাচ্ছে। সম্প্রতি বিএনপি ও ছাত্রদলের দুই কমিটির পর উলট পালট এখানকার রাজনীতি। বদলে যাচ্ছে ক্রমশ দৃশ্যপট। নতুন দিগন্তের পথে স্থানীয় বিএনপির রাজনীতি। সংশ্লিষ্টরা বলছেন, এ দুটি কমিটির মাধ্যমে বিএনপি রাহুমুক্ত হলো। গত ২৬ জানুয়ারী মহানগর ছাত্রদলের ৬ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। রাকিবুর রহমান সাগরকে সভাপতি ও রাহিদ ইসতিয়াক সিকদারকে সাধারণ সম্পাদকের দায়িত্ব দেয়া হয়েছে। সাগর সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের আহবায়ক এবং রাহিদ বন্দর থানা ছাত্রদলের আহবায়কের দায়িত্ব পালন করছিলেন। খোঁজ নিয়ে জানা গেছে, এ দুই নেতার পেছনে পরিশ্রম ছিল মহানগরের সাবেক সভাপতি ও মহানগর যুবদলের যুগ্ম আহবায়ক শাহেদ আহমেদের। পরিশ্রমী ও ত্যাগী শাহেদের নেতৃত্বে বিগত দিনে সাগর ও রাহিদ রাজনীতি করে আসছিল। দলের প্রয়োজনে রাজপথে ছিলেন সরব। এ দুই নেতা তাই কমিটি পেয়েই সবার আগে শাহেদের কাছে ছুটে যান। বড় ভাই ও নেতা হিসেবেও শাহেদ তাদের আগলে রাখেন ও দিক নির্দেশনা দেন। তবে মহানগরের সভাপতি হিসেবে পাপনকে চেয়েছিলেন মহানগর যুবদলের সদস্য সচিব মনিরুল ইসলাম সজল। তিনি তার রাজনৈতিক ‘বস’ খ্যাত বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদকে দিয়ে যে কোন মূল্যে পাপনকে সভাপতি করতে চেয়েছিলেন। ছাত্রদল রাজনৈতিক অঙ্গনে এও চাউর আছে এ কমিটি বাগাতে কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদককে মোটা অংকের টাকা দিয়েছেন বলেও প্রপাগান্ডা ছড়ানো হয়েছে। এদিকে চমক এসেছে জেলা ছাত্রদলেও। সভাপতি হয়েছেন রূপগঞ্জের নাহিদ হাসান ভূইয়া। তিনি সরাসরি বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর অনুগামী। তার পুরো পরিবার বিএনপির রাজনীতিতে সম্পৃক্ত। এক ছাই রাকিব ছিলেন ছাত্র রাজনীতিতে। অপরজন যুবদল সভাপতি দেলোয়ার হোসেন মারা গেছেন। সাধারণ সম্পাদক আড়াইহাজার ছাত্রদলের আহবায়ক জুবায়ের জিকু হলেন সেখানকার বিএনপি নেতা মাহমুদুর রহমান সুমনের অনুগামী। এছাড়া কমিটিতে আছেন সহ সভাপতি সাগর সিদ্দিকী, আতা ই রাব্বি, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. জাকারিয়া ভূঁইয়া, যুগ্ম সম্পাদক আমিনুল ইসলাম, আবু তাহের রিফাত ও সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান দোলন। এদের অনেকেই জেলা ছাত্রদলের সাবেক সভাপতি মশিউর রহমান রনির অনুগামী। জেলা ছাত্রদলের কমিটি নিয়েও নজরুল ইসলাম আজাদ ও সোনারগাঁয়ের মান্নান জোরালো চেষ্টা করেছিল। কিন্তু তাদের কেউ কমিটিতে নিজেদের লোক বাগাতে পারেনি।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯