
ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জে দিন দিন জনদূর্ভোগ বাড়ছে। অথচ প্রশাসন এ ব্যপারে সম্পূর্ন নিরবতা পালন করায় নগরবাসী দিন দিন ফুঁসে উঠছে। রাত ৮টার পর সোহরাওয়ার্দ্দী সড়ক থাকে পরিবহন মাফিয়াদের দখলে। সিরাজদৌল্লাহ সড়ক ও শায়েস্তাখান সড়ক ভোর থেকে মধ্যরাত পর্যন্ত হকারদের দখলে থাকায় নগরবাসী এ পথে চলাচল করতে পারে না। মীর জুমলা সড়কটি এক শ্রেনীর সন্ত্রাসীদের দখলে রেখে প্রতিদিন সাধারণ ব্যবসায়ীদের জিম্মি করে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। এই সড়কটিসহ ৪টি সড়কই হকারদের আর প্রভাবশালী মহলের দখলে। নগরীর একমাত্র বঙ্গবন্ধু সড়কটির ফুটপাতও হকারদের দখলে থাকায় পায়ে হাঁটাও দুস্কর। অথচ নগরমাতা এনিয়ে বার বার উচ্চবাচ্য করলেও প্রশাসন রহস্যজনক কারণে নিরবতা পালন করে চলেছে। অপরিকল্পিত নগর বাস্তবায়নে প্রচ্যেরডান্ডি খ্যাত নারায়ণগঞ্জ দিন দিন বসবাসের অযোগ্য হয়ে পড়ছে। বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে নারায়ণগঞ্জ এখন জনভোগান্তির নগরীতে পরিনত হয়েছে। তাই নারায়ণগঞ্জর সমস্যা নিরসনে রাজনীতিক, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আন্তরিক হলে যে কোন ধরনের জটিল সমস্যা নিরসন সময়ের ব্যাপার মাত্র। গত কয়দিন ধরে নগরীকে যানজট মুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন জেলা পুলিশ প্রশাসন। তবে যানজটের প্রধান কারণ শহরের অবৈধ পরিবহন স্ট্যান্ড উচ্ছেন পুলিশ সুপার এখনো কোন দৃশ্যমান উদ্যোগ দেখা যায়নি। তবে শহরকে যানজন মুক্ত করার লক্ষ্যে তার আইনশৃংখলা বাহিনীর চেষ্টা অনেকটা সফলতার মুখ দেখেছে। আর এ থেকে পরিস্কার হয়ে গেছে প্রশাসন, রাজনীতিক ও জনপ্রতিনিধিরা ইচ্ছে করলেই যে কোন সমস্যা দ্রুত সমাধান করতে পারে। দীর্ঘদিন ধরে যখন শহরের যানজট প্রতিনিদিনের রুটিনে পরিনত হয়েছে। যানজট নিয়ে যখন সাধারন মানুষ চরম বিরক্ত তখন এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা। যানজট নিরসে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনকে দোষারোপ করা এবং যানজট নিরসনের দায়িত্ব নাসিকের নয় দাবি করে দায়িত্ব এড়িয়ে যাওয়া নিয়ে শুরু হওয়া বাক যুুদ্ধ দীর্ঘ সময় ধরেই চলে আসছে। বিগত সময়ে মেয়র সেলিনা হায়াত আইভী যানজট নিরসনে কোন প্রকার উদ্যোগ না নিলে সাংসদ শামীম ওসমান ও সাংসদ সেলিম ওসমান বেশ কয়েকবার উদ্যোগ নিলেও স্থায়ী ভাবে কোন সমাধান হয়নি। সর্বশেষ জেলা পুলিশ প্রশাসন শহরকে যানজট মুক্ত করার উদ্যোগ নেন যা বর্তমানেও চলমান রয়েছে। এর আগে সাংসদ শামীম ওসমান রাস্তায় নেমে যানজট নিরসনে কাজ করেছিলেন সাংসদ শামমি ওসমান। সেই সময় শামীম ওসমানের চেষ্টায় নগরী যানজট মুক্ত হওয়ার পর ট্রাফিক পুলিশের দায়িত্ব নিয়েও নানা মহলে প্রশ্ন উঠেছে। জানাগেছে, যানজট, নদী দূষণ, পরিবেশ দূষণ, বিদ্যুৎ ও গ্যাসের সংকট, অপরাধ প্রবণতা ও সন্ত্রাসীদের দাপট বৃদ্ধি, রাজনীতির নামে সুবিধাবাদি নেতাদের ব্যবসা, বেহাল সড়ক, উন্নয়ণ কাজে ধীরগতি ও অনিয়ম, সরকারি দপ্তরগুলোতে সেবা নিতে আসা সাধারণ মানুষের ভোগান্তি, অপরিকল্পিত ভাবে যেখানে সেখানে বহুতল ভবন নিমার্ণ, গাড়ি পার্কিং ব্যবস্থা ছাড়া ভবন নিমার্ণ, শিশু শ্রমসহ নানা সমস্যার কারণে নারায়ণগঞ্জ বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। তাই নগরীর সমস্যাগুলো সমাধানে প্রশাসন ও জনপ্রতিনিধিদের আন্তরিক হয়ে কাজ করা প্রয়োজন। তা হলেই এ নগরী বাসযোগ্য হবে বলে মনে করছেন বিশ্লেষক মহল। নগরবাসীর মতে, নারায়ণগঞ্জের সমস্যা দিনে দিনে বেড়ই চলছে। সমস্যাগুলোকে চিহ্নিত করে তা সমাধানে মধ্যদিয়ে নারায়ণগঞ্জকে বাসযোগ্য শহরে পরিনত করার এখনি সঠিক সময়। নির্বাচন পরবর্তী সময়ে নগরবাসী দূভোর্গ কমাতে কাজ করবেন নির্বাচিত পাঁচ সাংসদ-এমন প্রত্যাশা নারায়ণগঞ্জবাসী। পাশাপাশি সমস্যা সমাধানে প্রশাসন ও সকল জনপ্রতিনিধিদের এখনি কাজ শুরু করা প্রয়োজন। নারায়ণগঞ্জে যে সমস্ত সমস্যা রয়েছে, তারমধ্যে যানজট অন্যতম। এছাড়াও বেড়েছে সন্ত্রাসীদের দাাপট। তবে অপরাধ নিয়ন্ত্রনে কঠোর অবস্থানে রয়েছেন জেলা পুলিশ প্রশাসন। অন্যদিকে সরকারি বিভিন্ন দপ্তরগুলোতে জনভোগান্তি কমাতে জেলা প্রশাসকের ব্যবস্থা নেয়া প্রয়োজন বলে মনে করছেন নারায়ণগঞ্জবাসী। এছাড়াও নারায়ণগঞ্জে দীর্ঘদিন ধরে গ্যাস সংকট, বিদ্যুতের লোডশেডিংও রয়েছে। এসব সমস্যা সমাধানে নাসিক মেয়র এবং সাংসদরা এখনি উদ্যোগী না হলে এসব সমস্যা বেড়েই যাবে। তবে রাজনৈতিক দ্বন্দ্ব কিংবা ভিন্ন মতকে পুঁজি করে নারায়নগঞ্জের সমস্যা সমাধানে কাজ না করে থেমে থাকাকে অনেকেই বোকামী বলে মনে করছেন। নগরবাসীর মতে, নারায়নগঞ্জের সমস্যা নিরসনে জনপ্রতিনিধিরা ঠুনকো অজুহাত দেখিয়ে দায়িত্ব থেকে দূরে রাখলে কিংবা নিজেকে দূরে রাখলে এর জবাব দিতেও ভুল করবে না। তবে নগররীর সমস্যা নিরসনে এগিয়ে এসে আন্তরিক হয়ে কাজ করলে নারায়ণগঞ্জ বসবাসের যোগ্য হবে বলে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯