আজ শুক্রবার | ১৫ আগস্ট ২০২৫ | ৩১ শ্রাবণ ১৪৩২ | ২০ সফর ১৪৪৭ | সকাল ৬:১৮

বন্দরে দড়ি সোনাকান্দায় ভূমিদৎস্যুদের আগ্রাসন

ডান্ডিবার্তা | ০৯ ফেব্রুয়ারি, ২০২৩ | ১০:৫৫ পূর্বাহ্ণ

বন্দর প্রতিনিধি বন্দরে নিরিহ আনোয়ারের সম্পত্তী জোর পূর্বক ভাবে দখল করে রাখার গুরুত্বর অভিযোগ পাওয়া গেছে চিহিৃত ভূমিদৎসু ও প্রতারক শুভ,মহসীন ও হাসান গংদের বিরুদ্ধে। আনোয়ার গং এর ওয়ারিশদের অভিযোগ ভূমি দৎসু শুভ ও হাসানগংরা সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক জমি দখল পাঁয়তারা করে আসছে। গতকাল বুধবার বন্দর থানার ২০নং ওয়ার্ডের দড়ি-সোনাকান্দাস্থ খইল্লাপট্রি এলাকায় ওই জমি দখলের পাঁয়তারা ঘটনাটি ঘটে। বিভিন্ন তথ্য সূত্রে জানা গেছে, বিগত ৯৭-৯৮ সালে মৃত সামছুল হুদা বাবুল মিথ্যা তথ্য প্রদান করিয়া পীর বক্সের পুত্র কন্যাগনদের সম্পত্তি স্থানীয় তহসিল অফিসে এস এ রেকর্ড মোতাবেক নামজারি করে নেওয়ায় আনোয়ার গং রানিজেদেরনামেনামজারিকরতেনা পেরে সহকারী কমিশনার (ভূমি) বন্দর’ নিকট কাগজপত্রসহ নামজারী আবেদন করলে মূল জোতেজমিনা থাকায় তাদের নামে নামজারীবাতিল হয়। ভূমিকর্মকর্তার পরামর্শে আনোরয়ারগংরা শুভ গংদেরবিরুদ্ধে ৩/২০২৩নং একটিমিস মোকদ্দমা দায়েরকরিলে গত সোমবার মামলাটির শুনানীর জন্য তারিখ ধার্য্য থাকিলে বিবাদী শুভগংরা মহোদয়ের নিকট সময় প্রার্থনা চেয়ে একটি আবেদন দাখিল করেন। এবং বিবাদীরা সন্ত্রাসী ভাবে আনোয়ার কেনানা ভাবে হুমকি ধামকি প্রদানকরির জমিতে প্রবেশ করে একটি বিশাল সাইনবোর্ডসহ বালুদিয়ে দখল করছে। আনোয়ারগংরা কিছুদিন পূর্বেও বিবাদী পক্ষ ঘর তুলতে গেলে স্থানীয় বন্দর থানা পুলিশের সহযোগিতায় বিবাদীর ঘর তোলা বন্ধ করেন। বিবাদীশুভ গংদের ভয়ে আনোয়ার গংরা ভয়ে আতঙ্কিত হয়ে নিজ নিজ বাড়িতে বসবাস না করে অসহায় ভাবে আতœীয় স্বজনদের বাড়িতে রাত্রি যাপন করেছে। শুধু তাই নয় স্থানীয় এলাকাবাসীর সাথে এদের সম্পর্কে জানায় এরা বেশ ক্ষমতাশালী এবং ভংঙ্কর প্রকৃতির লোক। এদের বিরুদ্ধে এলাকাবাসীর কোন লোক ভয়েও মুখখুলতে নারাজ। অসহায় আনোয়াররা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের নিকট এদের বিরুদ্ধে বিচার দাবি করে খবর প্রকাশের আবেদন করেন।আনোয়ারগংরা নিজেদের সম্পত্তি বিবাদীদের হাত হইতে জোরপূর্বক দখল বাঁচাতে গণমাধ্যমকর্মীদের নিকট খবর প্রকাশের মাধ্যমে জেলা প্রশাসক নারায়ণগঞ্জ, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং বন্দর থানার প্রশাসনিক সহযোগিতা কামনা করে ভূমি দস্যুদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থার গ্রহনের দাবি জানান। এ বিষয়ে সঠিক তদন্ত মোতাবেক আনোয়ার গংদের সম্পত্তি বিবাদীদের হাত থেকে বাঁচাতে বন্দর থানা প্রশাসনের হস্থক্ষেপ অত্যন্ত জরুরী বলে মনে করেন এলাকাবাসী।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা