আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ১১:৩৪

না’গঞ্জে এইচএসসিতে পাশের হার ৯১.৮৯ শতাংশ

ডান্ডিবার্তা | ০৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৩৮ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় এবার ঢাকা বোর্ডের অধীনে নারায়ণগঞ্জ থেকে অংশগ্রহণকারীদের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার পরীক্ষায় মোট অংশগ্রহণকারী শিক্ষার্থী ১৯ হাজার ১৫১জন। এর মধ্যে পাসে করেছে ১৭ হাজার ৫৯৮জন। গতকাল বুধবার বেলা ১১টার পর প্রধানমন্ত্রীর কার্যালয় চামেলী হলে শিক্ষামন্ত্রী দীপু মনি ও বোর্ডের চেয়ারম্যানরা নিজ নিজ বোর্ডের ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেন। এবার ঢাকা শিক্ষাবোর্ডের অধীনে নারায়ণগঞ্জে গড় পাসের হার ৯১.৮৯ পার্সেন, মোট জিপিএ-৫ পেয়েছেন ১ হাজার ৭৭১ জন। এছাড়া জেলায় সব থেকে বেশী সংখ্যায় জিপিএ-৫ অর্জন করেছে নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। তবে নারায়ণগঞ্জ জেলায় ৭টি শিক্ষা প্রতিষ্ঠান শতভাগ পাশ করেছে। এর মধ্যে ‘গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজ ৩৯২ পরীক্ষার্থী সবাই পাশ করে সংখ্যায় সবচেয়ে এগিয়ে আছে। এছাড়া কবি নজরুল স্কুল এন্ড কলেজ, বারদী হাইস্কুল এন্ড কলেন, ধাকেশ্বরী মিলস স্কুল এন্ড কলেজ, নব কিশলয় হাইস্কুল এন্ড গার্লস কলেজ, হাজী মোহাম্মদ ইখলাসউদ্দিন ভূঁইয়া উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও সোনারগাঁও স্টার ফ্লাওয়ার এস.আর স্কুল এন্ড কলেজ।’ করোনা পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় গত ৬ নভেম্বর থেকে সারাদেশে স্বাভাবিক পরিবেশে শুরু হয় এইচএসসি ও সমমানের পরীক্ষা। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদরাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডের অধীন মোট পরীক্ষার্থী ছিল ১২ লাখ তিন হাজার ৪০৭ জন। এ বছর নারায়ণগঞ্জে ৬০টি প্রতিষ্ঠানে এইচএসসি ও সমমানের পরীক্ষা হয়। ১৩ ডিসেম্বর তত্ত্বীয় পরীক্ষা ও ২২ ডিসেম্বর ব্যবহারিক পরীক্ষা শেষ হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা