
ডান্ডিবার্তা রিপোর্ট আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ ও বিরোধীদল বিএনপি রাজপথে সোচ্চার রয়েছে। সেই অনুযায়ী উভয় দলই মাঠে নানা কর্মসূচি পালন করে যাচ্ছে। তবে বিএনপি একের পর এক কর্মসূচি দিয়ে মামলায় জর্জরিত হয়েও নেতাদের উজ্জীবিত রেখে যাচ্ছে। তবে সম্প্রতি দুই দলই পাল্টা পাল্টি কর্মসূচি দিয়ে রাজনৈতিক অঙ্গন উত্তপ্ত করে তুলেছে। কেন্দ্রের নির্দেশনা মোতাবেক নারায়লগঞ্জের নেতারা প্রস্তুতি নিচ্ছে। এনিরেয় নারায়ণগঞ্জের রাজনৈতিক মহল উত্তাল। দেশের প্রধান দুটি রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচিতে উত্তপ্ত হয়ে উঠেছে রাজনৈতিক মাঠ। এবার দু’দলের বাগযুদ্ধ ও বিভাগীয় রাজনীতির উত্তাপ ছড়িয়ে গেছে ইউনিয়ন পর্যায়ে। একই দিনে সারা দেশে ইউনিয়ন পর্যায়ে বিএনপির পদযাত্রার বিপরীতে শান্তি সমাবেশের ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ। এমন পরিস্থিতিতে রাজনৈতিক সংঘাতের শঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষক ও সচেতন মহল। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনী বছরে রাজনৈতিক মাঠ দখলে মরিয়া হয়ে উঠেছে আওয়ামী লীগ ও বিএনপি। জানা যায়, মার্চের তৃতীয় সপ্তাহে শুরু হতে পারে পবিত্র রমজান মাস। রমজান মাসের আগে একের পর এক কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়ে রেখেছে বিএনপির হাইকমান্ড। গত বছর দেশব্যাপী গণসমাবেশ, গণমিছিলের মতো নানা কর্মসূচির মাধ্যমে নিজেদের দাবি আদায়ের আন্দোলন চালিয়েছে বিএনপি। তাদের ঠেকাতে পাল্টা কর্মসূচি দিয়ে আওয়ামী লীগও তাদের নেতা কর্মীদের মাঠে রেখেছে। সেই সাথে নতুন বছরেও আন্দোলনের মাধ্যমে রাজনীতির মাঠ উত্তপ্ত রেখেছে বিএনপি। তারা প্রায় প্রতিদিনই নানা কৌশলে রাজনৈতিক কর্মসূচি পালন করছে। এতদিন বিভাগীয় পর্যায়ে রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে আসছিল বিএনপি। তাদের আন্দোলনের বিপরীতে আওয়ামী লীগও বিভিন্ন প্রকল্প ব্যপক আকারে উদ্বোধন করে সেখানে কর্মীদের কাছে আবারও নৌকায়ও ভোট চেয়ে যাচ্ছেন। সেই সাথে ক্ষমতাসীন দলের নানা উন্নয়ন মূলক কাজ মানুষের কাছে তুলে ধরছেন। দলীয় সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি ঢাকা বিভাগীয় সমাবেশ থেকে বিএনপির মহা সচিব মির্জা ফখরুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগসহ ১০ দফা দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা করার ঘোষনা দেন। ওই সভায় তিনি বলেন, আমাদের এবারের কর্মসূচি হবে একেবারে ইউনিয়ন পর্যায় থেকে। গ্যাস-বিদ্যুৎ-চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে গণতন্ত্র পুনরুদ্ধার, সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে পদযাত্রা অনুষ্ঠিত হবে। এরপরে ধীরে ধীরে আমরা উপজেলা-জেলা-মহানগর এবং এরপর তাদের যে ক্ষমতার মসনদ, সেই মসনদ জনগণ দখল করে নেবে, জনগণের সরকার গঠন করবে। অপর দিকে ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে আ.লীগের শান্তি সমাবেশ করার ঘোষনা দিয়েছে। সেই হিসেবে ইতোমধ্যে জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা থানার দায়িত্বরত নেতাদেরকে নির্দেশনা দিয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, রাজনৈতিক মাঠ দখলে রাখতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে আওয়ামী লীগ। বিএনপিকে মাঠে ব্যস্ত রেখে নির্বাচনী বছর পার করতে চায় দলটি। সংঘাত এড়ানোর সব ধরনের চেষ্টা করার পাশাপাশি বিএনপিকে চাপে রাখার কৌশলও নিয়ে রেখেছে ক্ষমতাসীন দল। সরকার পতনের দাবিতে গত বছর থেকে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে বিএনপি। এর মধ্যে গত ১০ ডিসেম্বর ঢাকা বিভাগীয় গণসমাবেশকে কেন্দ্র করে দেশের রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি হয়। সেদিন কর্মসূচি থেকে বিএনপি নৈরাজ্য করতে পারে দাবি করে রাজধানীর অলিগলিতে সতর্ক অবস্থানে ছিল আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমনকি সেদিন নারায়ণগঞ্জের জেলা মহানগর আওয়ামী লীগের নেতা কর্মীরা শহরে মিছিল করার পাশা পাশি সতর্ক অবস্থানে ছিলেন। এর মধ্যে গত ৪ ফেব্রুয়ারি বিভাগীয় পর্যায়ে সমাবেশ করে বিএনপি। একই দিন আওয়ামী লীগও বিভাগীয় পর্যায়ে শান্তি সমাবেশ করে। ইতোমধ্যে আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজপথ না ছাড়ার আহব্বান জানিয়ে আসছেন ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এদিকে, আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে আওয়ামী লীগ। গত রোববার রাতে দলের উপদপ্তর সম্পাদক সায়েম খান এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশব্যাপী ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করা হবে। ১১ ফেব্রুয়ারির এ সমাবেশ সফল করার জন্য কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব ভাগ করে দেয়া হয়েছে। ইতোমধ্যে ৪০টি জেলার কেন্দ্রীয় নেতাদের বিষয়টি জানানো হয়েছে। সেই হিসেবে নারায়ণগঞ্জের আওয়ামী লীগের নেতা কর্মীরা এখন থেকে প্রস্তুতি নিচ্ছে। ক্ষমতাসীন দলের নেতারা বলছে, বিএনপির নৈরাজ্য ও সহিংসতার প্রতিবাদে আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে প্রতিটি জেলার ইউনিয়ন পর্যায়ে একযোগে শান্তি সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে দলীয় হাই কমান্ড। সিদ্ধান্ত অনুযায়ী, জেলার নেতাদের সঙ্গে যোগ দেবেন কেন্দ্রীয় নেতারা। এ শান্তি সমাবেশ সফল করতে ৪০টি জেলার কেন্দ্রীয় নেতাদের দায়িত্ব বণ্টন করা হয়েছে। যেসব জেলায় কেন্দ্রীয় নেতারা যাবেন না, সেখানে জেলার নেতাদের পাশাপাশি স্থানীয় সংসদ সদস্যদের অংশগ্রহণে ইউপি পর্যায়ে শান্তি সমাবেশ করতে বলা হয়েছে। এ ব্যপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহিদ বাদল বলেন, দেশের শান্তিময় পরিবেশ বিনষ্ট করতে মাঠে নেমেছে বিএনপি। তারা দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে চায়। বিএনপি নিজেদের মতো করে কর্মসূচি পালন করছে। এতে বাধা দিচ্ছে না সরকার। আর আওয়ামী লীগও প্রতিদিনই নানা কর্মসূচি পালন করছে। কেন্দ্র ঘোষিত আগামী ১১ ফেব্রুয়ারি সারা দেশে ইউনিয়ন পর্যায়ে শান্তি সমাবেশ করবে। আর এজন্য আমরা থানা পর্যায়ে নেতাদের নির্দেশ দিয়েছি। তারা ইউনিয়নের নেতা কর্মীদের নিয়ে প্রস্তুতি নিচ্ছে। তবে এটা বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি নয়, দেশের মানুষকে শান্তির বার্তা দিতে শান্তি সমাবেশ কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যখন দেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে, তখন দেশে অরাজকতা সৃষ্টিতে মাঠে নেমেছে বিএনপি। বিএনপির কর্মসূচির পাল্টা কর্মসূচি নয়, আওয়ামী লীগের শান্তির সমাবেশে বিএনপি-জামায়াত সরকারের সময়ে দেশের মানুষ কী অবস্থায় ছিল, সেগুলো তুলে ধরা হবে। তাদের সাথে পিছিয়ে নেই বিএনপি। জেলা বিএনপির আহ্বায়ক ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সংসদ সদস্য গিয়াস উদ্দিন জানান, ১০ দফা দাবী আদায়ের জন্য আমাদের নেতা কর্মীদের সাথে এখন জনগণ মাঠে নামছে। বিশেষ করে যে হারে দ্রব্য মূল্য বৃদ্ধি পাচ্ছে তা মানুষের সামনে তুলে ধরার পাশা পাশি সরকারের নানা অনিয়ম মানুষের তুলে ধরার জন্য এই কর্মসূচি। আর এই কর্মসূচিতে সর্বস্তরের মানুষ অংশ গ্রহন করবে আমরা এই প্রত্যাশা করি। সদর থানা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি এসটি আলমগীর সরকার বলেন, নির্বাচন সামনে রেখে কেউ যেন অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে না পারে, জনগণের জানমালের ক্ষতি করতে না পারে, জনগণকে সে আহব্বান জানানো হবে। ১১ ফেব্রুয়ারি প্রতিটি ইউনিয়নে আমাদের শান্তি সমাবেশ হবে। উন্নয়ন ও গণতন্ত্রের পক্ষে, সন্ত্রাস এবং নৈরাজ্যের বিরুদ্ধে। তারই ধারাবাহিকতায় আমাদের আলীরটেকেও এই শান্তির সমাবেশ হবে। তবে রাজনৈতিক কর্মসূচি পালনে উভয় দলই মাঠে থাকার ঘোষনা দিয়েছেন।
হাবিবুর রহমান বাদল ষোল বছরের স্বৈরশাসনে দেশকে পঙ্গু করে শত দমন পীড়ন আর নির্বিচারে গুলি বর্ষন করে দেড় হাজারের বেশী ছাত্র-জনতাকে হত্যার পরও শেষ পর্যন্ত শেখ হাসিনা তার গতি রক্ষা করতে পারেনি। গত বছরের ৫ আগষ্ট ছাত্র-জনতার রোষানল থেকে বাঁচার জন্য ছোট বোন রেহানাসহ স্বৈরাচার শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। শেখ হাসিনার রাজনৈতিক আত্মসমর্পণ এতটাই […]
হাবিবুর রহমান বাদল নারায়ণগঞ্জসহ সারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায় বিভিন্ন সামাজিক মাধ্যমে নগরবাসীর আতঙ্কিত হওয়ার ঘটনা প্রতিদিন প্রকাশ পাচ্ছে। এনিয়ে সাধারণ নাগরিকরা সরব হয়ে উঠেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ এনে বিভিন্ন মহল থেকে তার পদত্যাগ দাবি করা হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার বিকালে এক সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টা […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯