আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:২৯

গোলাকান্দাইল মেলা নিয়ে সিন্ডিকেটের বাণিজ্য

ডান্ডিবার্তা | ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ৯:৫৮ পূর্বাহ্ণ

রূপগঞ্জ প্রতিনিধি  রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মেলায় চলছে সিন্ডিকেট বাণিজ্য। এই মেলাতে প্রবেশ মূল্য না থাকলেও মেলার ভিতরে চলছে গলাকাটা বাণিজ্য। সরেজমিনে ঘুরে দেখা গেছে, মেলার  প্রবেশ মুখেই রয়েছে জিলাপি, মৃষ্টি তিল্লা-কদমা ও পিয়াজুর দোকান। আর এইসব দোকানগুলোতেই মেলার স্থানীয় ছেলেপেলে ও বিভিন্ন রাজনৈতিক কর্মীরা সিন্ডিকেটের সদস্য। এ সিন্ডিকেটের আরেকটি কাজ হচ্ছে মেলার নিরাপত্তা নিশ্চিত করা। দেখা যায়, মেলায় তাদের নির্ধারিত দামেই কিনা-কাটা করতে হয়। মিষ্টি ২৫০ থেকে ৩০০টাকা, পিয়াজী ২০০ থেকে ২২০টাকা, তিল্লা-কদমা ২০০টাকা। এছাড়া নাগরদোলা, নৌকা মোটরসাইকেল খেলা ও ভূতের বাড়ীসহ সার্কাসেও চলছে তাদের সিন্ডিকেট বাণিজ্য। এছাড়া মেলায় সিসি ক্যামারা শুধুমাত্র নামে তবে কাজে নয়। মেলার বিতর বখাটেদের জন্য মা-বোন নিয়ে মেলা ঘুরা-ফেরা মুসকিল হয়ে পরেছে। কিছুদিন আগেও মেলার বিতর মারামারি হয়। ককটেল বিষ্ফোরণ ও রক্তক্ষয়ীসহ দায়ের মহড়া হলেও সিসি ক্যামারায় ধরা পরে নাই। এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে সংশ্লিষ্ট কয়েকজন জানালেন, এসব বলে কি হবে। কোন কাজ হবেনা। আপনি হয়তো জানেন না, এ মেলায় কারা কারা জড়িত। প্রশ্ন ছিল, কারা কারা জড়িত? একজন বললেন, কারা জড়িত নয়, স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতা, সাংবাদিকসহ সবাই তো জড়িত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা