আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:১৬

পাকিস্তান আমলেও বিচার ব্যবস্থা ভাল ছিল: রফিউর রাব্বি

ডান্ডিবার্তা | ০৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহবায়ক রফিউর রাব্বি বলেছেন, সরকার আমাদের দেশের বিচার ব্যবস্থাকে সম্পুর্ণ ধ্বংস করেছে। পাকিস্তানের শাসন আমলে বিচার ব্যবস্থা ভাল ছিল এবং পরবর্তীতে দেশ স্বাধীন হওয়ার পরেও বিচার ব্যবস্থা এমন ধ্বংস হয় নাই। আমরা যাদের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার জন্য যুদ্ধ করেছি, সেই পাকিস্তানের বিচার ব্যবস্থাও এরকম অবস্থা হয় নাই। সেখানেও বিচার ব্যবস্থায় একটি স্বাধীনতা রয়েছে। কিন্তু আমাদের দেশের সরকার বিচার ব্যবস্থা সম্পুর্ণ ধ্বংশ করেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকারের মন্ত্রীরা বলছেন দেশে তারা নিজেদের মতো গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন। আইয়ুব খানও এমনি বেসিক ডেমোক্রেসি বা বুনিয়াদি গণতন্ত্রের কথা বলেছিলেন। মানুষ সে কথায় কান দেয়নি। তারা আজকে প্রতিনিয়ত উন্নয়নের কথা বলে চলেছেন। যে ব্রিটিশদের তাড়িয়ে স্বাধীনতা এসেছিল তারাও দু’শ বছরে এখানে এমনি বহু উন্নয়ন করেছিলেন। রেলসহ যোগাযোগ ব্যবস্থার প্রভূত উন্নয়ন, বিশ্ববিদ্যালয়সহ শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল। তানভীর মুহাম্মতদ ত্বকী হত্যা ও বিচারহীনতার ১১৯ মাস উপলক্ষে গতকাল বুধবার সন্ধ্যায় আলী আহাম্মদ চুনকা নগর মিলনায়তন প্রঙ্গণে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এসব কথা বলেন। রফিউর রাব্বি আরও বলেন, ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডের সূচনা করেছিলেন আইয়ুব খান। কমলাপুর রেলষ্টেশন সহ যোগাযোগ ব্যবস্থায় তিনি প্রভূত উন্নয়ন করেছিলেন। কিন্তু জনগণ তা মানেনি। সরকার আজকে নিরাপত্তা বাহিনীগুলোকে দলীয় বাহিনীতে পরিণত করেছে। এসব প্রতিষ্ঠান জনগণের টাকায় পরিচালিত হলেও তারা এখন জনগণের নয় সরকারদলীয়দের নিরাপত্তায় সর্বদা নিয়োজিত। দেশে বিচার ব্যবস্থা স্বাধীন হলে একটি হত্যার বিচারের অভিযোগ তৈরী হয়েও তা দশ বছর আটকে থাকে না। ত্বকীর বাবা রফিউর রাব্বি আরও বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে ত্বকী হত্যার বিচার বন্ধ করে রাখা হয়েছে। আমরা এ গণবিরোধী বিচার-ব্যবস্থার পরিবর্তন চাই। আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র ফিরে পেতে চাই। যেখানে সকলের বিচার পাওয়ার অধিকারের নিশ্চয়তা থাকবে, কথা বলার ও মত প্রকাশের স্বাধীনতা থাকবে। তিনি বলেন, ব্রিটিশরা দুশ বছরে দেশ থেকে যে অর্থ লুট করেছে বর্তমান শাসকগোষ্ঠীর লোকেরা তার চেয়েও বেশী অর্থ গত চৌদ্দ বছরে বিদেশে পাচার করেছে। তিনি বলেন, নারায়ণগঞ্জের প্রশাসন একটি ঘাতক পরিবারের পক্ষ নিয়ে কাজ করছে। অবস্থা দেখে মনে হয় ওসমান পরিবারের অপরাধ ঢাকা দেয়াই তাদের মূল দায়িত্ব। কোন অপরাধেই তাদের আইনের আওতায় আনা হয় না। তিনি সাগর-রুনী, তনুসহ নারায়ণগঞ্জের সকল হত্যার বিচার দাবি করেন। সংগঠনের সাধারণ সম্পাদক শাহীন মাহমুদের সঞ্চালনায় ও সভাপতি ভবানী শংকর রায়ের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এড. এবি সিদ্দিক, দৈনিক খবরের পাতার সম্পাদক এড. মাহাবুবুর রহমান মাসুম, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটেরসহ সভাপতি ধীমান সাহা জুয়েল, ন্যাপ জেলা সাধারণ সম্পাদক এড. আওলাদ হোসেন, সিপিবির শহর সভাপতি আবদুল হাই শরীফ, গণসংহতি আন্দোলন জেলার সমন্বয়ক তরিকুল সুজন, শ্রুতি সাংস্কৃতিক একাডেমির সভাপতি মাইনুদ্দিন মানিক, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের জেলা সভাপতি প্রদীপ সরকার প্রমূখ। উল্লেখ্য, ২০১৩ সালের ৬ মার্চ নগরীর শায়েস্তা খাঁ রোডের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। দু’দিন পর ৮ মার্চ শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করে পুলিশ। ওই বছরের ১২ নভেম্বর আজমেরী ওসমানের সহযোগী সুলতান শওকত ভ্রমর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দীতে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৫ মার্চ ২০১৪ তদন্তকারী সংস্থা র‌্যাব সংবাদ সম্মেলন করে জানায়, নারায়ণগঞ্জের ওসমান পরিবারের নির্দেশে তাদেরই টর্চারসেলে ১১ জন মিলে ত্বকীকে হত্যা করেছে। অচিরেই তারা অভিযোগপত্র আদালতে পেশ করবে। কিন্তু সে অভিযোগপত্র আজো আদালতে পেশ করা হয় নাই। ত্বকী হত্যার পর থেকে বিচার শুরু ও চিহ্নিত আসামীদের গ্রেপ্তারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ আলোক প্রজ্বালন কর্মসূচি পালন করে আসছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা