
রূপগঞ্জ প্রতিনিধি ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার ‘পৌরসভা সম্মেলন ২০২৩’ আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় কাঞ্চন দক্ষিণ বাজার অটোস্ট্যান্ড সংলগ্ন মাঠে ওই সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সভাপতি যোবায়ের আহমদ আনসারী এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ জেলার সাধারণ সম্পাদক মুহাম্মাদ আলী। মুহাম্মাদ আলী বলেন, শিক্ষা ব্যবস্থায় সংকট সমাধানের জন্য প্রযুক্তিনির্ভর বাস্তবসম্মত ও বাস্তবায়নযোগ্য শিক্ষানীতি প্রণয়ন করতে হবে। শিক্ষার্থীদের নৈতিকতার অবক্ষয় রোধে সকল শিক্ষার্থীর জন্য ধর্মীয় শিক্ষা বাধ্যতামূলক করতে হবে। বেকারত্বের অভিশাপ থেকে মুক্তি দিয়ে জনসম্পদ গড়তে কর্মমুখী শিক্ষার প্রসার করতে হবে। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ রূপগঞ্জ থানার সভাপতি মুহাম্মাদ সাইফুল ইসলাম। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সভাপতি ডা. মুহা. ইকবাল হোসেন। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ কাঞ্চন পৌরসভার সভাপতি মাওলানা কামরুল ইসলাম শরিয়তপুরী, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সভাপতি আব্দুল লতিফ মোল্লা, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার সহ-সভাপতি রমজান হোসেনসহ নেতৃবৃন্দ। এরপর প্রধান বক্তা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কাঞ্চন পৌরসভার ২০২৩ সেশনের নবগঠিত কমিটির নাম ঘোষণা করেন। নবগঠিত কমিটির সভাপতি মুহাম্মাদ যোবায়ের আহমদ আনসারী, সহ সভাপতি মুহাম্মাদ রমজান হোসেন ও সাধারণ সম্পাদক মুহাম্মাদ হাবিবুর রহমান।
হাবিবুর রহমান বাদল ছাত্র-জনতার আন্দোলনের ফলে শেখ হাসিনার সরকারের পতনের সাথে সাথে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা তার দোসররা কেউবা পালিয়েছে আবার কেউ আত্মগোপনে রয়েছে। বিগত পতিত সরকারের আমলে পেশাদার সাংবাদিকরা সব কিছু দেখলেও কোন কিছুই লিখতে পারতনা। আকাঁরে ইঙ্গিতে কোন কিছু লিখলেই সেইসব সাংবাদিকের উপর খর্গ নেমে […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯