আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:৩৩

পকেট কমিটির সুযোগ নেই

ডান্ডিবার্তা | ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ গিয়াসউদ্দিন বলেছেন, যারা দায়িত্ব পেলেন কখনো আপনারা মনে করবেন না আপনারাই এই থানা এলাকার সর্বোচ্চ বিএনপি নেতা। আপনাদের থেকে অনেক যোগ্য ও ত্যাগী নেতা এ থানায় আছে। এখানে গর্ব ও অহংকার করার কোনো কিছু নাই। সুতরাং আন্তরিকতার সাথে আপনাদের দায়িত্ব পালন করতে হবে। গতকাল সোমবার সকালে সিদ্বিরগঞ্জ থানা বিএনপির নব-গঠিত নেতাদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন। সিদ্বিরগঞ্জে অবস্থিত গিয়াসউদ্দিনের বাসভবনে সকাল ১১টায় সিদ্বিরগঞ্জ থানা বিএনপির নব-গঠিত নেতারা সৌজন্য সাক্ষাৎ করতে যান। এসময় নব-গঠিত কমিটির আহবায়ক মাজেদুল ইসলাম ও সদস্য সচিব ইকবাল হোসেনের নেতৃত্বে গিয়াসউদ্দিনকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। তিনি আরও বলেন, অতি দ্রুত সময়ে সম্মেলন করে ওয়ার্ড কমিটি গঠন করতে হবে। আমরা কাউন্সিলরের মতামতের ভিত্তিতে নেতা নির্বাচিত করবো। পকেট কমিটি হবে না। ব্যক্তিগত পচ্ছন্দে কমিটি করা যাবে না। কাউন্সিলর নেতা নির্বাচিত করবে। এভাবে হলে কর্মী মূল্যায়ন পাবে দলও শক্তিশালী হবে। সিলেকসন করা দিয়ে দল চালাবেন না এটা আপনাদের প্রতি আমার অনুরোধ রইলো। যার যার যোগ্যতা অনুযায়ী আসবে, এ পদ আপনারা খুলে দেন।  উল্লেখ্য, গত রবিবার জেলা বিএনপির আহবায়ক মুহাম্মদ গিয়াসউদ্দিন ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন আগের কমিটি বিলুপ্ত করে সিদ্বিরগঞ্জ থানায় মাজেদুল ইসলামকে আহবায়ক ও ইকবাল হোসেনকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন দেন। কমিটিতে যুগ্ম আহবায়ক হিসেবে রয়েছে আবদুল্লাহ আল মামুন, ডিএইচ বাবুল, মো: আকবর হোসেন, ইমাম হোসেন বাদল, মো: আনিস শিকদার, মো: আবুল হোসেন, দিদারুল আলম, অফিল উদ্দিন ভূঁইয়া ও গাজী মনির হোসেন। এছাড়াও কমিটিতে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর গোলাম মোহাম্মদ সাদরিল ও নারী কাউন্সিলর আয়শা আক্তার দিনাসহ ৪০ জন সদস্য রয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা