
ডান্ডিবার্তা রিপোর্ট রূপগঞ্জ উপজেলায় অবস্থিত জমিদার বাড়ির অংশবিশেষ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার পর একটি ভবন মুড়াপাড়া কলেজের আবাসিক ছাত্রাবাস হিসেবে ব্যবহৃত হয়েছে। তবে দেড় যুগ ধরে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে সেই ভবনটি। ঐতিহাসিক প্রাচীন এ স্থাপনাটি অযতœ, অবহেলা আর সংরক্ষণের অভাবে জৌলুস হারিয়েছে অনেক আগেই। জরাজীর্ণ ধ্বংসাবশেষ ভবনটি এখন বখাটে আর মাদকসেবীদের দখলে। রাত-দিন ভবনে বসে মাদকসেবীদের আড্ডা। খোঁজ নিয়ে জানা যায়, ১৮৮৬ সালে তৎকালীন রামরতন ব্যানার্জী মুড়াপাড়ায় জমিদার বাড়ি নির্মাণ করেন। বাড়ির পাশেই পাইক-পেয়াদের থাকার জন্য আলাদাভাবে ছয় কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করেন। জমিদাররা দেশ ছেড়ে চলে গেলে ১৯৬৬ সালে বাড়িটিতে মুড়াপাড়া কলেজের কার্যক্রম শুরু হয়। তখন সোনারগাঁ, আড়াইহাজার, রূপগঞ্জসহ আশপাশের এলাকার একমাত্র কলেজ ছিল এটি। কলেজ কর্তৃপক্ষ জমিদারদের পাইক-পেয়াদের ভবনটি ছাত্রদের আবাসিক হল হিসেবে ব্যবহার করার অনুমতি দেন। একসময় কলেজটিতে রূপগঞ্জসহ দেশের দূরদূরান্ত থেকে পড়তে আসা শিক্ষার্থীরা আবাসিক হলে থেকে লেখাপড়া করতো। কিন্তু নানা জটিলতায় দেড় যুগ ধরে ছাত্রাবাসটি বন্ধ। সরেজমিনে দেখা যায়, প্রাচীন এ স্থাপনা ভঙ্গুর অবস্থায় পড়ে আছে। খসে পড়ছে ছাদ ও দেওয়ালের পলেস্তারা। দেওয়ালজুড়ে বেয়ে উঠছে লতাপাতা। ভবনের দরজা-জানালা কিছুই নেই। সব কিছু খুলে নিয়ে গেছে সংঘবদ্ধ চোরের দল। খুলে নিয়ে যাওয়া হচ্ছে ভবনের ইট-পাথরও। স্থাপনাটির বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে বিভিন্ন মাদকদ্রব্যের খালি কৌটা। স্থানীয়রা জানান, দিনে বখাটেদের আনাগোনা আর রাতে চলে মদ-গাঁজা, ফেনসিডিলের আসরসহ নানা অপকর্ম। যেকোনো সময় ভবনটি ধসে পড়তে পারে। ইতিহাসের সাক্ষী স্থাপনাটি আবারো মেরামতের দাবি স্থানীয়দের। স্থানীয় মুড়াপাড়া সরকারি কলেজের সাবেক ছাত্র আজমল হোসেন বলেন, ‘১৯৯৫-৯৬ সালে ভবনটি ছাত্রাবাস ছিল। দূরদূরান্ত থেকে আসা শিক্ষার্থীরা এখানে থেকে মুড়াপাড়া কলেজে পড়াশোনা করতো। দিন দিন আশপাশে বিভিন্ন কলেজ স্থাপিত হয়েছে। এতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। ছাত্রাবাসটি পুনরায় সংস্কার করা গেলে দূরদূরান্তের শিক্ষার্থীরা থাকতে পারতো। পাশাপাশি মাদকসেবীদের কাছ থেকে মুক্তি পাওয়া যেত।’ মঙ্গলখালি এলাকার বাসিন্দা নুরুমিয়া বলেন, ‘ছাত্রাবাসের পাশে একটি বেসরকারি প্রতিষ্ঠানে কেয়ারটেকারের চাকরির সুবাদে এখানেই থাকতে হয় আমাকে। দিন-রাত সমান তালে এ পরিত্যক্ত ভবনটিতে মাদকসেবীদের আনা-গোনা দেখা যায়। পরিত্যক্ত ও নির্জন হওয়াতে এখানে বখাটে আর মাদকসেবীদের আস্তানায় পরিণত হয়েছে।’ সরকারি মুড়াপাড়া কলেজের অধ্যক্ষ হাফিজুর রহমান বলেন, ‘জমিদার বাড়ির অংশবিশেষ এ স্থাপনাটি দীর্ঘদিন মুড়াপাড়া সরকারি কলেজের ছাত্রাবাস হিসেবে ব্যাবহার হয়েছিল। কিন্তু সরকার থেকে লিজ নেওয়ার মেয়াদ শেষ হওয়ায় ছাত্রাবাসটি বন্ধ হয়ে যায়। আইনি জটিলতা শেষ হলেই ভবনটি সংস্কার করে পুনরায় ছাত্রাবাস চালুর পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আতাউর রহমান বলেন, পরিত্যক্ত ছাত্রাবাসে মাদকের বিষয়টি আমাদের জানা ছিল না। এখন যেহেতু জানলাম বাড়িটির প্রতি আমাদের বিশেষ দৃষ্টি থাকবে। কোনো মাদকসেবী পেলেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯