
ডান্ডিবার্তা রিপোর্ট বন্দর উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দে চেয়ারম্যান মাকসুদ হোসেনের নতুন বাড়িতে গত শনিবার বাদ এশা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মুছাপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাকসুদ হোসেনের সভাপতিত্বে, চেয়ারম্যান মাকসুদ হোসেনের সহধর্মিনী নার্গিস মাকসুদের সার্বিক সমন্বয়ে ও সমাজসেবক মোঃ ইকবাল হোসেনের সঞ্চালনায় উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্দর ও সদর আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম সেলিম ওসমান তার বক্তব্যে বলেন, ‘প্রত্যেক ইউনিয়নের উন্নয়নে কথা বলতে যাচ্ছি। আশা রাখি প্রতিটি ওয়ার্ড থেকে মেম্বার, মহিলা মেম্বার ও গণ্যমান্যরা এসেছেন। আপনারা যার যার এলাকার কথা বলবেন, কথা শুনতেই এসেছি। আপনারা কথা বললেই এই মতবিনিময় সভার স্বার্থকতা খুঁজে পাবো। করোনার কারণে আমরা দুই বছর কাজ করতে পারিনি। তাই উন্নয়নের জন্য সকল দপ্তরের মধ্যে সমন্বয় করা প্রয়োজন। এই আসনের সকল ইউপি চেয়ারম্যানকে নিয়ে আমি শীঘ্রই বসবো। শীঘ্রই বন্দর উপজেলা একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে উঠবে’। সমস্যার কথা শুনে এমপি সেলিম ওসমান প্রতিউত্তরে বলেন, ‘খাল দখল একদিনে হয়নি। দখল হবার পূর্বে ইনজাংশন জারি করা দরকার ছিলো। দখল হবার পূর্বে জানবোনা কিন্তু দখল হবার পরে জানবো, এরকমটা যাতে আর না হয়। ইটভাটার ব্যবসায়ীরা একত্রিত হয়ে এক জায়গায় হন, একটা সেডের ভিতরে ইট বানান, পরিবেশবান্ধব ইট বানান, পরিবেশ যাতে ঠিক থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। মালিবাগ স্কুল থেকে লাঙ্গলবন্দ নগর পর্যন্ত রাস্তাটির বেহাল দশা, আগামী মাসেই যার নির্মাণ কাজ করা হবে। ধামগড় ও মুছাপুরের শত শত বিঘা জমিতে ধান চাষ বন্ধ তাই ধান চাষ চালু করতে পানি সেচের ব্যবস্থাকরণে আমাকে লিখিতভাবে জানান’। ১৭টি ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এবং সমস্যা সমাধানে লিখিতভাবে জানানোর তাগিদ দেন এমপি সেলিম ওসমান। এসময় বিশেষ অতিথি হিসেবে এমপি সেলিম ওসমানের সহধর্মিনী মিসেস নাসরিন ওসমান, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দন শীল, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা কুদরত-এ-খোদা, বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু বকর সিদ্দিক, বন্দর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সানাউল্লাহ সানু ও মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা উপস্থিত ছিলেন। তাছাড়া এসময় জেলা পরিষদের সদস্য মাসুম আহমেদ, ধামগড় ইউপি চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউপি চেয়ারম্যান এম এ সালাম, বন্দর ইউপি চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, আলীরটেক ইউপি চেয়ারম্যান জাকির হোসেন, গোগনগর ইউপি চেয়ারম্যান ফজর আলী, নাসিক ২৪নং ওয়ার্ড কাউন্সিলর আফজাল হোসেন, ব্যবসায়ী মাহমুদুল হাসান শুভ, মুছাপুর ইউপি’র সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, সুশীল সমাজ, ব্যবসায়ী, স্কুল কলেজের শিক্ষকবৃন্দ সহ সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯