
বন্দর প্রতিনিধি সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানকে নিয়ে বক্তব্য রাখেন মুকুল। মহানগর বিএনপির নেতা আতাউর রহমান মুকুল গত ২ ফেব্রুয়ারি লিফলেট বিতরন কালে সংক্ষিপ্ত বক্তব্যে কালে বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের জন্য যুদ্ধ করেছে, স্বাধীনতার ঘোষক। সেই ইতিহাসকে মুছে ফেলার জন্য এই অবৈধ সরকার চেষ্টা চালাচ্ছে। বঙ্গবন্ধু স্বাধীনতা যুদ্ধে তার কোন অবদান নেই। এমন বক্তব্যে আওয়ামীলীগের শীর্ষ নেতাদের মুখে কোন কথা শোনলেও অবশেষে এর তীব্র প্রতিবাদসহ তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য আওয়ামীলীগের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষন করেছেন বন্দর থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল ও ছাত্রলীগ নেতা মোঃ সোহেল মিয়া। কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের নেতা রোববার নিজ ফেইসবুক আইডিতে লাইভে গিয়ে আতাউর রহমান মুকুলের বক্তব্যে বিষয়ে পাল্টা জবাব দেন এবং যথাযথ ব্যবস্থা গ্রহনের জন্য জেলা আওয়ামীলীগের শীর্ষ নেতাদের জরুরি হস্তক্ষেপ কামনা করেন। অপরদিকে বন্দর উপজেলা আওয়ামীলীগের নেতা ও থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এস আই জুয়েল বলেন, বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধে কোন অবদান নেই। এমন বক্তব্য বিএনপির নেতা আতাউর রহমান মুকুল কিভাবে বলে। তার এমন বক্তব্য শোনার পরও জেলা মহানগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা কি কারনে নীরব ভূমিকা পালন করছে তা রহস্যময়। মুকুলের এমন বক্তব্যে রাষ্ট্রদ্রোহীর সামিল। সর্বকালের শ্রেষ্ঠ বাঙালী শেখ মজিবুর রহমানকে নিয়ে এমন একটি বক্তব্য যা মিডিয়ায় ফলোও করে প্রচার হয়েছে। অথচ সবাই কেমন যেন নীরব। কি কারনে নীরবতা পালন করছে তা আমার বোধগম্য নয়। আতাউর রহমান মুকুলের এমন বক্তব্যে দ্রুত প্রত্যহারের দাবী জানান এ নেতা। অন্যথায় দলের তৃনমুল হতে শুরু করে শীর্ষ নেতাদের নিয়ে কঠোর অবস্থানে যাওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯