
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, শেখ হাসিনা আমাকে অত্যন্ত স্নেহ করেন। তিনি যখন বাংলাদেশে আসেন আনোয়ার হোসেনকে একনামে তিনি চিনতেন। পঁচাত্তরের পর নারায়ণগঞ্জ থেকে মিছিল নিয়ে যেতাম। নেত্রী বলতেন আনোয়ার মিছিল নিয়ে না আসলে আমাদের প্রোগ্রাম শুরু হত না। তিনি আমাকে হলুদ পাখি বলে ডাকতেন। গতকাল শনিবার বিকেলে নারায়ণগঞ্জের দেওভোগে শেখ রাসেল পার্কে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনে সভাপতির বক্তব্যে একথা বলেন তিনি। তিনি বলেন, বার বার ব্যর্থ হওয়ার পরে আমি সোজা হয়ে দাঁড়িয়েছি। বারবার আঘাত পেয়েছি তারপরেও উঠে দাঁড়িয়েছি। আমি বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার লড়াইয়ে অবতীর্ণ হয়েছি। বঙ্গবন্ধুকে এভাবে হত্যা করা হতে পারে আমি কল্পনাও করতে পারিনি। আমার বঙ্গবন্ধুর সান্নিধ্যে আসার সুযোগ হয়েছিল। তিনি বলেছিলেন, রাজনীতি মানুষের কল্যানের জন্য, মানুষকে ভালবাসার জন্য রাজনীতি। আজ নারায়ণগঞ্জের মানুষ আমাকে ভাল জানে। তারা বলে তিনি একজন সৎ আওয়ামী লীগ নেতা। অনেকে বলে আনোয়ার ভাই এত বছর রাজনীতি করলেন একটি গাড়িও কিনতে পারলেন না। আমার তখন গর্বে বুক ভরে যায়। নারায়ণগঞ্জ জেলা পরিষদ যে একটি সেবামূলক প্রতিষ্ঠান আমি সেটা প্রমান করেছি। আমি বিশ্বাস করি যদি মানুষকে খুশি করতে পারি তাহলে আল্লাহকে খুশি করা যাবে। এজন্যই রাজনীতি করছি। আমার হাতে অনেক কর্মী সৃষ্টি হয়েছে। অনেক এমপি আমাকে রাজনৈতিক গুরু বলে। আমি মানুষের খেদমত করতে চাই। অনেকে বলে আপনি এমপি মন্ত্রী হতে পারলেন না। আমি বলি আল্লাহ দেয়ার মালিক। তার ইচ্ছায় জননেত্রী শেখ হাসিনা পাঁচ বছর আমাকে সুযোগ দিয়েছিলেন। তিনি বলেছিলেন জনগণের পাশে থাকো তাদের খেদমত করো। জনপ্রতিনিধরা জনগণের সেবক এটা আমি প্রমান করতে পেরেছি। সম্মেলনে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা। এদিকে, ১৬ নং ওয়ার্ডে সভাপতি প্রার্থী আহ্বান করা হলে ৫জন আগ্রহ প্রকাশ করেন এবং সাধারণ সম্পাদক পদে ৩ জন। পরবর্তীতে মহানগর আওয়ামী লীগের সিনিয়র নেতৃবৃন্দরা তাদের সাথে আলোচনা করে পরবর্তীতে সভাপতি-সাধারণ সম্পাদক ঘোষনা করা হবে বলে জানানো হয়। ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. মনোয়ার হোসেনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি রবিউল হোসেন, হান্নান আহমেদ দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম আরমান, জি.এম আরাফাত, সাংঠনিক সম্পাদক মাহমুদা মালা, মহানগর আওয়ামী লীগের সদস্য নাজমুল আলম সজল, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাফায়েত আলম সানি, ১৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, মহানগর সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন প্রমুখ।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯