আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৪২

মুকুলকে ঘর থেকে বের হতে দেব না

ডান্ডিবার্তা | ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০২ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি  বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাফেজ আহাম্মদের স্বরনে পরিবারের পক্ষ থেকে স্বরন সভা, মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বাদ আছর কলাগাছিয়া ইউনিয়নস্থ পশ্চিম হাজী জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজিম উদ্দিন প্রধানের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে অংশ নেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক ইব্রাহিম কাশেম, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রার্থী হাজী আহমেদ তুষার মাঈনউদ্দিন, সাধারন সম্পাদক প্রার্থী আক্তার হোসেন বিএ, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা সোয়েব মোহাম্মদ লিটন, বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফয়সাল কবির, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন, আওয়ামীলীগ নেতা মদিল, শাহাবুদ্দিন ঢালী, নুরুল ইসলাম মোল্লা প্রমূখ। দোয়া পূর্বক সংক্ষিপ্ত বক্তব্যে কাজিম উদ্দিন বলেন, আজ আমরা কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাফেজ মোহাম্মদ স্বরনে দোয়ার আয়োজন করেছি। জীবদ্দশায় হাফেজ ভাই সব সময় দলীয় কর্মকান্ডে অগ্রভাগে থেকে নেতৃত্ব দিয়েছেন অথচ তিনি আজ আমাদের মাঝে নেই। আমি হাফেজ ভাইয়ের রুহের মাগফেরাত কামনা করছি। তিনি আরো বলেন, বিএনপি নেতা আতাউর রহমান মুকুল একটি প্রোগ্রামে জাতির পিতাকে নিয়ে কটুক্তি করে বলেছিলেন স্বাধীণতা যুদ্ধে নাকি বঙ্গবন্ধুর কোন অবদান নাই। আমার মনে হয় ওই সময় তিনি পাকিস্তানে ছিলেন। স্বাধীণতা একদিনে আসে নাই। ১৯৬২, ৬৬, ৬৯ ও ৭১সালের ২৬ মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষনেই বাঙ্গালী জাতিকে উজ্জিবিত হয়েছিল। তখন স্বাধীণতার ঘোষনা দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই কথা কি মুকুল সাহেব জানেন না। বঙ্গবন্ধু স্পষ্ট ভাবে বলেছিলেন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীণতার সংগ্রাম। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে প্রস্তুত থাক, আমি যদি হুকুম দিবার নাও পারি তোমরা শত্রুর মোকাবিলা করবে এসব ভাষন কি তিনি শুনেন নাই। মুকুল সাহেবকে আমি বলতে চাই রাজনীতির মত রাজনীতি করবেন কিন্তু মিথ্যাচার করবেন না। বন্দর উপজেলায় আওয়ামীলীগের বঙ্গবন্ধুর সৈনিকরা এখনও চুপ রয়েছে। জাতির পিতাকে নিয়ে বেফাস কথা বলবেন ঘর থেকে বের হতে পারবেন না। আপনাকে ঘর থেকে বের হতে দেব না। আপনি আপনার কথা উড্ড করে নেন। জাতির কাছে ক্ষমা চান।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা