
ডান্ডিবার্তা রিপোর্ট গত বছরের ১৫ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা দেয় কেন্দ্রীয় বিএনপি। বিএনপির সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াসউদ্দীনকে আহ্বায়ক, অধ্যাপক মামুন মাহামুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও গোলাম ফারুক খোকনকে সদস্য সচিব করে ৯ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসার পর নেতৃত্বে পরিবর্তনে নানা ব্যর্থতা স্পষ্ট হয়ে ওঠেছিলো। যে কারনে গিয়াসউদ্দীনকে নেতৃত্বে আনার পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির নেতাকর্মীরা নতুন করে স্বপ্ন দেখছিলেন। তাদের প্রত্যাশা ছিলো গিয়াস জেলা বিএনপিকে শক্ত অবস্থানে নিয়ে যাবেন। নিজ ব্যক্তির চেয়ে দলকে বড় করে দেখবেন। এমন প্রত্যাশা নিয়ে কমিটি গঠনের পর গিয়াসের উপর রীতিমত নেতাকর্মীরা হুমরি খেয়ে পড়েছিলেন। কিন্তু সচারাচর ভুলের গ-ি থেকে বের হতে পারলেন না গিয়াসও। অতীতে নেতৃত্ব পাওয়া নেতাদের মতই ভুল করলেন প্রথম সিদ্ধান্তেই। জেলা বিএনপির কমিটির সকলের সঙ্গে কোনো ধরণের পরামর্শ ব্যতিরেকেই কলমের এক খোচায় জেলায় বিএনপির ৫টি কমিটি অনুমোদন করে দিলেন গিয়াসউদ্দীন ও গোলাম ফারুক খোকন। মুলত ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে গিয়াস ও রূপগঞ্জ আসনে মোস্তাফিজুর রহমান দিপু ভুঁইয়ার জন্য বিএনপির মনোনয়ন লড়াইয়ে আসন দুটি নিশ্চিত করার লক্ষ্যেই ৫টি কমিটি রাতের আধারে ঘোষণা করে দিয়েছেন তারা দুজন। কমিটিগুলো থেকে তাদের বিরোধী বলয়ে রাজনীতি করে আসা কিংবা অন্যান্য মনোনয়ন প্রত্যাশিদের সঙ্গে রাজনীতি করে আসা নেতাদের সরাসরি মাইনাস করা হয়েছে ন্যাক্কারজনকভাবে। বিগত ১৫টি বছরেও যাদেরকে রাজপথের একটি মিছিলে দেখা মিলেনি তাদের হাতে থানা/উপজেলা/ পৌরসভা কমিটির নেতৃত্ব তুলে দিয়েছেন। ভিন্ন সুত্রে জানাগেছে, জেলার আড়াইহাজার ও সোনারগাঁ উপজেলা কমিটিতেও আচর দিতে যাচ্ছেন গিয়াস ও খোকন। আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদ ও সোনারগাঁয়ে আজহারুল ইসলাম মান্নান বলয়ের নেতাকর্মীরা রয়েছেন আতংকে। কারন ফতুল্লা থেকে মুহাম্মদ শাহআলম অনুগামীদের, রূপগঞ্জ থেকে কাজী মনির অনুগামীদের ও সিদ্ধিরগঞ্জ থেকে মামুন-রবির অনুগামী নেতাদের রীতিমত বিএনপির কমিটি থেকে বিতারিত করা হয়েছে নতুন কমিটি গঠনের মাধ্যমে। ঘটনা সূত্রে, গত শনিবার নারায়ণগঞ্জ জেলা বিএনপির অধীনস্থ পাঁচটি ইউনিট কমিটি ঘোষণা করেছেন জেলা বিএনপির আহ্বায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন। যদিও জেলা বিএনপির কমিটি গঠনের সময় শর্ত ছিলো কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মামুন মাহামুদের স্বাক্ষর প্রয়োজন হবে কমিটি গঠনে। যে কারণে গণমাধ্যমের কাছে কমিটিগুলো অবৈধ দাবি করছেন মামুন মাহমুদ। কমিটি গঠনে তাকে জানানোও হয়নি। জেলা বিএনপির আওতাধীন ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও রূপগঞ্জ উপজেলা ও রূপগঞ্জের কাঞ্চন ও তারাব পৌরসভা বিএনপির কমিটি অনুমোদন করা হয়। অন্যদিকে জাতীয় একটি গণমাধ্যমকে জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেছেন, আমরা কেন্দ্রের নির্দেশনার বাইরে কিছু করি না। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী কমিটি করা হয়েছে। এদিকে ৯ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, মাসুকুল ইসলাম রাজীব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদ। ৫টি কমিটি গঠনের বিষয়ে মাসুকুল ইসলাম রাজীবের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমি পারিবারিক কাজে ব্যস্ত থাকায় বিষয়টি নিয়ে চিন্তা করতে পারছিনা। তবে ৫টি কমিটি গঠনের বিষয়ে বেশকজন যুগ্ম আহ্বায়কবৃন্দ আমার কাছে ক্ষোভ প্রকাশ করেছেন। তারা বলেছেন এভাবে কাউকে না জানিয়ে হুট করে কমিটি ঘোষণা করে দেয়াটা সমুচীন হয়নি। আমার কাছেও তাই মনে হয়। যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান খোকা বলেন, কমিটি গঠনের বিষয়ে আমাদের সঙ্গে কোনো আলোচনায় বসা হয়নি। চিন্তা ভাবনা করছি বিষয়টি নিয়ে কি করা যায়। একই কথা বলেন অপর যুগ্ম আহ্বায়ক জুয়েল আহমেদও।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯