আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৮:৪২

নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন

ডান্ডিবার্তা | ০৭ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:০৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের মানববন্ধন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বিপুল সংখ্যক নির্মাণ শ্রমিক অংশ নেয়। নারায়ণগঞ্জ জেলা প্রাসাদ নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মতিনের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সহসভাপতি শাজাহান মীর, সাধারণ সম্পাদক রজমান মোল্লা, সাংগঠিনক সম্পাদক আব্দুর রাজ্জাক প্রমুখ। মানববন্ধনে তারা বলেন, নির্মাণ সামগ্রীর অস্বাভাবিক  মূল্য বৃদ্ধির কারণে ব্যক্তিগত পর্যায়ে সকল প্রকর নির্মাণ কাজ বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। তারউপর গত ২৩ আগস্ট রাজউক কর্তৃক প্রস্তাবিত ড্যাপ সরকার অনুমোদন দিয়েছে। নারায়ণগঞ্জে আগের নিয়মে যেখানে ১০ তলা অনুমোদন পাওয়া গেছে সেখানে ড্যাপ এর নতুন নিয়মে সেখানে ৩-৪ তলা ভবনের অনুমোদন পাওয়া যায়। এই কারণে গত ৫ মাসে জমির মালিকরা নতুন নিয়মে  ভবনের অনুমোদন নিচ্ছেন না। ফলে নতুন ভবনের নির্মাণ কাজ বন্ধ হয়ে গেছে। নির্মাণ কাজ বন্ধ থাকায় নির্মাণ শ্রমিকরা বেকার হয়ে পড়েছে। তাই আমরা বাধ্য হয়েছি মানববন্ধন করতে। তারা আরও বলেন, রাজউকের কর্মকর্তা দুর্নীতি করে সম্পদের পাহাড় বানাচ্ছে আর আমরা কাজের অভাবে না খেয়ে দিন কাটাচ্ছি। ‘রাজউকের পিয়নের ৮তলা বাড়ি, আর আমরা না খেয়ে মরি’। বেকার হয়ে পড়ায় হাজার হাজার শ্রমিক পরিবার আজ অসহায় হয়ে পড়েছে। তাই আমাদের দাবী, আমাদের দাবি নির্মাণ সামগ্রীর দাম সহনীয় পর্যায়ে আনতে হবে। ড্যাপ সংশোধন করে বহুতল ভবনের অনুমোদন দিতে হবে। বন্ধ হওয়া ভবনগুলি চালু করার ব্যবস্থা করতে হবে। দুর্নীতিগ্রস্থ রাজউক কর্মকর্তাদের অভিযান বাণিজ্য বন্ধ করতে হবে। এদিকে মাববন্ধনে দুটি ব্যানারে লেখা ছিল, ‘রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর নতুন নিয়মের কারণে গত ৫ মাসে নতুন কোন ভবনের অনুমোদন নাই তাই হাজার হাজার নির্মাণ শ্রমিক বেকার ও অভুক্ত’ এবং রাজউকের চলমান অভিযান প্রক্রিয়ার কারণে নির্মাণ কাজ বন্ধ তাই হাজার হাজার শ্রমিক বেকার ও অভুক্ত।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা